২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের ইস্যু নিয়ে এক জরুরি বৈঠকে বসেছে আইসিসি। এই সভাই এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলাদেশ যদি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানাতে থাকে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।
প্রতিবেদননে আরও বলা হয়, বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি হলে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেয়ার পক্ষে মত দেন।
এদিকে বাংলাদেশ শুরু থেকেই বিশ্বকাপে ভারতে যাওয়া নিয়ে নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে। দুই দফায় পাঠানো ই-মেইলে বিষয়টি উল্লেখ করেছে বিসিবি। তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি আমলে নেয়নি আইসিসি। এমন পরিস্থিতিতেও ভারত সফরে বাংলাদেশের জন্য বিশেষ কোন রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাব করেনি আইসিসি।
প্রসঙ্গত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে আছে বাংলাদেশ। এক্ষেত্রে শেষ পর্যন্ত যদি এ টুর্নামেন্টে অংশ না নেই তবে র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
আরডি