মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিএসটিআই লাইসেন্স ছাড়া মানচিহ্ন (লোগো) ব্যবহার করার দায়ে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।
জানা গেছে, নাবিল বেকারি ও কিংস মক্কা ফুড বেকারি বিএসটিআই’র বৈধ সিএম লাইসেন্স গ্রহণ না করেই পণ্যের মোড়কে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রি করছিল। এ অপরাধে বিএসটিআই আইন অনুযায়ী নাবিল বেকারির মালিক রুহুল আমীন এবং ‘কিংস মক্কা ফুড বেকারি’র মালিক মো. শিমুল শেখকে প্রত্যেক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই নারায়ণগঞ্জ অফিসের ফিল্ড কর্মকর্তা মো. রেজানুর রহমান সরকার এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি বলেন, লাইসেন্স ছাড়াই বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরডি