ঢাকার সাভারে থানার কাছেই পরিণত হয়েছে এক ভয়ংকর ‘মৃত্যুপুরী’। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক নারী ও এক শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানা থেকে মাত্র ৩০০ থেকে ৪০০ গজ দূরে অবস্থিত এই স্থান থেকে গত চার মাসে মোট পাঁচটি মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরের দিকে পরিত্যক্ত ভবনের ভেতরে আগুনে পোড়া দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই ভবন থেকে একাধিক মরদেহ উদ্ধার হলেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রায় প্রতিটি ঘটনার ধরন একই হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, এটি কোনো সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
স্থানীয় সূত্র আরও জানায়, গত তিন মাসে এই স্থান থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র চার মাসের ব্যবধানে একই জায়গা থেকে পাঁচটি লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা এখন আতঙ্কে থমথমে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধারকৃত মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই স্থানে বারবার এমন ঘটনা কেন ঘটছে, তা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এসআর