অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় গত কয়েক দিনের ভারী তুষারপাত ও ভয়াবহ তুষারধসে ৮ জন নিহত হয়েছেন। সর্বশেষ স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) মধ্য অস্ট্রিয়ার স্টাইরিয়া প্রদেশের মুর্তাল জেলায় ৭ সদস্যের একটি চেক স্কি পর্যটক দল তুষারধসের কবলে পড়লে ৩ জনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, তুষারধসে ওই ৩ স্কিয়ার পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছিলেন। উদ্ধারকারীরা দ্রুত তাদের খুঁজে বের করে মাটি খুঁড়ে উদ্ধারের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত কাউকে জীবিত বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে, শনিবার সকালেই সালজবার্গের পঙ্গাউ এলাকায় সাতজন ‘অফ-পিস্ট’ বা নির্ধারিত পথের বাইরে স্কি করা পর্যটকের একটি দল তুষারধসে আক্রান্ত হলে ৪ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হন। একই এলাকায় পৃথক আরেকটি তুষারধসে আরও এক স্কিয়ার প্রাণ হারান।
পঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, বারবার স্পষ্ট সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও অনেকে নির্ধারিত পথের বাইরে স্কি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
গত এক সপ্তাহ ধরেই এই অঞ্চলে তুষারধসের কারণে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্যাড গ্যাস্টেইন রিসোর্টে ১৩ বছর বয়সী এক কিশোর এবং গত রবিবার (১১ জানুয়ারি) টাইরোলিয়ান রিসোর্টে ৫৮ বছর বয়সী এক স্কি পর্যটক প্রাণ হারান।
বর্তমানে আল্পস পর্বতমালায় তীব্র তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: এএফপি
এইচএ