চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে এক শিশুকে আছাড়া মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ জানুয়ারি) জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় মৃত শিশুর নাম আব্দুল্লাহ (৩)। শিশু আব্দুল্লাহ দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আলম রাসেলের ছেলে।
পরিবারের অভিযোগ, স্থানীয় দ্বীন ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জায়গা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের দ্বীন ইসলাম শিশু আব্দুলাহকে আছাড় মারা হয়।
এরপর আব্দুল্লাহকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ঘটনার পরপরই দীন ইসলাম পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, শিশু আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরডি