এইমাত্র
  • সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আর নেই
  • হয়রত শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
  • তারেক রহমান সিলেটে পৌঁছেছেন
  • নির্বাচনে বিএনপির বিদ্রোহী ৫৯ নেতাকে বহিষ্কার
  • সমুদ্রে ভাসতে থাকা বাংলাদেশি জেলেকে উদ্ধার করে ফিরিয়ে দিলো ভারত
  • ‘হাঁস দিয়েই ধান খাইয়ে জয়ী হবো’
  • মুন্সিগঞ্জে বিএসটিআই লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার, দুই বেকারিকে জরিমানা
  • মুন্সিগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের দাবি
  • নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন জমা
  • মিরসরাইয়ের পূর্ব শত্রুতার জেরে শিশুকে আছাড় মেরে হত্যা!
  • আজ বুধবার, ৮ মাঘ, ১৪৩২ | ২১ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের দাবি

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

    মুন্সিগঞ্জের ৩ আসনে ১৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচনের দাবি

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

    বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে একাধিক প্রার্থী এ দাবি জানান।

    প্রার্থীরা বলেন, বিগত কয়েকটি নির্বাচনে নানা কারণে প্রার্থী ও ভোটাররা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। কোনোভাবেই যেন এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। একই সঙ্গে সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান।

    এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা তিনটি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

    এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন এবং জেলার ছয় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ-১ আসনে ৬ জন, মুন্সিগঞ্জ-২ আসনে ৫ জন এবং মুন্সিগঞ্জ-৩ আসনে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

    মুন্সিগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন (ফুটবল), বাংলাদেশ খেলাফত মজলিসের নুর হোসাইন নুরানি (রিকশা), ইসলামি আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান (হাতপাখা), জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার (লাঙ্গল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেন (কাস্তে), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল (কোদাল) এবং বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি–লৌহজং) আসনে বিএনপির অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ (ধানের শীষ), ইসলামি ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদ (গোলাপ ফুল), ইসলামি আন্দোলন বাংলাদেশের কে. এম. বিল্লাহ (হাতপাখা), জাতীয় নাগরিক পার্টির মাজেদুল ইসলাম (শাপলা কলি) এবং জাতীয় পার্টির নোমান মিয়া (লাঙ্গল) প্রার্থী হিসেবে রয়েছেন।

    মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদীখান) আসনে বিএনপির শেখ মো. আব্দুল্লাহ (ধানের শীষ), ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান খান (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রোকেয়া আক্তার (আপেল), বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুউদ্দিন রাজী (দাঁড়িপাল্লা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান (কোদাল) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মমিন আলী (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…