দীর্ঘ ৫ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছিরেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। আর এই সিংহাসন পুনরুদ্ধারের মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও শীর্ষস্থান হারিয়েছেন তিনি।
নতুন র্যাঙ্কিং অনুয়ায়ী, বিরাট কোহলিকে টপকে চূড়ায় উঠলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। দুইয়ে নেমে গেছেন কোহলি।
ভারতের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে মিচেল এবং কোহলি দুজনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। মিচেলের ১৩১ বলে ১৩৭ রানের জবাবে কোহলি খেলেন ১০৮ বলে ১২৪ রানের ইনিংস। ম্যাচটা ৪১ রানে জিতেছে মিচেলের নিউজিল্যান্ডই। এবার র্যাঙ্কিংয়েও কোহলিকে টপকে শীর্ষে উঠলেন ড্যারিল মিচেল।
এ তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। আর চার নম্বরে নেমে গেছেন কোহলির সতীর্থ ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা।
এছাড়া শীর্ষ দশে ঢুকেছেন আরেক ভারতীয় লোকেশ রাহুল। ১ ধাপ এগিয়ে ১০ম স্থানে আছেন রাহুল। তাকে জায়গা করে দিতে গিয়ে ১ ধাপ পিছিয়ে ১১তম স্থানে চলে গেছেন শ্রেয়াস আইয়ার।
এর বাইরে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে রয়েছেন তিনি। স্বদেশী উইল ইয়ং ১০ ধাপ এগিয়ে রয়েছেন ৪৪তম স্থানে। ৪ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে রয়েছেন আরেক কিউই মাইকেল ব্রেসওয়েল।
আরডি