এইমাত্র
  • ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন
  • ‘হৃদয়’ ঝলকে রংপুরের দাপুটে জয়
  • ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
  • বনফুল কর্ণধার মোতালেবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
  • আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল
  • সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
  • ‘মব’ শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম
  • চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পরিবেশ উপদেষ্টা
  • যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল
  • অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৮
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ‘হৃদয়’ ঝলকে রংপুরের দাপুটে জয়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

    ‘হৃদয়’ ঝলকে রংপুরের দাপুটে জয়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
    ছবি-সংগৃহিত

    আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত ম্লান হয়ে গেল তাওহিদ হৃদয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে। আর এতে করে ১৭৪ রানের টার্গেটে ৮ উইকেটের বড় জয়ে নোয়াখালীকে হারিয়ে লিগ পর্ব শেষ করল রংপুর রাইডার্স।

    রংপুরের কাছে হেরে এবারের বিপিএল শেষ করল নোয়াখালী। ১০ ম্যাচে ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে ছয় দলের টেবিলে তলানিতে আছে তারা। চট্টগ্রামের কাছে ঢাকা বড় ব্যবধানে হারলেই পঞ্চম স্থানে থেকে নিজেদের অভিষেক বিপিএল শেষ করার সুযোগ পাবে নোয়াখালী।

    রবিবার (১৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নোয়াখালী। শুরুটা আশাব্যঞ্জক হলেও দ্রুতই রহমত আলী (৯) ও জাকের আলী অনিক (৩) আউট হয়ে গেলে চাপ পড়ে দলটির ওপর। এরপর অধিনায়ক হায়দার আলির সঙ্গে জুটি গড়ে রংপুরের বোলারদের ওপর চড়াও হন হাসান ইসাখিল।

    দুর্দান্ত মারমুখী ব্যাটিংয়ে ৭০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন ইসাখিল। বিপিএল ইতিহাসে এটি কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি এবং এবারের আসরের দ্বিতীয় শতক। এর আগে সেঞ্চুরি করেছিলেন রাজশাহী ওয়ারিওর্সের নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত ৪ চার ও ১১ ছক্কায় ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল। হায়দার আলিও ৩২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রান তোলে নোয়াখালী।

    ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরকে দারুণ শুরু এনে দেন দাউদ মালান ও তাওহিদ হৃদয়। দুজন মিলে ৭৮ রানের জুটি গড়েন। মালান ১৭ বলে ১৫ রান করে ফিরলেও একপ্রান্তে ঝড় তোলেন হৃদয়। পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে তিনি রানের গতি আরও বাড়ান।

    ১৪ চার ও ২ ছক্কায় ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তাওহিদ হৃদয়। আউট হওয়ার আগে ৬৩ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষদিকে লিটন দাস ও খুশদীল শাহ অনায়াসেই জয়ের কাজ শেষ করেন। লিটন ৩৫ বলে ৩৯ এবং খুশদীল ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…