এইমাত্র
  • ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন
  • ‘হৃদয়’ ঝলকে রংপুরের দাপুটে জয়
  • ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
  • বনফুল কর্ণধার মোতালেবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
  • আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল
  • সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
  • ‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম
  • চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা
  • যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল
  • অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৮
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

    আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

    আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে অভিজ্ঞ সেনেগাল ও স্বাগতিক মরক্কো। রাবাতে অনুষ্ঠেয় এই ম্যাচে একদিকে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের ধারাবাহিকতা, অন্যদিকে রয়েছে বিশ্বকাপের সাফল্যে উজ্জীবিত মরক্কোর স্বপ্ন।

    এক অমর কাব্যের শেষ চরণে এসে দাঁড়িয়েছে স্বাগতিক মরক্কো। কাতার বিশ্বকাপে আফ্রিকার ইতিহাসে প্রথমবার চতুর্থ স্থান অধিকার করার পর থেকে তারা মহাদেশের সেরা দল হয়ে উঠেছে। এবার দেশের মাটিতে সোনালি শিরোপা ছুঁয়ে এই গল্পের রাজকীয় সমাপ্তি চাইছে ১৯৭৬ সালের আফ্রিকান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ১২০ মিনিট গোলশূন্য থাকার পর নাইজেরিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়েছে আশরাফ হাকিমির দল। 

    এবার অর্ধশতাব্দী পর পুনরায় আফ্রিকার সিংহাসন দখলের হাতছানি ওয়ালিদ রেগরাগির শিষ্যদের সামনে। অন্যদিকে সেনেগাল দলটির প্রতিটি রন্ধ্রে মিশে আছে অভিজ্ঞতার ছাপ। আফকনের শেষ চার আসরের মধ্যে তিন বারই ফাইনালে উঠেছে তারা। ২০২২ সালে মিশরকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার আফকনের ট্রফি জিতেছিল সেনেগাল। এবারও ফাইনালে আসার পথে সেই মিশরকেই পরাজিত করেছে তারা। আর সেই জয়ের নায়ক আবারও সাদিও মানে। তার একমাত্র গোলই বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালে তুলেছে।

    মরক্কোর শিবিরে অবশ্য বড় কিছু অনুপস্থিতি আছে। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন আজেদিন উনাহি। অধিনায়ক রোমাঁ সাইস ও মাঝমাঠের নেতা সফিয়ান আমরাবাতও খেলবেন না ফাইনালে। অন্যদিকে সেনেগাল দলে বড় কোনো ইনজুরি নেই। তবে টুর্নামেন্টের নকআউট পর্বে দুটি করে হলুদ কার্ড পাওয়ায় ফাইনালে নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক কালিদু কুলিবালি ও মিডফিল্ডার হাবিব দিয়ারা। 

    অন্যদিকে ম্যাচের আগে মাঠের বাইরের উত্তেজনাও বাড়িয়ে দিয়েছে সেনেগাল। তাদের ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক অভিযোগ করেছে, রাবাতে দল পৌঁছানোর পর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়নি। হোটেল নিয়ে জটিলতা, অনুশীলনের মাঠ নির্ধারণে দেরি, এমনকি সমর্থকদের জন্য টিকিট বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে তারা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…