২০২৫-২৬ মৌসুমে ইউরোপের শীর্ষ ৫ লিগের মাঝপথ পেরিয়ে গেছে। এরই মধ্যে এসব লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। বিশেষ করে স্প্যানিশ লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ নিঃস্বাস ফেলছে একে অপরের ঘাড়ে। এ ছাড়া চমক দিয়ে ফরাসি লিগ ‘আঁ’-তে জায়ান্ট পিএসজিকে পেছনে ফেলে শিরোপার দৌড়ে এগিয়ে আছে লাঁস।
এক নজরে দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ লিগে এ পর্যায়ে এসে কোন লিগে পয়েন্ট তালিকার কী অবস্থা-
লা লিগা
স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে টেবিল টপার বার্সেলোনাকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে রিয়াল সোসিয়াদ। কাতালানদের ২-১ গোলে হারিয়েছে তারা। এ হারে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ পর হারের মুখ দেখেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
লা লিগায় বর্তমানে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে রীতিমতো ছুটছে আর্সেনাল। সবশেষ গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারালেও তাতে কোনো প্রভাব পড়েনি গানারসদের অবস্থানে। ২২ ম্যাচে ১৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মিকেল আর্তেতার দল।
ইপিএলের মাঝপথে এসে আর্সেনালকে ভালোভাবেই চোখ রাঙিয়েছিল আরেক জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে শেষ পর্যন্ত টানা চার ম্যাচ পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে পেপ গার্দিওলার দল। সবশেষ শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে তারা।
এ দিকে গতকাল রাতে এভারটনের কাছে ১-০ গোলে হেরে ম্যানচেস্টার সিটিকে টপকে দুইয়ে ওঠার সুযোগ হারিয়েছে অ্যাস্টন ভিলা। এ লিগে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।
সিরি ‘আ’
ইতালিয়ান লিগ সিরি ‘আ’-তে শীর্ষে আছে ইন্টার মিলান। ২১ ম্যাচে দলটির সংগ্রহ ৪৯ পয়েন্ট। ৩ পয়েন্ট পেছনে দুই নম্বরে অবস্থান করছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। মিলানের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি। সর্বশেষ রাউন্ডে তিন দলই জিতেছে ১-০ গোলে।
বুন্দেসলিগা
জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের রাজত্ব চলছেই। সবশেষ ম্যাচে লাইপজিগের বিপক্ষে ৫-১ গোল জয় পাওয়ার পর পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। দুইয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ড সমান ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৩৯ পয়েন্ট।
ফ্রেঞ্চ লিগ ‘আঁ’
ফ্রান্সে সবাইকে চমকে দিয়ে শীর্ষে আছে লাঁস। ১৯৯৭-৯৮ মৌসুমে একবার লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটি লিগ আঁতে সর্বশেষ আট ম্যাচেই জয় পেয়েছে। ফেবারিট পিএসজি অবশ্য মাত্র ১ পয়েন্ট পেছনেই আছে।
আরডি