পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি পরিবারের একাধিক বৈধ ওয়ারিশের নাম বাদ দিয়ে ওয়ারিশন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে। তবে এ অভিযোগটি অস্বীকার করে একটি লিখিত প্রত্যয়ন দিয়েছেন তিনি।
লিখিত প্রত্যয়নে তিনি জানিয়েছেন, ওই সনদ তার শপথ গ্রহণের আগের। একই সঙ্গে ওই ওয়ারিশন সনদে থাকা স্বাক্ষর তার নিজের নয় বলেও প্রত্যয়নে উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দেবীডুবা ইউনিয়ন পরিষদের প্যাডে স্বাক্ষরিত এই প্রত্যয়নপত্র প্রদান করেন চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান। প্রত্যয়নে তিনি উল্লেখ করেন, তিনি দেবীডুবা ইউনিয়ন পরিষদের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান এবং ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি তারিখে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রত্যয়নপত্র অনুযায়ী, ২০২২ সালের ১৮ জানুয়ারি স্থানীয় এক সাংবাদিক তার কাছে একটি ওয়ারিশন সনদের সার্ভার কপি ও ২০২২ সালের ১ ফেব্রুয়ারি তারিখে ইস্যু করা ১১২ নম্বর ওয়ারিশন সনদের অনুলিপি প্রদানের জন্য আবেদন করেন। তবে উল্লিখিত ওয়ারিশন সনদ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রেরণ করা হয়নি বলে প্রত্যয়নে উল্লেখ করা হয়।
চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রত্যয়নে আরও বলেন, যেহেতু তিনি ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন, সেহেতু তার শপথ গ্রহণের পূর্বে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি তারিখে ইস্যু দেখানো ১১১ নম্বর ওয়ারিশন সনদের বিষয়ে তিনি কিংবা তার ইউনিয়ন পরিষদ অবগত ছিলেন না।
প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে বলা হয়, উক্ত ওয়ারিশন সনদে চেয়ারম্যানের নামে যে স্বাক্ষর রয়েছে, সেটি তার নিজের স্বাক্ষর নয় এবং তা তার দ্বারা স্বাক্ষরিত হয়নি। চেয়ারম্যান তার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এ বক্তব্য সত্য মর্মে প্রত্যয়ন প্রদান করেছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।
সম্প্রতি দেবীডুবা ইউনিয়নের একটি ওয়ারিশন সনদকে কেন্দ্র করে অভিযোগ উঠে। এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সনদের বৈধতা ও স্বাক্ষর নিয়ে প্রশ্ন ওঠার পর চেয়ারম্যানের এই লিখিত প্রত্যয়ন প্রকাশ্যে আসে।
উল্লেখ্য, বিতর্কিত ওই ওয়ারিশন সনদের ভিত্তিতে একই ইউনিয়নের সোনাপোতা ধানপাড়া এলাকার ১ দশমিক ১৬ একর জমি নিজের নামে খারিজ করিয়ে নেন আব্দুল্লাহ মাসুদ। এ সংক্রান্ত নামজারি মামলার নম্বর ৩৪০৫ (IX-X)/২০২৪-২০২৫। অভিযোগ রয়েছে, খারিজ প্রক্রিয়া সম্পন্ন করার সময় তিনি নিজের সৎ মা ও ভাই-বোনদের নাম বাদ দেন।
আরডি