আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে বিএনপি ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘নোট অব ডিসেন্ট…গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে… সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের হ্যাঁ এর পক্ষে অবস্থান- এটা দলের সবাইকে বলে দিয়েছি।’
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে 'অনবদ্য ও অভূতপূর্ব অবদান' রেখেছেন। তাদের ত্যাগের মূল্যায়ন ও স্বীকৃতি স্বরূপ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে তার প্রতিটি সফরে পর্যায়ক্রমে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের সফরসঙ্গী করা হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে কয়েকজন তরুণ ও তৃণমূল নেতা যেমন—আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আব্দুল মোনায়েম মুন্না, মামুন হাসান, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রকিবুল ইসলাম রাকিব সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন।
মাহদী আমিন বলেন, ঘোষিত তফশিল অনুযায়ী বিএনপি চেয়ারম্যানের সিলেট সফরের মধ্য দিয়ে দলের নির্বাচনি প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কর্মসূচি অনুযায়ী, আজ রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথে তারেক রহমানের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আজ গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি "অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়"। আমরা বিশ্বাস করি, ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনি প্রচার গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। সব রাজনৈতিক দলের কাছে আমরা আহবান জানাই, নির্বাচনি আচরণ বিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মাধ্যমে বহুল আকাঙ্খিত নির্বাচনে যেন জনপ্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা আরও জানাতে চাই যে, নির্বাচনি প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনি থিম সং উম্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে, ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহসহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ, তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আপনাদের সকলেরও সদয় উপস্থিতি কামনা করছি।
এমআর-২