এইমাত্র
  • ভোট কিনতে গিয়ে এমপিপুত্রের শ্বশুরসহ আটক ৪
  • যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক নাদিরকে অব্যাহতি
  • ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন জাপার চুন্নু
  • জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি
  • ঝড়বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • শিক্ষক নিয়োগে আসছে বড় ধরনের গণবিজ্ঞপ্তি
  • দেশে এক বছরে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত
  • বিএনপির সমাবেশের ব্যাপারে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি
  • ভোটের আগের দিন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
  • জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে সিরিজ বাংলাদেশের
  • আজ বুধবার, ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪
    যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক নাদিরকে অব্যাহতি
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে।তদন্ত চলাকালীন সময় পর্যন্ত অধ্যাপক নাদিরকে সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট বৈঠকে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়।  এর আগে সোমবার (৬ মে) সকালে প্রেস ব্রিফিং করে বিভাগটির শিক্ষার্থীরা অধ্যাপক নাদিরের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তের অগ্রগতি জানাতে বিশ্ববিদ্যালয়কে তিন দিনের আলটিমেটাম দেয়। সিন্ডিকেট সূত্র জানায়, 'শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিন্ডিকেটকে চাপ প্রয়োগ করছে উল্লেখ করে অধ্যাপক নাদির জুনাইদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসনিক) বরারব চিঠি দিয়েছিলেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক নারী শিক্ষার্থী অধ্যাপক নাদিরের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ করেন। ১১ ফেব্রুয়ারি বিভাগের আরেক নারী শিক্ষার্থী তার বিরুদ্ধে মৌখিক যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীও তার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ ফলাফল ধসে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি  ও যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।   যৌন নিপীড়ন ছাড়াও গত ৭ ফেব্রুয়ারি অধ্যাপক নাদিরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের কারণে ফলাফলে ধস নামিয়ে দেওয়ার অভিযোগ করেন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা।   এফএস
    ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন জাপার চুন্নু
    সংসদ সদস্য হিসেবে নিজের সম্মানী ভাতা আর বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতি ক্ষোভ ঝেড়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।মঙ্গলবার (৮ মে) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।ব্যারিস্টার সুমনের নাম প্রকাশ না করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমাদের হাউজের একজন সংসদ সদস্য। নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা সবাই ভুক্তভোগী।মুজিবুল হক চুন্নু বলেন, তিনি (ব্যারিস্টার সুমন) বলেছেন- আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান? তারা তো বলে না, গোপন করে। তিনি বলেছেন- ১ লাখ ৭২ হাজার টাকা বেতন (মাসিক) পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। তিনি আরও বলেছেন- তিন মাসের মধ্যে ২৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেটা কীভাবে পেলেন- তিন কোটি টাকা গমের জন্য। আর বাকি ২৫ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য।এ সময় স্পিকারকে উদ্দেশ চুন্নু বলেন, এই ২৮ কোটি টাকা কি আমি পেয়েছি? আপনি (স্পিকার) পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতিমধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলছেন, ‘২৮ কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই?’ তিনি (সুমন) বলেছেন, ২৫ কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি।স্থানীয় সরকার এমপিদের যে ২০ কোটি টাকা বরাদ্দ দেয় এ প্রসঙ্গে চুন্নু বলেন, স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে, তারপরে বাস্তবায়ন করে। কিন্তু সংসদ সদস্য বলছেন, আমরা ২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। শুধু তাই না, তিনি আরও বলেছেন- এমপি হলে যদি এত লাভ হয়, তাহলে আরও আগে এমপি হতাম।কেবল ‘সস্তা জনপ্রিয়তার জন্য’ নতুন সংসদ সদস্যের এমন আচরণ উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন বিরোধী দলীয় এ সংসদ সদস্য। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আপনি হলেন এই সংসদের অভিভাবক। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন, যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকারসহ ৩৪৯ জন এমপি (সায়েদুল হক সুমন ছাড়া) সম্পর্কে ভুল বার্তা যাবে… তার সস্তা জনপ্রিয়তা অর্জন করবার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায়, বিষয়টা আপনি দেখতে পারেন। এফএস

    জাতীয়

    সব দেখুন
    ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন জাপার চুন্নু
    সংসদ সদস্য হিসেবে নিজের সম্মানী ভাতা আর বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতি ক্ষোভ ঝেড়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।মঙ্গলবার (৮ মে) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।ব্যারিস্টার সুমনের নাম প্রকাশ না করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমাদের হাউজের একজন সংসদ সদস্য। নামটা বলতে চাই না, তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তাতে আমরা সবাই ভুক্তভোগী।মুজিবুল হক চুন্নু বলেন, তিনি (ব্যারিস্টার সুমন) বলেছেন- আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান? তারা তো বলে না, গোপন করে। তিনি বলেছেন- ১ লাখ ৭২ হাজার টাকা বেতন (মাসিক) পেয়েছেন। আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। তিনি আরও বলেছেন- তিন মাসের মধ্যে ২৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সেটা কীভাবে পেলেন- তিন কোটি টাকা গমের জন্য। আর বাকি ২৫ কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য।এ সময় স্পিকারকে উদ্দেশ চুন্নু বলেন, এই ২৮ কোটি টাকা কি আমি পেয়েছি? আপনি (স্পিকার) পেয়েছেন? প্রধানমন্ত্রী পেয়েছেন? ইতিমধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলছেন, ‘২৮ কোটি টাকা পেয়েছেন, এই টাকা কই?’ তিনি (সুমন) বলেছেন, ২৫ কোটি টাকা পেয়েছেন, কিন্তু আমরা তো পাইনি।স্থানীয় সরকার এমপিদের যে ২০ কোটি টাকা বরাদ্দ দেয় এ প্রসঙ্গে চুন্নু বলেন, স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে, তারপরে বাস্তবায়ন করে। কিন্তু সংসদ সদস্য বলছেন, আমরা ২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। শুধু তাই না, তিনি আরও বলেছেন- এমপি হলে যদি এত লাভ হয়, তাহলে আরও আগে এমপি হতাম।কেবল ‘সস্তা জনপ্রিয়তার জন্য’ নতুন সংসদ সদস্যের এমন আচরণ উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন বিরোধী দলীয় এ সংসদ সদস্য। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আপনি হলেন এই সংসদের অভিভাবক। আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলেন, যে কথায় প্রধানমন্ত্রী, স্পিকারসহ ৩৪৯ জন এমপি (সায়েদুল হক সুমন ছাড়া) সম্পর্কে ভুল বার্তা যাবে… তার সস্তা জনপ্রিয়তা অর্জন করবার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায়, বিষয়টা আপনি দেখতে পারেন। এফএস
    জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি
    ওয়ান ইলেভেন সরকারের সময় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার সময় সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংসদে ওই সময়কার ঘটনা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, বারবার গ্রেপ্তার হয়েছি। অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করে আজকে জনগণের সেবা করতে পারছি। সাহসের সঙ্গে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি।ওয়ান ইলেভেনের সরকারের সময় ২০০৭ সালের ৭ মে যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে সরকারের বাধা উপেক্ষা করে দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান ওয়ান ইলেভেনের সরকারের সময় ২০০৭ সালের ৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সংসদে অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন। বিষয়টি নিয়ে সরকার দলের অপর এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি আমার জন্য অনন্য দিন। আমি সেদিন শতবাধা অতিক্রম করে ফিরে এসেছিলাম। সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোন করে বলেছিলেন আপনি আসবেন না। আপনার বাইরে থাকার যা যা লাগে আমরা করবো। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিলেন। এ কথা বলা হয়েছিল বাংলাদেশে ফিরলে বিমানবন্দরেই মেরে ফেলা হবে। আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতেই মরবো। কিন্তু আমি আসব। তিনি বলেন, সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল আমাকে যাতে বোর্ডিং পাস দেওয়া না হয়। আমেরিকার বিমানবন্দরে তিন ঘণ্টা দাঁড়িয়ে তাদের সঙ্গে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে করে লন্ডনে আসি। সেখানে আসার পরে যখন প্লেনে উঠতে যাব, তখন আমাকে উঠতে দেওয়া হয়নি। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে হোক বাংলাদেশে আসব। এমনকি যখন আমি বিমানবন্দরে রওনা হয় তখন অনেকেই ফোন করে বলেছিল আপনি আসবেন না, আসলে মেরে ফেলে দেবে। আমি পরোয়া করিনি।আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, তখন বলা হয়েছিল কেউ যাতে বিমানবন্দরে না যায়। এমনকি আমার দলের ভেতর থেকেও..তখন দলের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি সবাইকে বলে দিয়েছিলেন কেউ বিমানবন্দরে গেলে বহিষ্কার করা হবে। কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল, আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু মেসেজ দিয়েছিলাম সকলেই থাকবে। আমি প্লেন থেকে না নামা পর্যন্ত তোমরা বের হবে না। আমাকে বলা হয়েছিল গাড়িতে উঠলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি উঠে ড্রাইভারকে বলেছিলাম যেখানে মানুষ আছে সেখান দিয়ে যাবা। ফ্লাইওভারে উঠবা না। হাজার হাজার মানুষ রাস্তায়। আমি কৃতজ্ঞতা জানাই পার্টির নেতাকর্মীদেরকে, সেদিন তারা একদিকে রক্তচক্ষু উপেক্ষা করেছে, আরেক দিকে আমাদের দলের কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় দাঁড়িয়ে থেকে সংবর্ধনা দিয়েছিল। এটা সংবর্ধনাও শুধু নয়, আমাকে নিরাপত্তাও দিয়েছে। যেন আমাকে কোন দিকে নিতে না পারে। এরপর তো এক প্রকার হাউজ অ্যারেস্ট (সুধা সদন) ছিলাম। কাউকে ঢুকতে দিতো না। হঠাৎ কালে ভদ্রে দু’একজন আসতে পারত।শেখ হাসিনা ওয়ান ইলেভেনের সরকারের সময় গ্রেপ্তার হওয়ার আগে রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিশিষ্ট শিল্পী সাবিনা ইয়াসমিনকে দেখতে যাওয়ার প্রসঙ্গ টেনে বলেন, এটা ঠিক যে সাবিনা ইয়াসমিন অসুস্থ। আমি অনেকটা গেরিলা কায়দায় বেরিয়ে গিয়েছিলাম। কারণ আমি জানি আমাকে বেরুতে দেবে না। সেই সময়ে পুলিশের চোখ এড়িয়ে সোজা হাসপাতালে চলে যাই। সেদিন আমি খুব কড়া কিছু কথা বলি। পরদিন সকালেই পুলিশ হাজির, আর্মি হাজির এবং আমাকে অ্যারেস্ট করে। সংসদ ভবনের পরিত্যক্ত একটি কক্ষে নিয়ে যায়। সমস্ত কিছু ফাঙ্গাস পড়া। খুবই নোংরা একটা ভবনে আমাকে বন্দি করে রাখে।তিনি বলেন, শুধু ওই দিন নয়, ১৯৮৩ সালে এরশাদ সাহেবও আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন ৩০ নম্বর হেয়ার রোড়ের লাল দালানে। সেখান থেকে ডিজিএফআইয়ের অফিসে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে। এরশাদ সাহেব বেশ কয়েকবার গ্রেপ্তার করেন। হাউজ অ্যারেস্ট করেন। কখনো সারা রাত কন্ট্রোল রুমে বসিয়ে রাখেন। অনেক বাধা, সরাসরি গুলি। বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করে আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলাদেশের জনগণ ও আমার দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দাঁড়িয়েছি। আজকে অনেকে বেঁচে নেই। তারা এবং সাধারণ জনগণ রক্ত চক্ষু উপেক্ষা করে সেদিন গিয়েছিলেন। যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি ফিরে আসবোই। ১৭ মে (১৯৮১ সালের) ওই ভাবে এসেছিলাম। পরে ৭ মে এসেছিলাম ২০০৭ সালে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলতে চাই বাবা মা আমাদের শিখিয়েছেন সাহসের সঙ্গে এগিয়ে চলা। সেই সাহসের সঙ্গে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা। সেটাই আমি করে যাচ্ছি। তিনি বলেন, বাবা-মা-ভাইদের হারিয়ে আমার আর কিছুই ছিল না। দেশের জনগণই আমার একমাত্র শক্তি ও প্রেরণা। এই শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ করবো।ওয়ান ইলেভেনের সময় বোন রেহানার ভূমিকা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমি যখন বন্দি ছিলাম। আমার ছোট বোন রেহানা। সে রাজনীতি করে না। সামনে নেই। কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে। প্রত্যেকটা জেলা উপজেলার সকল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছে। ওই লন্ডনে বসেই সে কাজ করেছে। তার জন্যও আমার দোয়া।এফএস
    উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন: প্রধানমন্ত্রী
     উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবে সেটা বিবেচনায় নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, 'আমাদের প্রথমে ভাবতে হবে, ফলাফল কী হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটি প্রকল্প নেওয়ার পরে জনগণ কতটা উপকৃত হবে। আমাদের দেশের উন্নয়ন এমনভাবে করতে হবে, যাতে আমাদের সক্ষমতা বাড়ে এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমে।'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার তার সরকারি বাসভবন গণভবনে স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকনকালে এ কথা বলেন।রূপরেখা প্রত্যক্ষ করার পর প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে এবং প্রকল্পগুলো দ্রুত শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অগ্রাধিকার দিতে বলেছেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, 'প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশের কতটা উন্নয়ন হবে এবং মানুষ কতটা উপকৃত হবে তা আপনাদেরকে বিবেচনা করতে হবে। দ্রুত কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে বলে দেশবাসী এর সুফল পাচ্ছে।'প্রধানমন্ত্রী বলেন, তারা একটি লক্ষ্য নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন।তিনি আরও বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তার সরকারের প্রথম অগ্রাধিকার ছিল জনগণের জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।তিনি বলেন, 'গবেষণার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির করে আমরা সফলভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি।'তিনি বলেন, তার সরকার রূপকল্প ২০২১ ঘোষণা করেছিল এবং উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভের মধ্যদিয়ে সফলভাবে তা বাস্তবায়ন করেছে।তিনি বলেন, 'এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তর করা। আমরা সেই রূপকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।'এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।এমএইচ
    দেশে এক বছরে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত
    জলবায়ু পরিবর্তনের কারণে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে দুর্যোগে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থানে। মঙ্গলবার (৭ মে) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ‘বিশ্ব অভিবাসন প্রতিবেদন-২০২৪’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে বাংলাদেশে রেকর্ড বন্যা হয়। সেই বছর শুধুমাত্র দুর্যোগের কারণে বাংলাদেশে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ২০২২ সালেও ভারত ও বাংলাদেশে উল্লেখযোগ্য দুর্যোগ বাস্তুচ্যুতি ঘটেছে। সেই বছর এ অঞ্চলে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি হয়েছে মিয়ানমারে (১০ লাখের বেশি)। এর বড় কারণ দেশটির সামরিক ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাত। আফ্রিকার পর এশিয়ার বৃহত্তম অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির মূল কারণ ছিল দুর্যোগ। ব্যাপক ও ভয়াবহ বন্যার অভিজ্ঞতা অর্জনকারী পাকিস্তানে ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বড় ‘দুর্যোগ বাস্তুচ্যুতি’ (৮০ লাখেরও বেশি) রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম দুর্যোগ বাস্তুচ্যুতি ফিলিপাইনে রেকর্ড করা হয়েছিল (প্রায় ৫৫ লাখ)। তারপরেই অবস্থান করছে চীন (প্রায় ৩৬ লাখ)।   প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে বিধ্বংসী বিপর্যয়ের সম্মুখীন হয়, যার মধ্যে কয়েকটি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে। দক্ষিণ এশিয়া জলবায়ু অভিঘাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সাম্প্রতিক বছরগুলোতে তাপপ্রবাহ এবং বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনার মুখোমুখী হয়। তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় দীর্ঘ বর্ষা ঋতু, উষ্ণ আবহাওয়া এবং ক্রমবর্ধমান খরা সবই এই অঞ্চলে ‘নতুন স্বাভাবিক’ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন বাস্তবতা। যে কারণে বাংলাদেশেও এত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়াও বাংলাদেশ সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার শিকার হয়েছে মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুতদের কারণে। তারপরও সহানুভূতি দেখিয়েছে বাংলাদেশ। অভ্যন্তরীণ প্রেক্ষাপটের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাস্তুচ্যুত বিষয়ক নতুন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।এমএইচ
    ‘বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি’
      বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘চলতি বছরের ৩০ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।’ আজ মঙ্গলবার (৭ মে) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের লিখিত প্রশ্নের জবাবে নসরুল হামিদ এ তথ্য জানান। নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি। সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ খাতের উন্নয়নে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। ২০০৯ থেকে বর্তমান সময় পর্যন্ত ২৬ হাজার ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ফলে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ক্যাপটিভসহ ৩০ হাজার ২৭৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে। এ বছরের ৩০ এপ্রিল সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট।প্রতিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় ঘাটতি না থাকলেও কোভিড-১৯ মহামারি পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। ফলে কিছু কিছু স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে। এ ছাড়া অত্যধিক গরম ও দেশের কোথাও কোথাও দাবদাহ থাকার কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক বেড়েছে। চাহিদা বাড়ায় উৎপাদন বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। আমরা আশা করছি, অচিরেই সবাইকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব।এমএইচ
    ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু
     মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু আবারও ঢাকায় আসছেন। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তার ঢাকা সফরের কথা রয়েছে। নির্বাচন নিয়ে সব সব দলকে সংলাপে অংশগ্রহণের চিঠি লেখার পরে এটিই তার প্রথম বাংলাদেশ সফর।ঢাকার একটি কূটনৈতিক সূত্র লুর ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে।  সূত্র বলছে, আগামী ১৪ থেকে ১৬ মে ঢাকা সফর করতে পারেন লু। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় আসবেন।  মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া, বিশেষত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি দেখভালের দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু।নতুন সরকার গঠনের পরপরই বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আলোচনা শুরু হয়। নির্বাচন প্রশ্নে ওয়াশিংটনের স্বতন্ত্র অবস্থান থাকলেও দুই দেশের মধ্য বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।এমএইচ
    দুদিনের সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
    দুদিনের সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বুধবার (৮ মে) সন্ধ্যায় ঢাকা পৌঁছালেও কোয়াত্রা বৃহস্পতিবার (৯ মে) তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এ সময় শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন তিনি। ঢাকা সফরকালে কোয়াত্রা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বলেও সূত্র জানিয়েছে।এমএইচ
    বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু
    ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (০৭ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দুপুরে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত জাতীয় পরিচয়পত্রটি তাঁর কাছে হস্তান্তর করেন।পরিচয়পত্র প্রদানকালে নির্বাচন কমিশনের সচিব কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদের এমন নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি।বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বৃদ্ধিসহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার সবসময় তাদের পাশে থাকবে।এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।এমএইচ

    সর্বশেষ প্রকাশিত

    রাজনীতি

    সব দেখুন
    বিএনপির সমাবেশের ব্যাপারে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি
    বিএনপির শুক্রবার নয়পল্টনে সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (০৭ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।শুক্রবার নয়পল্টনে সমাবেশ করবে বিএনপি। খন্দকার মহিদ বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১০ মে) নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি।তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের স্থগিত হওয়া সমাবেশ আগামী ১০ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দেয় বিএনপি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বিএনপি। এতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্যসচিব রফিকুল আলম মজনু। এসএফ
    বিএনপির সমাবেশের ব্যাপারে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি
    বিএনপির শুক্রবার নয়পল্টনে সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (০৭ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।শুক্রবার নয়পল্টনে সমাবেশ করবে বিএনপি। খন্দকার মহিদ বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১০ মে) নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি।তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের স্থগিত হওয়া সমাবেশ আগামী ১০ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দেয় বিএনপি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বিএনপি। এতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্যসচিব রফিকুল আলম মজনু। এসএফ
    সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও জনগণ বর্জন করবে: রিজভী
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচনও বর্জন করবে।মঙ্গলবার (৭ মে) রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বার বার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার। আজকেও গণমাধ্যমে পড়লাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। এক একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক। তাদের আয় বেড়েছে ১২ থেকে ১৮শ গুন।তিনি বলেন, এসব ডামি প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল যে ১৪১টি উপজেলায় জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ সে নির্বাচনে যাবে না।জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের উদ্যোগে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রেহানা সুলতানা আরজু, পান্না ইয়াসমিন, জান্নাত চৌধুরী, পাপিয়া সরদার, সুমি আক্তার, নাজমা, আছিয়া, ময়না, আসমা, ছাত্রদল নেতা আশরাফুল আসাদসহ নেতারা।
    সরকারি চাকরির বয়সসীমা নিয়ে যা জানালেন জনপ্রশাসন মন্ত্রী
    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আপাতত কোনো সিদ্ধান্ত সরকারের নেই। যদিও বয়সসীমা বাড়ানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, আগামীতে বয়সসীমা বাড়াবো কী-বাড়াবো না, বাড়ালে ভালো হবে কিনা? এটা আমাদের (সরকারের) নীতিগত সিদ্ধান্তের বিষয়। বিষয়টি আরো আলোচনা-পর্যালোচনা করে ভবিষ্যতে দেখবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে সম্পূরক প্রশ্নে রফিকুল ইসলাম বীরউত্তম ও সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন চাকরির বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা আছে কিনা তা জানতে চান।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।রফিকুল ইসলাম তার প্রশ্নে বলেন, সরকারি চাকরিতে যোগদানের যে বয়সসীমা রয়েছে তা অনেক আগে নির্ধারণ করা হয়েছিলো। ইতোমধ্যে আমাদের দেশের মানুষের আয়ুষ্কাল ৬২ বছর থেকে ৭২ বছরে এসে পৌঁছেছে। এখন এটা অত্যন্ত যৌক্তিক হবে সরকারি চাকরিতে যোগদানের বর্তমান বয়সসীমা শিথিল করে অন্তত ৩৫ বছরের কাছে নিয়ে যান। এটা হলে কর্মসংস্থানের অভাবে আমাদের হতাশাগ্রস্ত তরুণ ও যুব সমাজ প্রতিযোগিতায় এসে সরকারি চাকরিতে ঢুকতে পারবে। আমি সরকারকে অনুরোধ করবো বয়সসীমা শিথিল করার সময় এসেছে। সরকারি চাকরিতে যোগ দেয়ার সুযোগ সৃষ্টির সময় হয়েছে। আমাদের ‘না’ একটা মনোভাব রয়েছে- এটা থেকে বেরিয়ে ‘হ্যাঁ’-তে চলে আসতে হবে।জবাবে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গত ১৫ বছরে সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। চাকরির বয়স ছিলো ২৭ বছর সেখান থেকে বাড়িয়ে ৩০ বছরে উন্নীত করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সেটা ৩২ বছর করা হয়েছে। চাকরি থেকে অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। আমরা সবসময় যুগের সঙ্গে তাল মিলিয়ে জনবল কাঠামো ও নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ণ করে থাকি। যুগের সঙ্গে সম্পর্ক রেখে আমরা পরিবর্তনও করে থাকি।চাকরিতে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার (অবসর) বয়সটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি চাকরি ঘিরে এখন বেশ আকর্ষণ তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবীরা ক্যাডার সার্ভিসে যোগদান করছেন। সরকারি চাকরির পরিবেশ থেকে শুরু করে বেতন কাঠামো নতুন প্রজন্মের কাছে বড় আকর্ষণ তৈরি করেছে। সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ততা একটি সম্মানের বিষয়। আবার চাকরির নিরাপত্তা থেকে শুরু করে বেতন কাঠামো অত্যন্ত সুন্দর এবং কাজের পরিবেশও সুন্দর হয়েছে।বয়স বাড়ানো প্রশ্নে তিনি বলেন, এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমরা সবসময় বলে আসছি, ফ্রেশ গ্রাজুয়েট যারা তাদের রিক্রুট করতে চাই। এটা সরকারের একটা পলিসি। আমরা বিসিএসের মাধ্যমে দেখে থাকি ২২/২৩ বছর বয়স থেকেই তারা বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। তারা ৬/৭ বছর সময় পেয়ে থাকেন। এজন্য তারা যোগদানের যথেষ্ট সময় পাচ্ছেন।প্রধানমন্ত্রী এ বিষয়টি সংসদে জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা সবসময় যুগের প্রয়োজনে নতুন যেটা করলে ভালো হবে সেটা চিন্তা-ভাবনা করে থাকি। তবে আমি মনে করি, এটা নীতিগত সিদ্ধান্ত। সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন বলেন, চাকরির বয়স ৩৫ বছর করার জন্য শিক্ষামন্ত্রী একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন। সরকারের এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা?জবাবে মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রীর থেকে এ ধরনের একটি পত্র আমরা ইতোমধ্যে পেয়েছি। আগেই বলেছি এটা আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আরো আলাপ-আলোচনা করবো। তবে আপাতত চাকরির প্রবেশের বয়স বাড়ানোর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেই। এটা নিয়ে আরো আলোচনা-পর্যালোচনা করে ভবিষ্যতে দেখবো।
    ১০ মে সমাবেশের ঘোষণা বিএনপির
    তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের স্থগিত হওয়া সমাবেশ আগামী ১০ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।এমএইচ
    দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ জানাবে আ.লীগ
     দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। সোমবার (৬ মে) ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি জানান, এর আগেও আমাদের সব অনুষ্ঠানেই আমরা বিএনপিকে দাওয়াত দিয়েছি, এবারো দেবো। অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, সবাইকেই আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত দেবো। এর আগে, বিকেলে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় সাধারণ সম্পাদক নিজেই। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপ অনুষ্ঠান উদযাপন করা হবে। ২৩ জুন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সারাদেশে থানা উপজেলা ছাড়াও ইউনিয়ন পর্যায়েও এ কর্মসূচি পালন করা হবে। ওইদিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা হবে। এতে পার্টির সভাপতি, নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সমমনস্ক ব্যক্তিদের আমন্ত্রণ জানাবো। মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। ওয়ার্ড পর্যায় পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় আলোকসজ্জা বাদ দেয়া হয়েছে বিদ্যুৎ সংকটের কারণে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি করবে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন। ১১ মে যৌথ সভা অনুষ্ঠিত হবে। এদিন আরো বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।এমএইচ
    আওয়ামী লীগ ভেতর থেকে ধ্বসে গেছে: রিজভী
    আওয়ামী লীগ ভেতর থেকে ধ্বসে গেছে, ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার (০৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া, দলের যুগ্ম মহাস‌চিব হাবীব উন নবী খান সোহেল, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ সব রাজবন্দীর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তি‌নি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়াকান্না করে ওবায়দুল কাদেরের কান্নাও সেই রকম। তিনি (ওবায়দুল কাদের) মাঝে মাঝে আওয়াজ দেন, বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত, হতাশ, বিদেশে চলে যাচ্ছে। আওয়ামী লীগ যে ভেতর থেকে ধ্বসে গেছে, ভেঙে গেছে এটা চাপা দেওয়ার জন্যই তিনি বিএনপিকে নিয়ে এসব কথা বলছেন।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন ঊর্ধ্বগতি প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতিদিনই জিনিসপত্র দাম বাড়ছে। মানুষ তিন বেলা খেতে পায় না। আজও মায়ের গর্ভ থেকে যে শিশুটা জন্মগ্রহণ করছে তার ঋণ হচ্ছে এক লাখ টাকারও বেশি। তারপরও তিনি ( শেখ হাসিনা) ঋণ নিতে চাচ্ছেন।রিজভী বলেন, বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়ার কারণে তাদের (আওয়ামী লীগ) জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণখেলাপি মানুষ, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন আওয়ামী লীগকে ঘিরে আছে। এরা তো গণশত্রু। যারা বাজার সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছে, যারা ব্যাংকের টাকা লুট করে, নিয়মবির্হিভূতভাবে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করেছে, যারা সন্ত্রাসী করে অন্য জমি-জায়গা দখল করে এদের তো জনগণ পছন্দ করে না। আর এ লোকগুলোই যদি আওয়ামী লীগের পাশে থাকে, প্রধানমন্ত্রীর পাশে থাকে, সরকারের পাশে থাকে তাহলে তো জনগণ থাকবে না। আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন। এ কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে।বিএনপির এ নেতা আরও বলেন, আজকে গণতান্ত্রিক শাসন নেই বলেই, বৈধ সংসদ নেই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে, টুটি টিপে ধরে বিদ্যুৎ, গ্যাস, পানি থেকে ট্যাক্স নিচ্ছেন। অনেকে কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আর নিম্ন আয়ের মানুষ তিনবেলা কেউ খেতে পারছেন না। একদিকে মূল্যস্ফীতির চাপ, আরেকদিকে ক্রমাগতভাবে জিনিসপত্রের দাম বাড়ছেই হু হু করে।মিথ্যা সাক্ষী দিয়ে বিএনপির নেতাকর্মীদের জেলে রাখা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, একেবারে সাজানো মামলা দিয়ে গণতন্ত্রের মা আমাদের অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। যে মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি তার উন্নত চিকিৎসার সুযোগও দেওয়া হচ্ছে না। আজকে সাজা দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছে।হাবিব-উন-নবী খান সোহেল মুক্তি পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম নোমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
    বিএনপি নেতা আমানকে বিদেশ যাওয়ার অনুমতি
    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।সোমবার (৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, চিকিৎসা শেষে এক মাসের মধ্যে দেশে ফিরে সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে, যে তিনি ফিরেছেন। সেটি আগামী ১০ জুনের মধ্যে হতে হবে।এর আগে, গত মার্চে হঠাৎ বুকে ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমানউল্লাহ আমানকে। সেখানে চিকিৎসা শেষে পরদিন তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসার জন্য বিদেশ যেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গত ২৪ মার্চ আবেদন করেন আমানউল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হুদা।প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আমানকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়। তারই ধারাবাহিকতায় আবেদনটি করা হয়।আরইউ

    দেশজুড়ে

    সব দেখুন
    রাজধানীর রূপনগরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

    রাজধানীর রূপনগরে সরকারি খাল ও জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অস্থায়ী অবৈধ স্থাপণা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আভিযানিক দল। 


    সোমবার (০৬ মে) সকাল থেকে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উচ্ছেদ অভিযানে সম্ভাব্য বাধা সৃষ্টি  কিংবা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


    এসময় ডিএনসিসির আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান বলেন, ঢাকা মহানগরীর সৌন্দর্য রক্ষা, রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সরকারি খাল দখলমুক্ত করণ, চলাচলের সুবিধাসহ নাগরিকদের সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত ও রাস্তা উন্মুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।


    তিনি আরও বলেন, ডিএনসিসির আওতাধীন সমগ্র এলাকায় অবৈধ স্থাপণা উচ্ছেদে পরিকল্পনা মাফিক কর্মসূচীর অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।

    এআই 

    রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ২

    রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। 


    নিহতরা হলেন- বাবুল চিশতি (৪৫) ও অপরজনের নাম জানা যায়নি। তার বয়স ৫০। 


    রবিবার (০৫ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে ভোরে মৃত ঘোষণা করেন।


    যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, রাত পৌনে ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ইউ টার্ন নিচ্ছিল। তখন তুহিন পরিবহনের একটি বাস পিকআপে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমরেমুচরে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, স্থানীয়রা পিকআপ ভ্যানের ভিতর থেকে মুমূর্ষু ওই দুইজনকে বের করে রাস্তায় রেখে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


    তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ওই বাসটিতেও কিছু যাত্রী ছিলেন। তবে তারা সামান্য আহত হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যে যার মত চলে গেছেন। নিহত বাবুল চিশতি পিকআপ ভ্যানটির চালক। আর তার পাশের সিটে বসে থাকা ওই ব্যক্তির নাম পরিচয় ও পেশা জানা যায়নি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।


    এদিকে, নিহত বাবুল চিশতির স্ত্রী নার্গিস আক্তার জানান, বাবুলের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামে। বাবার নাম আব্দুর রশিদ আকন। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকেন। ভাড়ায় পিকআপ ভ্যান চালান তিনি। গতরাত ১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। বের হওয়ার সময় জানিয়েছিলেন, যাত্রাবাড়ী মাছের আড়তে যাবেন। সেখান থেকে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল তার। তবে ভোরে পুলিশের মাধ্যমে তার দুর্ঘটনার খবর শুনতে পান পরিবার।

    মতিঝিলে সড়কে পুলিশের উচ্ছেদ অভিযান

    রাজধানীর মতিঝিলে ফুটপাত ও সড়ক দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সামগ্রী অপসারণের সাথে সাথে হকার,অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএমপির মতিঝিল ট্রাফিক পুলিশ বিভাগ।

    রবিবার  (৫ মে) দুপুরে ডিএমপির ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাইনুল হাসানের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    এ বিষয়ে ডিএমপির ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাইনুল হাসান বলেন, রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল চৌরাস্তা মতিঝিল ট্রাফিক বিভাগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা। এ রাস্তাটি প্রশস্ততাও কম নয়। দুঃখজনক হলেও সত্য যে, এ রাস্তার উভয় পার্শ্বে ভ্যান, ফলের দোকান, উন্নয়নকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল (যথা-ইট-সুরকি-সিমেন্ট-বালু) গ্যাস সিলিন্ডার পরিদৃষ্ট হয়। সড়কে পরিবহন ও নাগরিক সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম মালামাল রাখা সুবিবেচনা প্রসূত কাজ নয়। এটা কোন মতেই কাম্য হতে পারে না।

    তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক মতিঝিল বিভাগের পক্ষ থেকে সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছি।

    ট্রাফিক মতিঝিল বিভাগ মহানগরীর জনদূর্ভোগ লাঘবের পাশাপাশি সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর। এ অভিযান অব্যাহত থাকবে বলেও যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

    আরইউ
    ঢাকায় বজ্রসহ শিলা-বৃষ্টি

    রাজধানী ঢাকাতে শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। সঙ্গে শিলা।

    আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে শুরু হয় এ শিলা-বৃষ্টি।

    এর আগে রাত ৯টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া।

    শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দেয়। পূর্বাভাসে বলা হয়, সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছয় দিন ধরে হতে পারে ঝড়বৃষ্টি। কয়েক দিনের বৃষ্টির পর কমে যেতে পারে তাপপ্রবাহ।

    এফএস

    রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থী নিহত

    রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বন্ধু ইমাম হাসান (১৯)।


    রবিবার (০৫ মে) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে শনিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন।


    হাসপাতালে সাফিনের মামা পাভেল আহমেদ জানান, শাফিন ও ইমামের বাসা গাজীপুরের টঙ্গী থানার চেরাগআলী বড় দেওড়া এলাকায়। উত্তরা কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সাফিন। তার বাবার নাম আব্দুর রশিদ।


    তিনি আরও জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মধ্যরাতে ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরছিল তারা। তখন বৃষ্টি হচ্ছিল। পথে বিমানবন্দর গোলচত্বর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাফিন। তখন রাস্তায় ছিটকে পড়ে দুজনই গুরুতর আঘাত হয়। দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন। ইমাম চিকিৎসাধীন।  


    চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া  জানান, সাফিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

    এআই 

    ঝিনাইদহের দুটি উপজেলা নির্বাচনে ভোটের মাঠে আ.লীগেরই ১০ প্রার্থী

    প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৮ মে বুধবার ঝিনাইদহের দুইটি উপজেলায় সরকার সমর্থক ছাড়া বিরোধী শিবিরের কোন প্রার্থী নেই। বিএনপি ও জামায়াত নির্বাচন বর্জন করলেও আওয়ামী লীগের জোটভুক্ত কোন শরীক দলও এই নির্বাচনে প্রার্থী দেয়নি। ফলে নির্বাচন হয়ে উঠছে নিরুত্তাপ। 


    তাছাড়া ব্যাক্তিত্ব সম্পন্ন কোন রাজনৈতিক নেতা এই নির্বাচনে প্রার্থী না হওয়ায় “যোগ্য প্রার্থী” সংকট দেখছেন ভোটাররা। শহর বা হাটে বাজারে প্রার্থীদের সরব উপস্থিতি ছিল না। ঢিলেঢালা প্রচারণার মধ্যেই আগামীকাল বুধবার ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে।


    তথ্য নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় পরিচয় ও নৌকা প্রতিক না থাকলেও মুলত আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতারা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রবিন নেতা জে এম রশীদুল আলম, দলের সহ-সভাপতি মিজানুর রহমান মাসুম, সদর উপজেলা আ’লীগের সভাপতি গোলাম ছরওয়ার খাঁন সউদ, যুবলীগ নেতা নুর এ আলম বিপ্লব ও জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিচুর রহমান খোকা প্রার্থী হয়েছেন।


    এই নির্বাচনে জাসাদ, বাসদ, কল্যান পার্টি, জেপি, জাতীয় পার্টি ও ওয়ার্কাস পার্টিসহ আওয়ামী লীগের শরীক দলগুলো কোন প্রার্থী দেয়নি। ফলে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিযোগিতা ক্ষিন হয়ে এসেছে। সেই সঙ্গে দলের মধ্যে এই ভোট নিয়ে ক্রমশ বিভেদ ও গ্রুপিং সৃষ্টি হচ্ছে।


    ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬৫টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৯২৮। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৫ হাজার ৪০৬ জন। মহিলা ভোটার রয়েছে এক লাখ ৯৫ হাজার ৫১৯। এদিকে কালীগঞ্জ উপজেলা নির্বাচনেও সরকারের শরীক বা সরকার বিরোধী কোন দল অংশ গ্রহন করেনি। ফলে নিজ দলের প্রার্থীরাই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।


    কালীগঞ্জ উপজেলা নির্বাচন থেকে ইতিমধ্যে হেভিওয়েট প্রার্থী আওয়ামীলীগের জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু সরে দাড়িয়েছেন। ফলে সেখানকার ভোটও নিরুত্তাপ হয়ে উঠেছে। নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের চার অনুসারীসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।


    কালীগঞ্জে প্রার্থী হয়েছেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, কাস্টভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমশের ও জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ।


    কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিরোধী শিবিরের কোন প্রার্থী না থাকায় ঝিনাইদহ সদরের মতো ভোটাররদের মাঝেও কোন উৎসাহের আমেজ নেই। ভোটারদের ভাষ্য অংশগ্রহন মুলক ও শক্ত প্রতিদ্বন্দি না থাকলে নির্বাচন জমে না।


    কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯১টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৪ হাজার ৩২৮ জন। মহিলা ভোটার রয়েছে এক লাখ ২০ হাজার ৫৫৩।


    ঝিনাইদহ সদর উপজেলার আঠারো মাইল বাজারের ব্যবসায়ী আব্দুস সাত্তার জানান, ভোট আসলে আগে গ্রামে গ্রামে পাড়া মহল্লায় একটা আমেজ তৈরী হতো। কিন্তু এখন তা নেই। এই উপজেলা নির্বাচনেও চোখে পড়ছে না।


    সাধুহাটী ইউনিয়নের টোকনুজ্জামান জানান, নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে ২/১ জনকে মানুষ চেনে। বাকীদের কোনদিন দেখেনি। প্রার্থীদের বেশির ভাগই রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিত্ববান নয় বলেও তিনি দাবী করেন।


    ঝিনাইদহ সদর উপজেলা আ.লীগের সভাপতি গোলাম ছরওয়ার খাঁন সউদ বলেন, সরকারের শরীকরা কেন নির্বাচনে প্রার্থী দেননি তা আমার জানা নেই। তবে সামাজিক ও রাজনৈতিক অবস্থানের কারণে হয়তো তারা প্রার্থী দেয়নি। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসলে লড়াইটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠতো। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলেও আ.লীগের এই প্রাবীন নেতা দাবী করেন।


    ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম অপু জানান, নির্বাচন তো উন্মুক্ত, যে কেউ দাড়াতে পারে। বিরোধী বা সরকারের শরীক দল কেন এই নির্বাচনে আসেনি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।


    উপজেলা নির্বাচন নিয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এম মজিদ বলেন, এই সরকারের আমলে সব ভোটের কদর কমে গেছে। ভোটাররা মাঠে যায় না। একতরফা ডামি নির্বাচন হয়। বলা যায় মানুষের কল্যান তো নয়ই, দেশের গনতন্ত্র ও অর্থনীতি ক্ষতিগ্রস্থ করাই সরকারের মুখ্য উদ্দেশ্য। তাই বুধবারের নির্বাচনেও ভোট সেন্টারে কেউ যাবে না বলে তার ধারণা।

    এআই 
    কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

    কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুনকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। 

    মঙ্গলবার (০৭ মে) সকালে আবু আহাদ বাদী হয়ে ১১ জনের নামে থানায় মামলা করেছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চরমিলপাড়া এলাকার রেজাউল করিম (৩৫), শহীদ (৩৩) ও গিরিশ শাহিম (৩২। তাঁরা স্থানীয় কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগতের সমর্থক। মামলায় সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগৎকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। 

    এসব তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা। 

    জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বড় স্টেশনের নিকট ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষের নেতৃত্বে ও তাঁর সমর্থকেরা নির্বাচনী অফিসে ঢুকে চেয়ারম্যান প্রার্থী আবু আহাদকে মারধর ও অপহরণের চেষ্টা করেন। আহত অবস্থায় তাঁকে রাতেই কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

    ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আবু আহাদ মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন। আতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের চাচাতো ভাই। 

    প্রার্থী আবু আহাদ আল মামুন বলেন, ‘থানায় মামলা দায়ের করেছি। আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। হামলাকারীরা আমার মাথা, বুক ও পিঠে আঘাত করেছে।’ 

    এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা জানান, যারা হামলার সঙ্গে জড়িত তাঁরা দলের বা তাঁর কোনো কর্মী-সমর্থক নন। 

    ওসি সোহেল রানা বলেন, ‘১১ জনের নামে বাদী মামলা করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে কিশোর কুমার ঘোষ জগৎকে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।’

    এআই 

    ঝিনাইদহে হাসপাতালে নবজাতক চুরি করতে এসে ২ নারী আটক

    ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক চুরি করতে এসে জনতার হাতে রহিমা খাতুন (৬৫) ও লাবনী খাতুন (২৪) দুই নারী আটক হয়েছেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। 

    মঙ্গলবার (০৭ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    আটক রহিমা খাতুনের বাড়ি কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে এবং লাবনী খাতুন মাগুরার রথিনপুর এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী।

    স্থানীয়দের অভিযোগ, সকালে হাসপাতালে আসেন ওই দুই নারী। তারা হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। এ সময় হাসপাতালে কর্মরত নার্স ও রোগীর স্বজনদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা নবজাতক চুরি করতে আসার বিষয়টি স্বীকার করে। নবজাতক চুরি করে ৫০ হাজার টাকায় অন্য স্থানে বিক্রি করবেন বলেও জানান তারা। পরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

    কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই দুই নারী হাসপাতালে আসে। গর্ভপাত করাবে বলে জানায়। তারা তাদের নিষেধ করেন এবং এখানে গর্ভপাত করানো হয় না বলেও জানান। পরে শুনলাম তারা নবজাতক চুরি করতে এসেছিলেন।

    কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, হাসপাতাল থেকে দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এআই 

    ‘কার বিরুদ্ধে ভোট করছো’ বলেই চেয়ারম্যান প্রার্থীকে বেধড়ক মারধর

    কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    সোমবার (৬ মে) প্রচারণার শেষ দিনে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের বড় স্টেশনের সামনে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে নিজেই অভিযোগ করেছেন আল মামুন। সেসময় বেদম মারপিটের শিকার হওয়ার অভিযোগও করেন তিনি। আহত অবস্থায় আবু আহাদ আল মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে সাংবাদিকদের তিনি জানান, হামলাকারীরা তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা এসে বলে, কার বিরুদ্ধে ভোট করছো জানো না? মামুন বলেন, এর আগেও ভোট থেকে নাম প্রত্যাহারের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতার লোক জেলা পরিষদ সদস্য জহুরুল ও ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান তাকে হত্যার হুমকি দিয়েছেন। ঢাকার বাসায় গিয়েও খুঁজে এসেছেন। এছাড়া রোববার কুষ্টিয়া শহরে প্রচার মাইক ভাঙচুর ও প্রচারকারীকে মারধর করেছে।

    এসব অভিযোগের প্রেক্ষিতে প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান আতা বলেন, মনে হচ্ছে তিনি মার খাওয়ার নাটক করেছেন। তার চশমা ঠিক আছে, মোবাইল হাতেই রয়েছে। তবে কেউ যদি হামলা করে থাকেন তার দায় আমি নেব না।

    উল্লেখ্য, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন।

    এমআর

    তীব্র তাপপ্রবাহের পর যশোরে স্বস্তির বৃষ্টি

    রেকর্ডভাঙা একটানা তীব্র তাপপ্রবাহ শেষে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হয়েছে যশোর। সোমবার বিকেলে আকাশ কালো মেঘে ঢেকে যায়। পাশাপাশি শুরু হয় ঝড়ো বাতাস ও মেঘের গর্জন। ৬টার দিকে বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে শুরু করে। সন্ধ্যার পর ছোট ছোট ফোটা পড়লেও রাত আটটার দিকে বেশ জোরো সোরে বৃষ্টি নামে। এতে গরম আবহাওয়া শীতল হয়। স্বস্তি ফেরে জনজীবনে। এদিন ২৪ মিলিমিটার মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

    কেউ কেউ বলছে, ক্ষণিকের এই বৃষ্টি কতটা স্বস্তি দিতে পারে তা বোঝা যাবে মঙ্গলবার থেকে। রাতে স্বস্তিতে ঘুমাতে পারলেও এদিন যদি বৃষ্টিপাত না হয়, সূর্যের তাপ বাড়ে তাহলে মাটির গরম উত্তাপ অস্বস্তিতে ফেলতে পারে।

    তবে আবহাওয়া অফিসের ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, কোথাও কোথাও ঝড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে। অবশ্য সোমবার যশোরে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

    শহরের দড়াটানায় পথচারী জহিরুল ইসলাম বলেন, টানা দাবদাহে জীবন অস¦স্তিতে ভরে গিয়েছিল। অবশেষে বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে। বেজপাড়ার ডেকোরেটর ব্যবসায়ী শাহজালাল বলেন, প্রচন্ড দাবদাহের কারণে কাজ করতে পারিনি। দীর্ঘ দিন পর অল্প বৃষ্টি হলেও সেটি ছিল স্বস্তির।

    বকচর এলাকার মজিদা বেগম বলেন, এবারের মতো এমন গরম আগে কখনো পড়েনি। প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছিল। বৃষ্টির অপেক্ষায় ছিল সারা দেশের মানুষ।

    অবশেষে আল্লাহ মানুষকে স্বস্তি এনে দিয়েছে। বৃষ্টি কম হলেও ঠান্ডা বাতাসে শরীরটা জুড়িয়ে গেছে। একই এলাকার বাসিন্দা আইনজীবী হোসনে আরা বলেন, অনেক দিন পর বৃষ্টির দেখা পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় বের হই।

    ১৫ বছর পর চলতি মৌসুমে রেকর্ড ভাঙা সর্বোচ্চ তাপমাত্রায় পুড়েছে যশোর। ৩০ এপ্রিল জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে ২০০৯ সালে যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছিল।

    খুলনা বিভাগীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে যশোরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এরমধ্যে গত কয়েকদিন অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করেছে।

    সূত্রমতে, এর আগে ২৯ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

    তার আগে রোববার দুপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যশোরে। গত বৃহস্পতিবারও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

    এফএস

    ভোট কিনতে গিয়ে এমপিপুত্রের শ্বশুরসহ আটক ৪

    নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটের আগের দিন রাতে ভোটারদের মাঝে টাকা বিলি করার সময় চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর শ্বশুরসহ ৪ জনকে আটক করেছে স্থানীয়রা।

    মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    আতাহার ইশরাক সাবাব চৌধুরী স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে৷ তার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

    স্থানীয়দের অভিযোগ, চরবাটা কাজল মার্কেট এলাকায় একটি কালো রঙের গাড়িতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অর্থ বিলি করছিলেন আতাহার ইশরাক সাবাব চৌধুরীর শ্বশুর শাহীন এবং এমপি একরামুলের এপিএস সুনীল বাবু৷ এ সময় স্থানীয়রা গাড়িসহ (ঢাকা মেট্রো-ঘ ২১-৩২৮৯) তাদের আটক করে।

    কাজল মার্কেট থেকে সেন্টার বাজারে পৌঁছালে অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিমের সমর্থকরা ফের গাড়িটি আটকায়। এক ব্যক্তি ঘটনার দৃশ্য ভিডিও করে ফেসবুকে প্রচার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়।

    এদিকে এমপি একরামুলের অনুসারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেলিমের সমর্থকদের ওপর হামলা চালিয়ে আটককৃতদের উদ্ধার করে। এ সময় আতাহার ইসরাকের সমর্থক এবং খায়রুল আনম সেলিমের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে৷ এ ঘটনায় খায়রুল আনম সেলিমের ৩ সমর্থক আহত হয়৷ পরে ঘটনাস্থলে বিজিবি এবং পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়৷

    অধ্যক্ষ এএইচ খায়রুল আনম সেলিম সংবাদ সম্মেলন করে বলেন, ভোটারদের প্রভাবিত করতে রাতে সাধারণ মানুষের মধ্যে টাকা বিলি করার সময় স্থানীয়রা আমার প্রতিপক্ষ প্রার্থীর শ্বশুরসহ কয়েকজনকে আটক করে। তারা কেউ এ এলাকার ভোটারও না। বহিরাগতরা আমার নির্বাচনী এলাকায় এসে টাকা বিলি করে ভোট কিনতে চাচ্ছে।

    এ বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী আতহার ইশরাক সাবাব চৌধুরীকে একাধিকবার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি৷

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, 'স্থানীয়রা একটি গাড়ি আটক করলে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনাস্থল থেকে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

    নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনা জেনেছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।

    এফএস

    ফটিকছড়িতে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় দাপে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ ই মে অনুষ্ঠিত হবে। এই দিকে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের  দ্বারে দ্বারে  প্রার্থীরা। শুরু হওয়া প্রচারণা চলবে আগামী ১৯ মে পর্যন্ত। 

    বৃহস্পতিবার (২ মে) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রাকিব হাসান। নির্বাচনী প্রতীক পাওয়ার পর প্রার্থীরা দাঁপিয়ে বেড়াচ্ছে  উপজেলার বাগানবাজার- আব্দুল্লাহপুর,সুয়াবিল- লেলাং, করছেন নির্বাচনী পথ সভা ও গণসংযোগ।  

    অফিস উদ্বোধন করছেন বিভিন্ন জায়গায়, তুলে ধরছেন নির্বাচনী ইশতেহার, প্রকাশ করছেন উন্নয়ন নিয়ে  নানা পরিকল্পনা।  প্রার্থীদের এমন  প্রতিশ্রুতি ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে নেতা কর্মীদের পাশাপাশি উজ্জীবিত ভোটাররাও। এই নির্বাচনে সর্বমোট ৮ জন প্রার্থী ভোটের প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। এদের মধ্যেই চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। তারা হলেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী (মোটরসাইকেল) প্রতিক। 

    অপরজন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা মুঃ বখতেয়ার সাঈদ ইরান  (আনারস) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন দুজন প্রার্থী। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা (প্রজাপতি) ও আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার নুপুর (ফুটবল)। 

    পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। উনারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন (বই), ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন (টিউবওয়েল), সৈয়দ জাহেদুল্লাহ কৌরাইশী (তালা), নাজিমুদ্দিন সিদ্দিকী (চশমা)।

    বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে জয়ী হয়ে ফটিকছড়ির ইউনিয়ন ও পৌরসভা  ভিত্তিক ভিন্ন ভিন্ন  উন্নয়ন প্রকল্প নিতে  চান প্রার্থীরা। এলাকার শিক্ষার পাশাপাশি একটি আধুনিক উপজেলা গঠনে ভূমিকা রাখার কথাও বলেন। এ দিকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশের পাশাপাশি  শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছেন এ নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার । 

    এমআর

    ফেনীতে বহুতল ভবনে আগুন

    ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৭ মে) দুপুর দেড়টার দিকে জহিরিয়া মসজিদের বিপরীত পাশে নাথ ভবনে লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


    স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের চারতলায় একটি চিলেকোঠা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এতে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।


    ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, দুপুর ১টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।


    ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. মিজান বলেন, ভবনের সিঁড়ি অত্যন্ত সরু ও পানির উৎস না থাকায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশের একটি টিম সহযোগিতা করেছে।

    এআই 

    টেকনাফের রুবেল হত্যার রহস্য উদঘাটন

    কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক চালক রুবেল হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র ঘাতক হাদিসুর রহমান সাগরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাগর। 

    আটককৃত হাদিসুর রহমান সাগর (২২) টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের টিউবওয়েল মিস্ত্রী জাহাঙ্গীরের পুত্র।

    সোমবার (৬ মে) রাতে ‘সময়ের কন্ঠস্বর’কে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি।

    ওসি জানান, গত ৪ এপ্রিল মেরিন ড্রাইভ সড়কে টমটম চালক রুবেল হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর থেকে জড়িত আসামিদের গ্রেফতার করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দীর্ঘ এক মাস যাবত টেকনাফ উপজেলাসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছিল। গত রবিবার কক্সবাজারের পিএমখালী এলাকা থেকে ঘাতক সাগরকে আটক করা হয়। এই হত্যাকাণ্ডের একমাত্র ঘাতক হিসেবে স্বীকারোক্তি দেয় সাগর।

    সাগরের বর্ণনামতে ওসি আরো বলেন, ঘটনার দিন ইফতারের পর তারা দুই বন্ধু মাদকদ্রব্য (গাঁজা) সেবন করার জন্য মেরিন ড্রাইভ সড়কে যায়। মেরিন ড্রাইভে অবস্থিত পেট্রোল পাম্প এর সামনে ইজিবাইক (টমটম) গাড়িটি দাঁড় করিয়ে সমুদ্রের বিচে নামে। সেখানে উভয়ে গাঁজা সেবন করে। পরবর্তীতে তারা পেট্রোল পাম্পের সামনে এসে টমটম গাড়িটির ড্রাইভিং সিটে সাগর বসে এবং নিহত রুবেল সাগরের পাশের সিটে বসে।

    এরপর তারা মেরিন ড্রাইভ সড়কের মিঠা পানির ছড়ার দিকে যায়। এসময় নিহত রুবেল অটো চালাতে চাইলে সাগর তাকে বাধা দিয়ে বলে “তুই বেশি নেশাগ্রস্থ, তুই চালাতে পারবিনা, আমি চালাই”। অটো চালানো নিয়ে দুই জনের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে নিহত রুবেলের নিকট থাকা গাজা কাটার জন্য থাকা ছুরিটি সাগর কেড়ে নিয়ে নিহত রুবেলের গলায় ঢুকিয়ে দিয়ে অটো থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়।

     এসময় নিহত রুবেলও টমটমসহ রাস্তার খাদে পড়ে গিয়েছিল। এরপর রুবেল গলা থেকে ছুরিটি বের করে সাগরকে মারার জন্য এগিয়ে গেলে সাগর ছুরিটি আবারও কেড়ে নিয়ে রুবেলের মাথার পিছনে আঘাত করে। এক পর্যায়ে রুবেল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

    আরইউ

    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত

    প্রথম ধাপের বুধবার (৮ মে) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের এক দিন আগে এ উপজেলায় সকল পদের নির্বাচন স্থগিত করেছে।

    সোমবার (৬ মে) রাত ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।

    রাত ১১টার দিকে কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান এ স্থগিত আদেশের সত্যতা নিশ্চিত করেন।
     
    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা আক্তার পলি নামের এক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি উপজেলার রায়কোট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। তবে সেই পদ থেকে পদত্যাগ না করে মনোনয়ন জমা দেন তিনি। যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

    পরে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেন তিনি।

    সোমবার (৬ মে) দুপুরে উচ্চ আদালত তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এ দ্রুত সময়ের মধ্যে ব্যালট পেপার ছাপাতে না পারার কারণে এ নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

    মো. আতিয়ার রহমান সাক্ষরিত স্থগিতের বিজ্ঞপ্তিতে বলা হয়, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালেহা বেগম হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য রিট পিটিশন (নং ৪৭৩৪/২০২৪) করেন।

    ২৫ এপ্রিল হাইকোর্ট বিভাগ মনোনয়নপত্রটি বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্তি এবং প্রতীক বরাদ্দের জন্য আদেশ প্রদান করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে সিএমপি নং ৩৬৫/২০২৪ ও সিপিএলএ নং ১৪৮৬/২০২৪ দায়ের করেন। পরে ৬ মে আদেশে ‘No Order’ প্রদান করা হয়। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৮ মে অনুষ্ঠেয় নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

    সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি রাতে মেইলে পাওয়া গেছে।

    পরে রাত ১১টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

    উল্লেখ্য, বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে কুমিল্লার নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলায় ভোট গ্রহণের কথা রয়েছে। নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হলেও বাকিগুলো স্বাভাবিকভাবেই চলবে।

    এফএস

    বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁয়ের লিচু

    বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁযের লিচু। লিচুর স্বাধ নিতে ক্রেতারাও লিচু কিনে এর স্বাধ গ্রহন করছে।  সোনারগাঁয়ের লিচু দেশের বাজারে প্রথম আসায় ও রসালো- মিষ্টি হওয়ায় ক্রেতার কাছে এর কদরও সবচেয়ে বেশী।

    সোনারগাঁয়ের মোগরাপাড়া-চৌরাস্তা বাজারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে লিচু বিক্রেতা মোঃ ওমর ফারুক ১’শ কদ্মি লিচু বিক্রি করছে ৫শত থেকে ৬শত টাকা, পেতি লিচু বিক্রি করছে ৩শত টাকা,চায়না-3 লিচু বিক্রি করছে ৬শত টাকা এবং বোম্বাই লিচু বিক্রি করছে ৪শত টাকা দরে। উপজেলার সোনারগাঁও পৌরসভা ও বৈদ্যের বাজার ইউনিয়নের পুরো এলাকা এবং মোগরাপাড়া, সনমান্দি ও পিরোজপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় ভালো লিচু ফলন হয়ে থাকে। এসব এলাকার বাগানে বাগানে ঝুলছে লাল-লাল পাঁকা লিচু। বাগান থেকে লিচু কিনে নিতে রাজধানী ঢাকা সহ দুর-দুরান্ত থেকে সৌখিন ক্রেতারা এসে লিচু কেনার জন্য ভীর জমাচ্ছে। দামের প্রতি না তাকিয়ে এসব ক্রেতারা লিচুর স্বাধ নিতে লিচু কিনে নিয়ে যাচ্ছে। সোনারগাঁও পৌরসভার ভট্রপুর গ্রামের লিচু বাগান মালিন হাজী আনিছুর রহমান খাঁন বলেন, প্রখর খরার কারনে এবছর লিচুর ফলন তেমন একটা ভালো হয়নি। লিচুর আকার ছোট হয়েছে। লিচু মিস্টিও কম হয়েছে। এদিকে আবার বাজারে লিচু আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হওয়ায় লিচুতে পোকা হয়ে যাবে। একারনে লিচু ব্যবসায়িরা লোকসানে পারতে পারেন এবার।

    ভৈরব উপজেলার চাঁনপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন ও খুলনার ফুলতলা উপজেলার শিরমনি গ্রামের মাহফুজুর রহমান এই দুই বন্ধু এসেছিলেন লিচু কেনার জন্য সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া এলাকায়। তারা বলেন, সোনারগাঁয়ের লিচুর একটা ঐতিহ্য আছে। বছরের শুরুতে সোনারগাঁয়ের লিচু বাজারে আসার কারনে এর স্বাধ নিতে আমাদের খুর আগ্রহ থাকে। আর এই আগ্রহের কারনেই এতো দুর থেকে লিচু কিনে নিতে এসেছি।

    সোনারগাঁয়ের সামাজিক সংগঠন কৃষ্ণপুরা অর্নিবাণ সংসদের প্রথম যুগ্ম-আহবায়ক আতা রাব্বী জুয়েল বলেন, রাজশাহীর আম, পদ্মার ইলিশ সহ দেশের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী খাবার, ফল-ফলাদী এবং প্রাণীর উন্নয়নের উপর সরকার যেমন বিশেষ গুরুত্ব দিচ্ছে। তেমনি সরকারের কৃষি বিভাগের উচিত সোনারগাঁয়ের লিচুর উন্নয়নের উপর কাজ করা। কারন সোনারগাঁয়ের লিচু মৌসুমের প্রথম বাজারে আসায় ক্রেতার কাছে এই লিচুর প্রচুর চাহিদা থাকে। পাশাপশি এর একটা ঐতিহ্যও তৈরী হয়েছে। কৃষি বিভাগ এর উন্নয়নে কাজ করলে সোনারগাঁয়ের লিচু চাষির সংখ্যা আরও বারবে এবং লিচু চাষিরা লিচু চাষে আরও আগ্রহী হয়ে উঠবে। কৃষকও অর্থনৈতিক ভাবে লাভবান হবে।

    সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তার কর্যালয় সূত্রে জানাযায়, এবারে খরার কারনে লিচুর ফলন তেমন একটা ভালো হয়নি। সময় মতো বৃষ্টি হলে ফলন আরো ভালো হতো। লিচুর উন্নয়নে সোনারগাঁ উপজেলা কৃষি অফিস কৃষকদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে বলেও তারা জানায়।

    এফএস

    ভোটের আগের দিন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী কারাগারে

    ভোটগ্রহণের আগের দিন দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. শামসুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

    মঙ্গলবার (৭ মে) আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। একই মামলায় জামিন পেয়েছেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মো. নাসির।

    জানা যায়, ২০২০ সালের ২৬ জুন ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন সিআইডি। পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

    ২০২১ সালের ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। গত বছর ১ সেপ্টেম্বর মামলাটি চার্জগঠন বিষয়ে শুনানির জন্য ছিল। কিন্তু সেদিন মামলাটিতে কিছু অসঙ্গতি দেখতে পাওয়ায় আদালত স্বতঃপ্রণোদিত হয়ে সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দেন।

    নির্দেশনা মেনে নতুন করে আরো ৩৬ জনকে আসামি করে মোট ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিলো সিআইডি। রুবেল-বরকত ছাড়াও উল্লেখযোগ্য আসামিরা হলেন— সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের আপন ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর, তার এপিএস সত্যজিৎ মুখার্জী, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম।

    সম্পূরক চার্জশিটের নতুন আসামিরা হলেন— নিশান মাহমুদ ওরফে শামীম, মো: বিল্লাল হোসেন, মো: সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক, মো: সাইফুল ইসলাম জীবন, অ্যাডভোকেট অনিমেষ রায়, শামসুল আলম চৌধুরী, দীপক কুমার মজুমদার, শেখ মাহতাব আলী, সত্যজিৎ মুখার্জি, মো: শহীদুল ইসলাম ওরফে মজনু, ফকির মো: বেলায়েত হোসেন, গোলাম মো: নাছিম, মো: জামাল আহমেদ ওরফে জামাল, বেলায়েত হোসেন মোল্লা, মো: আফজাল হোসেন খান ওরফে শিপলু, অমিতাভ বোস, চৌধুরী মো: হাসান, মো: জাফর ইকবাল ওরফে হারুন মন্ডল, বরকতের স্ত্রী আফরোজা আক্তার পারভীন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরুজ পুনুম, সাহেব সারোয়ার, আমজাদ হোসেন বাবু, স্বপন কুমার পাল, অ্যাডভোকেট জাহিদ বেপারী, খলিফা জামাল, হাফিজুল হোসেন তপন, রিয়াজ আহমেদ শান্ত, আনোয়ার হোসেন আবু ফকির, মো: মনিরুজ্জামান মামুন, মাহফুজুর রহমান, সুমন সাহা, মো: আব্দুল জলিল শেখ, মো: রফিক মন্ডল, খন্দকার শাহীন আহমেদ ওরফে পান শাহীন, আফজাল হোসেন খান ও সাংবাদিক মোহাম্মাদ আরিফুর রহমান ওরফে দোলন।

    আসামি পক্ষের আইনজীবী শাহিনুর ইসলাম বলেন, এই মামলায় সম্প্রতি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানার পরই আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা। অমিতাভ বোস ও নাসিরকে জামিন দিয়েছেন আদালত। তবে শামসুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

    এফএস

    জাজিরায় রাতের আধারে ইউপি সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট

    শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্যসহ কয়েকজনের বাড়ীতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: কুদ্দুস বেপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বোমার আঘাতে সৈকত সরদার(১৯) নামে এক যুবক বোমার আঘাতে আহত হয়ে সর্বশেষ গত ২৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর থেকে কুদ্দুস বেপারীর সমর্থকরা জলিল মাদবরের সমর্থকদের বাড়ীতে ভাঙচুর ও লুটপাট কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার(৪ মে) দিবাগত রাত ১০টার সময় সারেং কান্দি এলাকায় জলিল মাদবরের সমর্থক ও বিলাসপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আউয়াল সারং সহ কয়েকজনের বাড়ীতে অতর্কিত হামলা চালানো হয়। এসময় ইউপি সদস্য আউয়াল সারেংয়ের ৩টি বসতঘর ও পাকা বাথরুম ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও নিজাম সারেং, সালাম সারেং, মোহাম্মদ বেপারীর বাড়ীর বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

    ইউপি সদস্য আউয়াল সারেংয়ের স্ত্রী ফরিদা বেগম ও অন্যান্য ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, কুদ্দুস বেপারীর সমর্থক মামুন সারেং, তোতা সারেং, বাচ্চু সারেং, মুছা সারেং, হারুন, আনিসিদ্দি সারেং ও সাইদুর রহমান সারেং সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ভাঙচুর করে ও ঘরে থাকা আসবাবপত্রসহ অন্যান্য মালামাল লুট নিয়ে যায়।

    এ বিষয়ে বিলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস বেপারি বলেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজন আমার লোক আছে। তবে আমি কাউকে বাড়ি ঘর ভাঙতে ও লুটপাট করতে বলি নাই। যদি এই রকম করে থাকে আমি ওসি সাহেবকে বলছি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে।

    বিষয়টি নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাদবরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কয়েকদিন আগে কুদ্দুস বেপারীর সমর্থক সংঘর্ষের সময় সৈকত বোমার আঘাতে আহত হওয়ার পরে চিকিৎসাধীন ছিল। এরপর মারা যায়। যদিও সৈকত মারা যাওয়ার মত আহত হয়নি। সৈকত মারা যাওয়ার পর থেকেই কুদ্দুস বেপারীর সমর্থকরা খুবই বেপরোয়া হয়ে উঠে এবং আমার সমর্থকদের বাড়ীতে ভাঙচুর ও লুটপাট শুরু করে। যা এখনো চলমান আছে।

    এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান বলেন, এঘটনা সম্পর্কে আমার জানা নেই। যদি কেউ অভিযোগ করো তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এমআর

    বৃটিশ আমলের স্বাক্ষী হয়ে এখনো চলছে 'দুধের বাজার'

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে বৃটিশ আমলের প্রাচীন শিশু বাজারটি কালের সাক্ষী হয়ে এখনো টিকে আছে৷ নামে শিশু বাজার হলেও এটি মূলত দুধের বাজার।  বছরের পর বছর ধরে চলে আসা ঐতিহ্যের এই দুধের হাটটি অত্র অঞ্চলে দুধের চাহিদা মিটাচ্ছে৷ 

    প্রতিদিন ভোরে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের সাথে ক্রেতাদের হয় মিলন মেলা গরুর দুধের হাট। এখানে খামারিরা প্রতিদিন বিক্রি করেন প্রায় ৬-৭ হাজার লিটার দুধ। দুধ বিক্রি করে নগদ টাকা পান, তা নিয়ে খুশি খামারিরা।

    স্থানীয় প্রবীন লোকজনের সাথে কথা বলে জানা যায়, বৃটিশ আমলে আচমিতা এলাকায় বৃটিশদের আনাগোনা ছিলো৷ হোসেনপুর ও কটিয়াদীর জালালপুরে ছিলো নীল কুঠির৷ এরমধ্যে জালালপুর ছিলো এশিয়ার মধ্যে বৃহৎ চুল্লী। যা আজো টিকে আছে। ভৌগোলিক সুবিধা বিবেচনায় বর্তমান আচমিতা নামক এলাকায় তখন বৃটিশরা কয়েকটি প্রাসাদ স্থাপন করে বসবাস শুরু করেন। তাদের ছোট শিশুদের খাবারের জন্য দুধের প্রয়োজনীয়তায় দুধের জন্য শিশু হাট বসান বলে জনশ্রুতি আছে ৷ কালক্রমে আসে জমিদারি যুগ৷ তখন তারাও ভোরে দুধ নিতেন এই হাট থেকে৷ কাক ডাকা ভোর থেকেই এই হাট শুরু হতো৷ যা যুগের পর যুগ ধরে এখনো চলমান৷ আজো আচমিতার মানুষের কাছে শিশু হাট হিসেবে এটি পরিচিত৷ 

    হাটে আগত খামারিরা জানায়, ইউনিয়নের প্রায় হাজারের মতো খামারি দুধেল গরু পালন করেন। তারা উৎপাদন করেন প্রায় ৭-৮ হাজার লিটার দুধ। মাঝারি ও ক্ষুদ্র খামারিরা আচমিতা বাজারে এনে খুচরা ও পাইকারদের কাছে দুধ বিক্রি করেন। এখানে ৮-১০ জন পাইকার দুধ সংগ্রহ করেন। সকালে বাজারে গিয়ে দেখা যায়, সাইকেল, রিকশা ও সিএনজি অটোরিকশা দিয়ে খামারিরা তরতাজা দুধ নিয়ে আসছেন। 

    কারো হাতে বোতল, কলশি,জগ নিয়ে দাঁড়িয়ে আছেন৷ কেউ দুই লিটার, কেউ ১০ লিটার,কেউবা আরো বেশি দুধ এনেছেন। ৭০-৮০ টাকা লিটার খুচরা বিক্রি হচ্ছে। আবার পাইকাররা দুধ কিনে ড্রামে ঢেলে রাখছেন। বাতাসে ছড়িয়ে পড়ছে দুধের মিষ্টি ঘ্রাণ। খামারিরা দাম পেয়েছেন প্রতি লিটার ৬০-৭০ টাকা দরে। হাটের অধিকাংশ ক্রেতা মিষ্টির দোকানী। দুধ সংগ্রহ করে মিষ্টি তৈরির কাজে ব্যাবহার করেন৷ 

    দুধ বিক্রেতা আচমিতা গ্রামের জমির উদ্দিন (৭৫) বলেন, 'আমাদের বাপ দাদারা এখানে দুধ বিক্রি করতেন৷ ছোট থেকেই দেখে আসছি৷ এই হাটের বয়স কতো আমিও জানিনা৷ তিন লিটার দুধ নিয়ে আসছি। বিক্রি করে নগদ টাকা পেয়ে ভালো লাগছে।' 

    বাজিতপুর থেকে আসা ক্রেতা মদন গোপাল বলেন, '৩০ বছর ধরে এই হাট থেকে ভোরে দুধ সংগ্রহ করি৷ পূর্বপুরুষরাও এখান থেকে নিতেন। ৭০ লিটার দুধ নিলাম মিষ্টির দোকানের জন্য৷' কটিয়াদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশেই আচমিতা বাজারে ভোর থেকে শুরু হয়ে সকাল ৯ টা পর্যন্ত চলে এই হাট৷    

    এমআর

    সকালে নতুন মোটরসাইকেল কিনে বিকেলে দুর্ঘটনায় লাশ হলেন এক তরুণ

    সকালে নতুন মোটরসাইকেল কিনে বিকেলে দুর্ঘটনায় লাশ হলেন এক তরুণ । ঘটনাটি ঘটেছে গাজীপুরে।

    জানা যায়,  কালিয়াকৈর উপজেলায় গরুভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ হাসান (২৩) নামের এক তরুণ নিহত হয়েছেন।

    আজ মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত নাহিদ হাসান কালিয়াকৈর উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে।

    স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আজ সকালে নতুন একটি মোটরসাইকেল কেনেন ওই তরুণ। বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

    পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত নাহিদের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফুলবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান নিহত হন। খবর পেয়ে ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাহিদের লাশ উদ্ধার করেন।

    ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, নিহত নাহিদের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। স্বজনদের কাছ থেকে জানতে পেরেছেন, সকালে নতুন মোটরসাইকেল কেনেন নাহিদ। বিকেলে সেই মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন।

    এফএস

    সংস্কারের অভাবে সেতু ভেঙে খালে, দুর্ভোগে বরগুনার হাজারো মানুষ

    বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া গ্রামে বেন্টার সুলিজ নামক খালের ওপর নির্মিত আয়রন সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ভেঙে খালে পড়ে গেছে।

    মঙ্গলবার (০৭ মে) দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, এই সেতুটি দিয়ে নিশানবাড়িয়া, সওদাগর পাড়া, বারো ঘর বাজার, চেয়ারম্যান বাজার, কুয়াকাটা, লাউপাড়া, তাঁতি পাড়া, ফকিরহাট, তালতলী, এই ১০ গ্রামের মানুষের চলাচলের জন্য প্রায় ৩০ বছর আগে এলজিইডি বিভাগ নির্মাণ করে এই আয়রন সেতু। 


    জানা যায়, গত ৮ বছরেও সেতুটি সংস্কার করা হয়নি। তখন থেকেই ভাঙা শুরু হয়ে এখন পুরোপুরি ভেঙে খালে পড়ে গেছে। সেতুটির আয়রন পাইলগুলো অনেক আগেই ক্ষয়ে গেছে। 


    স্থানীয়রা জানান, তালতলী বেন্টার সুলিজ সংলগ্ন কবিরাজপাড়া এলাকার খালের উপরের সেতুটির কোন সংস্কার বা দেখার মত কেউ নেই। বর্তমানে একেবারে  ভেঙে পড়ে আছে।


    স্থানীয় বাসিন্দা জানান, এই সেতু দিয়ে যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ এ কারণে বিকল্প পথ প্রায় ২ কিলোমিটার দূরে। কর্তৃপক্ষ নজর নেই যার কারণে এভাবে অরক্ষিত অবহেলায় সেতুটি। তাদের দাবি দ্রুত নতুন একটি সেতু নির্মাণ করা হোক।


    স্থানীয় ইউপি সদস্য বলেন, এই সেতু দীর্ঘদিন সংস্কার না করার ফলে সেতুটি এখন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। দ্রুত একটি নতুন সেতু স্থাপনের দাবিও জানান তিনি।


    তালতলী এলজিইডি প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এই সেতুটির এস্টিমেট করা হবে। এরপরে টেন্ডার হবে, তখন সেতুটির কাজ শুরু হবে।

    এআই 

    বরগুনায় বজ্রপাতে হাফেজ নিহত

    বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে মাছ ধরতে গিয়ে হাফেজ আব্দুল্লাহ (১৫) নামে এক হাফেজ কিশোরের মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ ওই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।


    জানা গেছে, আব্দুল্লাহ মাছ ধরার জন্য সোমবার (০৬ মে) রাত পৌনে ৮টার দিকে বাড়ির পাশের বিলে (মাঠে) যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।


    নিহত আব্দুল্লাহর শিক্ষক এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মো. ফয়জুল্লাহ জানান,  হাফেজ আব্দুল্লাহ তার মাদরাসা থেকেই চলতি বছরের জানুয়ারি মাসে কোরআনে হাফেজ হয়েছে।


    এআই 

    কুয়াকাটায় দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির বৃষ্টি

    পটুয়াখালীর কুয়াকাটায়  দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মনে স্বস্তি ফিরেছে। অব্যাহত তাপপ্রবাহে এ অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।

    সোমবার (৬ মে)  দিনব্যাপী তাপদাহের পর সন্ধ্যায় আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যায় কুয়াকাটার আকাশ। এরপরই সন্ধ্যা নাগাদ শুরু হয় ঝড়ো হাওয়া। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি।

    ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তবে গ্রীষ্মকালীন অন্য ফসলের বেশি উপকার হবে বলে জানান স্থানীয়রা।

    সারাদেশের ন্যায় কুয়াকাটায়  অনেকদিন যাবত তাপমাত্রা ছিল ৩৫-৪২ ডিগ্রি। যার কারণে দিনে ও রাতে প্রচুর গরম অনুভূত হতো। যা জনমনে ছিল চরম অস্বস্তিদায়ক।

    কুয়াকাটার ব্যবসায়ী রাসেল গাজী  বলেন, বেশ কিছু দিন ধরে অসহনীয় গরমে মনে হয় পরানটা বের হয়ে যায়। এরকম গরম আগে কখনও অনুভব করেনি। আজ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে।

    অটোরিকশা চালক রাকিব বলেন, দীর্ঘদিন ধরে তাপদাহ চলমান থাকায় যাত্রী পরিবহন করতে অনেক কষ্ট হয়েছে । আবার যাত্রী ও বেশী ছিলো না।  আমাদের পরিবার নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। দীর্ঘদিন পর আজ স্বস্তির বৃষ্টি নেমেছে। এজন্য আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি।

    এফএস

    তীব্র তাপদাহের পর পাথরঘাটায় স্বস্তির বৃষ্টি

    বরগুনার পাথরঘাটায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহের পর হঠাৎ বৃষ্টি নেমেছে। এতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে।

    সোমবার (৬ মে) বিকেল ৫টার পর থেকে বরগুনার বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া।

    বিকাল ৪টা ৩০ মিনিট  থেকে আকাশে গুমোট ভাব দেখা যায়। এর কিছুক্ষণ পর কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পাথরঘাটার বিভিন্ন জায়গায়। আধঘণ্টা পরই বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। থেমে থেমে বৃষ্টি হয় সন্ধ্যা পর্যন্ত।

    পথচারীরা বলেন, বাজারে এসেছি তীব্র গরমে দোকানে বসে থাকাই ছিল দুঃসাধ্য। আজ হঠাৎ বৃষ্টি হওয়ায় কিছুটা শীতল অনুভূত হচ্ছে।

    সুব্রত মিস্ত্রি নামের এক ব্যক্তি বলেন , বর্তমান সময়ের তাপদাহে অফিসে ও মাঠ পর্যায়ে কাজ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিকেলে হঠাৎ করে  ঝড়ো হাওয়ার সঙ্গে খানিকটা সময় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি বোধ করছি। আকাশের যে পরিস্থিতি রাতে মনে হয় আরো বৃষ্টি হবে। 

    পিএম

    কাউখালীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃদুল আহম্মেদের গণসংযোগ

    পিরোজপুরের কাউখালী  উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন এর চশমা মার্কার সমার্থনে কাউখালী বন্দরে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৬ মে) সকালে কাউখালী দক্ষিণ বাজার  থেকে শুরু করে  বয়েজ স্কুল রোড, কৃষি ব্যাংক রোড এবং উত্তর বাজারে এ গণসংযোগ করেন। এসময় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন।

    গণসংযোগকালে মৃদুল আহমেদ সুমন বলেন,  আমি বিগত পাঁচ বছর জনসাধারণের সুখে-দুখে ছিলাম ভবিষ্যতেও থাকবো । তাই কাউখালী উপজেলার জনগণ আবারও আমাকে ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করবেন আমি আশাবাদী।

     উল্লেখ্য, আগামী ২১ মে কাউখালী উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    আরইউ

    ভোটের আগের দিন সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিকালে এ সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


    নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা বিভাগের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।


    চিঠিতে বলা হয়, উপরোক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে আগমী ৮ মে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ গত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন।


    মঙ্গলবার (৭ মে) হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে আদালত আদেশে ‘No Order’ প্রদান করেন। এ অবস্থায় বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল (৮ মে) তারিখে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।


    জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা হবে।


    ত্রিশালে হজের করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    ময়মনসিংহের ত্রিশালে হজের সকল করণীয় বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


    মঙ্গলবার (০৭ মে) বিকেলে ত্রিশাল পৌরসভার নওধার জিরো পয়েন্ট ত্রিশাল কনভেনশন সেন্টারে সালামত হজ ট্রাভেলস এন্ড ট্যুরস ও ত্রিশাল সিকদার হজ কাফেলার সার্বিক আয়োজনে এই প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় শতাধিক হজ ও ওমরা করতে ইচ্ছুক যাত্রীরা অংশ গ্রহণ করে। 


    এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সালামত হজ্ব ট্রাভেলসের পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহিল ওয়াহীদ মাদানী, খতিব মাওলানা আশরাফুল ইসলাম, ত্রিশাল সিকদার হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব আব্দুল কুদ্দুস শিকদার ও হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ প্রমূখ। 

    এআই 
    নেত্রকোনায় খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে তিন ব্যাপী প্রশিক্ষণ

    নেত্রকোনায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইস্টিটিউট (বারটান) এর আয়োজনে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে তিন দিন ৭-৯ মে প্রশিক্ষণের আয়োজন করা হয়।


    মঙ্গলবার (০৭ মে) সকাল ১০টায় জেলার রাজুর বাজার এলাকার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইস্টিটিউট (বারটান) নেত্রকোনার আঞ্চলিক কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্টিত হয়।


    উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা আলতাফ-ঊন-নাহার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা জাফরিনা আক্তার, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী দীনা বেগম, মহিলা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার উম্মে সাদিয়া, নারী প্রগ্রতি সংঘের কমিউনিটি ম্যানেজার স্বপন ভট্রাচার্য্য, সদর তথ্য সেবা সহকারী দীনা বেগম ও  ইমাম, পুরোহিত, শিক্ষক-শিক্ষিকা, এনজিও কর্মীসহ মোট ৩০ জন। একই সাথে অন্য  বাচে ৩০ জন কৃষক ও কৃষাণী নিয়ে মোট ৬০ জনকে তিনদিন বাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে।


    প্রশিক্ষণে ড. মোসা আলতাফ-ঊন-নাহার  খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, খাবারের উপাদান, দৈনন্দিন জীবনযাত্রা প্রণালি ও প্রয়োজনীয় খাবারের পরিমাণ বিষয়ে আলোচনা করেন।

    এআই 

    জামালপুরে পারিবারিক কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি

    জামালপুরের ইসলামপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া উত্তরপাড়ার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় ইসলামপুর থানা পুলিশ। 


    সোমবার (০৬ মে) বিকেলে বিষয়টি জানতে পেরে কবরস্থানে জড়ো হন স্থানীয়রা।


    এর আগে, রবিবার রাতে কোনো এক সময় ঘটনাটি ঘটে বলে আশঙ্কা প্রকাশ করেন মরদেহগুলোর স্বজন ও স্থানীয়রা। তারা বলেন, গতরাতে একই কবরস্থান থেকে কে বা কারা মরদেহগুলো নিয়ে যায়। আজ বিকেলে বিষয়টি আমরা জানতে পারি। কবরস্থানে এসে সাতটি কবরে গর্ত ও মরদেহগুলোর চুল এবং দেহের অংশবিশেষ পরে থাকতে দেখেন তারা। এসময় তারা লক্ষ্য করেন কয়েকটি কবরে মরদেহ নেই। 


    চুরির বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। মৃতদের আত্মীয়স্বজন এবং গ্রামবাসী এই ঘটনায় ক্ষুব্ধ।


    প্রসঙ্গত, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়ে কিছুই জানে না ইসলামপুর থানা পুলিশ। থানার ওসি সুমন তালুকদার বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। কেউ সাধারণ ডায়েরি কিংবা অভিযোগ দিতেও আসেনি।

    এআই 

    প্রার্থীতা ফিরে পেলেও প্রচারণার সুযোগ পাননি জাহানারা

    নেত্রকোণা কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ মুহুর্তে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পেলেন জাহানারা কালাম নামের এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। কিন্তু প্রচারণার শেষদিন প্রতীক পাওয়ায় পাননি পোস্টার লাগানো, লিফলেট বিতরণ বা মাইকিং সহ অন্য কোন প্রচারণার সুযোগ। 

    আদালতের নির্দেশের পর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে জাহানারা কালামকে হাঁস প্রতীক বরাদ্দ দেওয়া হয়।। 

    উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, তফসিল অনুসারে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ এপ্রিল। কিন্তু ওইদিন নির্দিষ্ট সময়ে সার্ভার জটিলতার কারণে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহানারা কালাম মনোনয়নপত্র জমা দিতে পারেননি।  এ নিয়ে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহানারা কালামকে হাঁস প্রতীক বরাদ্দ দেন। কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে যায় প্রচার-প্রচারণা। 

    এই নির্বাচনে নির্বাচনে জাহানারা কালাম ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- কুমকুম নকরেক (ফুটবল), রুনা আক্তার (কলস)।

    নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, আব্দুল কুদ্দুছ বাবুল (দোয়াত কলম), মোস্তাফিজুর রহমান চয়ন (ঘোড়া), রফিকুজ্জামান খোকন (কৈ মাছ), ফজলুল হক (আনারস), মাহতাব উদ্দিন (মোটরসাইকেল), শাহিন মিয়া (টেলিফোন) ও শাহ জাহাঙ্গীর কবীর (হেলিকপ্টার)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান (চশমা), অলি আহমেদ (তালা), রমজান আলী (টিউবওয়েল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    আগামী ৮ মে অনুষ্ঠিতব্য কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ৬৩টি কেন্দ্রে মোট দুই লাখ ২৫ হাজার ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    উলিপুরে সপ্রাবি'র প্রধান শিক্ষক সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা

    মেয়াদোত্তীর্ণ হওয়ায় কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 


    মঙ্গলবার (০৭ মে) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান ও  নীতিনির্ধারণী কমিটি চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা স্বাক্ষরিত পত্রে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং স্বল্প সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।


    উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ জানুয়ারি তিন বছরের জন্য জাহাঙ্গীর হোসেন সভাপতি ও আব্দুল্লাহ হেল কাফিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল।


    এমআর

    পাগলা কুকুরের কামড়: টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু মেধাবী শিক্ষার্থীর

    কুড়িগ্রামর ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত হাসান আলী (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ মে) দুপুরে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


    নিহত শিক্ষার্থী হলেন উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার জাইদুল হকের ছেলে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে ওই পরিবার-সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


    নিহতের প্রতিবেশী দাদী স্বপ্না বেগম জানান, প্রায় ২০ দিন আগে উপজেলার পানিমাছকুটি গ্রামে পাগল কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছে। এ সময় এলাকার কিছু সাধারণ মানুষ কুকুরকে ধাওয়া করে। পথচারীরা দেখে পাগলা কুকুর, পাগলা কুকুর বলে চিৎকার করতে থাকে। লোকজন কিছু বুঝে উঠার আগই কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়াতে থাকে। এদের মধ্যে আমার নাতি হাসান আলী (১৪) উপজেলা চত্বরে শিশু পার্কের বসে ছিল। তখন পাগলা কুকুরটি মাঠের একটি ছাগলকে কামড়িয়ে আহত কর। হাসান আলী ছাগলটিক বাঁচার জন্য এগিয়ে গেলে তাকেও কামড়িয়ে ক্ষতবিক্ষত কর। পরে বাড়িতে এসে বিষয়টি পরিবারকে অবগত করে। পরিবারটি গরীব-অসহায় এবং টাকা পয়সার সংকটে ছেলেটির সু-চিকিৎসা না করে স্থানীয়ভাবে কবিরাজির মাধ্যমে ঝাড়ফুঁকের চিকিৎসা নেন। এতে ছেলেটির অবস্থার অবনতি হলে সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে হাসানের মৃত্যু হয়। এটা মেনে নিতে পারছি না।  


    নিহত শিক্ষার্থীর সহপাঠী মাসুদ পারভেজ জানান,  সে খুবই মেধাবী। সঠিক চিকিৎসা না হওয়ায় সে মারা যান। তার মৃত্যুটা কোনভাবেই মেনে নিতে পারছি না। 


    এ ব্যাপারে কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী জানান, হাসান আলী আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে খুবই ভাল ছাত্র। সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। হাসান এভাবে অকালে মৃত্যুবরণ করবে এটা ভাবতেই কষ্ট হচ্ছে।

    উলিপুরে গোয়াল ঘরে কয়েলের আগুনে গবাদিপশু পুড়ে ছাই

    কুড়িগ্রামের উলিপুরে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। মারা গেছে গরু, ছাগল ও হাঁস-মুরগী। এতে অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। 

    মঙ্গলবার (০৭ মে) রাত দেড়টায় উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব বজরা কানিপাড়া এলাকার আব্দুল মতিনের গোয়ালঘরে এই দুর্ঘটনা ঘটে।


    স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত দছিজল হকের ছেলে আব্দুল মতিন গোয়ালঘরে প্রতি রাতের মতো মশার কয়েল জ্বালান। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। আগুন দ্রুত গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ীর লোজনের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আব্দুল মতিনের দুইটি গরু, দুইটি ছাগল, ১২টি হাঁস ও ১৭টি মুরগী পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও একটি বাছুর গরুর শরীরের অধিকাংশ পুড়ে যায়।


    ক্ষতিগ্রস্ত আব্দুল মতিন কান্নাজড়িত কণ্ঠে জানান, তার অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গরু, ছাগল ও হাঁস-মুরগী বিক্রয় করে আমার সংসার চলতো। এখন আমি কি দিয়ে সংসার চালাবো।


    স্থানীয় ইউপি সদস্য নূর আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনায় আব্দুল মতিনের অন্তত আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গভীর রাতেই আগুন লাগায় এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার কারণে ফায়ার সার্ভিসকে কোন খবর দেওয়া হয়নি।


    উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান বলেন, আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে আবেদন করতে বলেছি। আবেদন পেলে উপজেলা প্রশাসন থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

    এআই 
    লালমনিরহাট সীমান্তে ভারতীয় নাগরিক আটক

    লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে (৫০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি)।


    মঙ্গলবার (০৭ মে) দুপুরে পাটগ্রাম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘বিজিবি কর্তৃক আটক ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।


    এর আগে সোমবার রাতে সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক শফিউদ্দিন ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৫ ওসুল পুকুরী গ্রামের মৃত জহির উদ্দিন ওরোফ ডানটার ছেলে।


    বিজিবি জানায়, পাটগ্রাম সীমান্তের কালিরহাটের টেপুরগাড়ী ৮৭১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের নিকট দিয়ে প্রায় ৫০ গজ অভ্যন্তরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাটের টেপুরগাড়ী উত্তরপাড়া গ্রামে প্রবেশ করে ভারতয়ী নাগরিক শফিউদ্দিন। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২) এর কালিরহাট ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করে। 


    পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ভারতীয় নাগরিক শফিউদ্দিনকে ১৯৫২ সনের প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় একটি মামলা দিয়ে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

    এআই 
    গাইবান্ধায় বাসচাপায় নারী নিহত

    গাইবান্ধার সাদুল্যাপুরে মহাসড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় জাহেরা বেগম (৫৫) নামের এক ভ্যান আরোহী নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী সৈয়দ আলী (৬০) ও সাত বছরের নাতি গুরুতর আহত হয়। 


    সোমবার (০৬ মে) রাতে উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    নিহত জাহেরা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী।


    সাদুল্যাপুর ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুস শুকুর মিয়া এ তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে সৈয়দ আলী স্ত্রী-মেয়ে ও নাতিকে নিয়ে ধাপেরহাট বাসস্ট্যান্ডে যান। সেখানে তাঁর মেয়েকে ঢাকার বাসে উঠিয়ে দিয়ে ভ্যানযোগে স্ত্রী আর নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। আন্ডারপাসের টার্নেড পয়েন্টে রাস্তা ক্রস করার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জাহেরা বেগম নিহত হন। আহত সৈয়দ আলী ও তাঁর নাতিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


    আব্দুস শুকুর মিয়া আরও বলেন, খবর পেয়ে পলাশবাড়ী ও পীরগঞ্জের ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। লাশ উদ্ধার করে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এআই 

    গোমস্তাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর নামে লুটপাটের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দায়সারাভাবে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করে মোটা অঙ্কের টাকা লুটপাটের অভিযোগ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.কাওসার আলীর বিরুদ্ধে। গেলো বছরের প্রদর্শনী তুলনায় এ বছরের প্রদর্শনী মানসম্মত না হওয়ায় প্রদর্শনীতে অংশ নেওয়া প্রাণীর মালিক ও খামারিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা আয়োজন উপলক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ প্রদর্শনীর জন্য দুই লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ থাকলেও গুটিকয়েক খামারিকে নিয়ে ডাক বাংলোতে নামমাত্র এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী উপলক্ষ্যে ছিল না কোনো প্রচার-প্রচারণা। 

    ফলে মেলায় কাঙ্ক্ষিত দর্শকের দেখা মেলেনি। অনুষ্ঠানটির ব্যাপক প্রচারের জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ থাকলেও অনেকেই বলেন প্রচারের জন্য কোনো মাইকিংই শোনা যায়নি। প্রদর্শনীস্থলে ৫০টি স্টল বাবদ বরাদ্দ ছিল ৬৯ হাজার ৫০০ টাকা। কিন্তু প্রদর্শনীতে স্বল্প পরিসরে ২২ জন খামারিকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া ৫০টি স্টলের পশুর জন্য ২২০ টাকা হারে খাবারের পাত্র বাবদ বরাদ্দ ছিল ১২ হাজার টাকা। 

    কিন্তু খাবারের পাত্র দেখা যায়নি। প্রদর্শনীতে খামারিরা তাদের পশু গাড়ি দিয়ে মাঠে নিয়ে আসার কথা থাকলেও বেশির ভাগ পশুকে খামারিরা তীব্র রোদে পায়ে হেঁটে প্রদর্শনী মাঠে নিয়ে আসেন। মাঠে পৌঁছালে খামারিদের অনেক পশুর মাথায় পানি ঢালতে দেখাও গেছে। অথচ পশুর যাতায়াত বাবদ সরকারি বরাদ্দ দেয়া হয়েছে ২০ হাজার টাকা। পশুর খাবার বাবদ বরাদ্দ ছিল ১০ হাজার টাকা। 

    দেখা যায়, মেলায় আসা প্রাণীকে কোনো খাবার দেওয়া হয়নি। সব বিষয়েই ছিল প্রাণিসম্পদ কর্মকর্তার দায়সারা হিসাব। দুপুরের খাবার বাবদ ৬০ হাজার টাকা বরাদ্দ থাকলেও অল্প বিরিয়ানির প্যাকেট আনা হয়েছিলো। যা অনেকেই খেতে পারেনি। মেলায় আগত ভিআইপি আপ্যায়নের জন্য ২০ হাজার টাকা বরাদ্দ থেকে গণখাবারের প্যাকেট দিয়ে আপ্যায়ন সেরেছেন প্রাণিসম্পদ কর্মকতার্। সেখানেও গাফিলতি পাওয়া যায়। এমনকি অনুষ্ঠানস্থলে আসা অনেকেই খাবার না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন খামারিকে পুরস্কার  দেওয়ার কথা থাকলেও  অনুষ্ঠানের ১৯ দিন পের হয়ে গেলেও তা দেওয়া হয়নি।

    উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাত্র ৫৫ হাজার টাকা ব্যয় করেই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা সম্পূর্ণ করেছেন। বাকি টাকা কর্মকর্তার পকেটে রয়েছে। মেলায় পশু প্রদর্শনের জন্য সরকারিভাবে পুরস্কারের জন্য ৩ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা থাকলেও খামারিদের কাওকে দেয়া হয়নি পুরুষ্কার। এতে খামারিরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক খামারি বলেন, প্রাণীসম্পদ কর্মকর্তার যারা কাছের লোক তাদের গরু-ছাগল নিয়ে একাধিক স্টল করে প্রদর্শনী মেলা সম্পন্ন করেছেন। প্রদর্শনী মেলার টাকা লুটপাট করেছেন। এখন পর্যন্ত প্রথম,দ্বিতীয় ও তৃতীয় খামারিদের পুরুষ্কার দেয়ার কথা থাকলেও কোন টাকা কিংবা পুরুষ্কার দেয়নি। এই কর্মকতার্ এখন পর্যন্ত না দেয়ার কারণ হচ্ছে। খামারিরা যাতে মনে করে এতে কোন কিছুই নেই। এভাবে কিছুদিন পের হয়ে গেলে। সব টাকা প্রাণিসম্পদ কর্মকতার্ মেরে খাবে। সেতো ২ থেকে তিন হাজার টাকা দেয়। কিন্তু সেটাও এবার দিলো না। এটার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

    এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী বলেন,‘একজন খামারির গরু-ছাগল একাধিক স্টলে দেয়া হয়েছে। এটা সত্য নয়। তবে খামারিদের এখন পর্যন্ত পুরুস্কার দেয়া হয়নি। এটি সত্য। সেটা অল্প সময়ের মধ্যে লেখা সম্ভব হয়নি। তবে, কবে নাগাদ দেয়া হবে কি? সে বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

    জানতে চাইলে  এ মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বলেন,এখন পর্যন্ত খামারিদের পুরুষ্কার না দেয়ার বিষয়টি আমি জানতাম না। আর কেনবা পুরুষ্কার দিবে না। তাছাড়া এ বিষয়ে আমার কাছে কেও অভিযোগ করেনি। আমি বিষয়টি এখন জানলাম। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিবো।

    জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তাফা বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা—তো অনেকদিন হওয়া হয়ে গেছে। আর এ বিষয়গুলো নিয়ে আমার কাছে-তো কেও অভিযোগ করেনি। আর খামারিদের পুরুষ্কৃত করা না করার বিষয়টি মেলা কমিটির সভাপতি ইউএনও দেখবেন। তবে, এসব অভিযোগগুলোর খোঁজখবর নিয়ে আপনাকে পরে জানাতে পারবো।

    এমআর

    চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের হাড্ডা-হাড্ডি লড়াই

    রাত পোহালেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ভোটগ্রহণ শুরু হবে। নিবার্চনের সকল প্রস্তুতি শেষে আজ দুপুরে ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করেছে নির্বাচন অফিস। আর নিবার্চনের দিন ভোরে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের কাছে প্রদান করা হবে। নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

    নির্বাচনে নাচোল উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু রেজা মোস্তফা কামাল (আনারস) ও মোহা. আব্দুল কাদের (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভাইস চেয়ারম্যান পদে মো. আশরাফুল হক (টিউবওয়েল), মো. কামাল উদ্দিন (চশমা) ও মো. মসিউর রহমান বাবু ভোটের মাঠে রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. জান্নাতুন নাইম মুন্নি ও শামীমা ইয়াসমীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

    এই উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু রেজা মোস্তফা কামাল (আনারস) ও মোহা. আব্দুল কাদের (ঘোড়া) এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ২৫ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৭৪৪ ও মহিলা ভোটার  ৬২ হাজার ৩৩২ জন। ভোট কেন্দ্র হচ্ছে ৫৭টি এবং ভোট কক্ষ রয়েছে ৩৬২টি। প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে ৫৭ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩৬২ জন এবং পোলিং ৭২৪ জন।

    অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, মো. হুমায়ূন রেজা (ঘোড়া), মোসা. মাহফুজা খাতুন (মোটরসাইকেল), মোসা. হালিমা খাতুন (কাপ-পিরিচ), মোহা. আশরাফ হোসেন আলিম (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে মু. নজরুল ইসলাম (চশমা), মুহ. হাসানুজ্জামান নূহ (টিউবওয়েল), মো. দেলওয়ার হোসেন (তালা), মো. মাসুদ পারভেজ (মাইক) ও মো. মোকসেদুর রহমান (টিয়া পাখি) প্রতদ্বন্দ্বিতা করছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা (সেলাই মেশিন), মোসা. জোহনা খাতুন (ফুটবল), মোসা. শামীমা বেগম (কলস), মোসা. শিরিন আকতার (পদ্ম ফুল), মোসা. সুলতানারা খাতুন (হাঁস), শামীমা জাহান (বৈদ্যুতিক পাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    এই উপজেলায় চেয়ারম্যান পদে মো. হুমায়ূন রেজা (ঘোড়া) ও মোহা. আশরাফ হোসেন আলিম (আনারস) এর মধ্যে দ্বি-মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে এমন তথ্য পাওয়া গেছে। উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৬ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৫৯২ ও মহিলা ভোটার ১ লাখ ১৩ হাজার হাজার ৪৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ভোট কেন্দ্র হচ্ছে  ৮৯টি এবং ভোট কক্ষ হচ্ছে ৬১০টি। প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে ৮৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬১০ জন এবং পোলিং ১ হাজার ২২০ জন।

    অপরদিকে ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, শরিফুল ইসলাম (মোটরসাইকেল), মো. আনোয়ারুল ইসলাম (চিংড়ি মাছ), মোহা. আব্দুল খালেক (কাপ-পিরিচ), মোহা. আব্দুল গাফ্ফার মুকুল (ঘোড়া)ও মোহাম্মদ বাবর আলী (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে কায়সার আহমেদ (তালা), মো. হোসেন আলী (টিউবওয়েল) ও মোহা. কামাল উদ্দিন (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসা. রেশমাতুল আরস (ফুটবল) ও মোসা. শাহজাদী খাতুন (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

     এই উপজেলায় চেয়ারম্যান পদে মো. আনোয়ারুল ইসলাম (চিংড়ি মাছ), মোহা. আব্দুল খালেক (কাপ-পিরিচ) ও মোহাম্মদ বাবর আলী (আনারস) এর মধ্যে ত্রি-মুখী লড়াই হবে। উপজেলায় মোট ভোটার রয়েছে ৮৬ হাজার ২২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ৪২ হাজার ৫১৭ জন ও মহিলা ভোটার ৪৩ হাজার ৭১২ জন। ভোট কেন্দ্র হচ্ছে ৩৮টি ও ভোট কক্ষ রয়েছে ২৪৪টি। প্রিজাইডিং অফিসার ৩৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৪৪ জন ও পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে ৪৮৮ জন।

    এদিকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ইতোমধ্যে বলেছেন, জেলার নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

    পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন,  নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পুলিশ, র‌্যাব, আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে থাকবে। কাজেই নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    আরইউ
    ছাড়া পেলেন দুই ব্যাগ টাকাসহ আটক চেয়ারম্যান প্রার্থী

    দুই ব্যাগ ভর্তি ২৩ লাখ টাকাসহ আটক পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীন ও তার ১১ সহযোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান।

    তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে প্রার্থী শাহীনকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেননি। তাকে সন্দেহেমূলক আটক করা হয়েছিল।

    এর আগে, সোমবার মধ্যরাতে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। আটকের পর সংবাদ সম্মেলন করে র‍্যাব কমান্ডার এহতেশামুল হক খান জানিয়েছিলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান ভোটারদার কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে টাকা ব্যবহার করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    তাকে আটকের পর মঙ্গলবার সকাল থেকে থানার সামনে আন্দোলন শুরু করেন শাহীনের সমর্থকরা। তারা শাহীনের মুক্তি দাবি করেন। পরে দুপুরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে শাহীনসহ তার সহযোগীদের। তবে টাকাগুলো জব্দ করে রাখা হয়েছে।

    প্রসঙ্গত, শাহীনুজ্জামান শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী। তার নির্বাচনী প্রতীক আনারস। আগামীকাল বুধবার (৮ মে) এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আরইউ

    রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

    রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মো. ভুট্টু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। 

    মঙ্গলবার (০৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকার মোজাম্মেলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 


    খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

    নিহত মো. ভুট্টু নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড়ের মো. মন্টুর ছেলে। 


    রাজশাহী গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

     

    উপপরিদর্শক মেহেদি হাসান বলেন, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, নিহত যুবক ভুট্টু নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ট্রেন আসতে দেখে কোনো কিছু বুঝে উঠতে না পেরে তিনি রেললাইনের ওপর শুয়ে পড়েছিলেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

     

    তিনি আরও জানান, এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের দেওয়া হবে।

    এআই

    জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

    জয়পুরহাটে ভ্যানচালক আবু সালাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।


    মঙ্গলবার (০৭ মে) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। 


    দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার কালাই পৌরসভার আওড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে হারুন অর রশিদ ওরফে হারুন, মোসলেম উদ্দিনের ছেলে মোস্তাক আহমেদ ও জসিম উদ্দিনের ছেলে হাফিজার রহমান। এদের মধ্যে হারুন অর রশিদ পলাতক রয়েছেন।


    বিষয়টি নিশ্চত করেছেন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল।


    মামলা সূত্রে জানা য়ায়, জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার ভ্যানচালক আবু সালামকে আসামিরা শ্বাসরোধে হত্যা করে কালাই পৌরসভার আওড়া এলাকার একটি পুরাতন কবরে লাশ লুকিয়ে রেখে ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। ২০০৫ সালের ১৩ জানুয়ারি দুপুরে স্থানীয়রা ওই কবরে জীবজন্তু খাওয়া অবস্থায় তার লাশের পা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় কালাই থানার তৎকালীন পরিদর্শক মির্জা শাহাজাহান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

    এআই 

    হবিগঞ্জে কাজে আসছে না ৯ কোটি টাকার পানি শোধনাগার

    হবিগঞ্জ পৌরসভার বাসিন্দাদের জন্য পানি সরবরাহ করতে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পানি শোধনাগার। এরপর স্থানীয় সরকারমন্ত্রীকে দিয়ে সেই প্রকল্প উদ্বোধনও করানো হয়েছে। তবে ছয় মাস পেরিয়ে গেলেও এই শোধনাগার থেকে একফোঁটা পানিও পায়নি পৌরবাসী। এদিকে নির্মাণকাজ শেষ হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি এখনো পৌরসভার কাছে হস্তান্তর করেনি। এটি কবে উৎপাদনে যাবে কিংবা শোধনাগার থেকে কবে পানি পাওয়া যাবে, তা-ও কারও জানা নেই।


    হবিগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জে পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু হয়। একপর্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। ফলে নির্মাণকাজ বেশ কিছুদিন বন্ধ থাকে। অবশেষে ২০২২ সালের মাঝামাঝি কাজ শেষ হয়। তবে নতুন জটিলতা দেখা দেয় বিদ্যুৎ-সংযোগ নিয়ে। পৌর কর্তৃপক্ষ পোস্টপেইড মিটার দাবি করলেও বিদ্যুৎ বিভাগ প্রিপেইড মিটার ছাড়া সংযোগ দিতে নারাজ। এভাবে কেটে যায় ১ বছর। শেষমেশ প্রিপেইড মিটার নিতে সম্মত হয় পৌরসভা। 


    মিটার নিয়ে যখন বিদ্যুৎ বিভাগ ও পৌরসভা টানাপোড়েন চলছিল, ঠিক সেই সময় পানি শোধনাগারের প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম ও তার চুরি হয়ে যায়। এসব পুনঃস্থাপন না করেই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গত ১১ নভেম্বর স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামকে দিয়ে উদ্বোধন করানো হয়। দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যুতের মিটার স্থাপন না করায় পানি শোধনাগারটি পরীক্ষা করা যায়নি। ফলে পৌরবাসী এখনো সেখান থেকে পানি পাচ্ছে না। সংকট বাড়ছে হবিগঞ্জে বর্তমানে দুটি কেন্দ্র থেকে সরবরাহ করা পানির তুলনায় গ্রাহকসংখ্যা বেশি হওয়ায় চাহিদা পূরণ হচ্ছে না। 


    সূত্র বলছে, পৌর এলাকার প্রায় ২৫ শতাংশ গ্রাহকের বাসাবাড়িতে ঠিকঠাক পানি যাচ্ছে না। আবার পানি না পেয়েও লাইন বিচ্ছিন্নের আশঙ্কায় মাসে মাসে পানির বিল পরিশোধ করতে হচ্ছে অনেককে। অপরদিকে পানির স্তর নেমে যাওয়ায় নলকূপেও কাঙ্ক্ষিত পানি উঠছে না। এই দাবদাহের মধ্যে পানির তীব্র সংকটের মধ্যে রয়েছে নগরবাসী।


    এব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাহমিনা তানভীন বলেন, এ প্রকল্প থেকে ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি শোধন করা যাবে। ঠিকাদারকে অবিলম্বে বিদ্যুৎ-সংযোগ ও মিটার স্থাপনের জন্য বলা হয়েছে। তিনি বলেন, হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন রাস্তা ও ড্রেনের উন্নয়নকাজ চলছে। বিদ্যুৎ-সংযোগ না পেলে এসব উন্নয়নকাজের সময় পাইপলাইনসহ অন্যান্য জিনিসপত্রের ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করা সম্ভব নয়। সবকিছু ঠিকঠাক হলে পৌরসভার কাছে পানি শোধনাগারটি হস্তান্তর করা হবে। কবে নাগাদ হস্তান্তর সম্ভব, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।


    হবিগঞ্জ পৌর পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবদুল কদ্দুছ শামীম বলেন, বিদ্যুতের মিটার নিয়ে যে ঝামেলা ছিল, তা শেষ হয়েছে। জনস্বাস্থ্য অধিদপ্তর এখনো পৌরসভার কাছে পানি শোধনাগারটি হস্তান্তর করেনি। কবে হস্তান্তর করবে, তা-ও জানি না।

    এআই 
    সিলেটে বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকসহ ৩ জনের

    সিলেট অঞ্চলে পৃথক স্থানে বজ্রপাতে মাদরাসা শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকালে সিলেটের কানাইঘাট, মৌলভীবাজারের কমলগঞ্জ এবং হবিগঞ্জের বাহুবলে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

    কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ মাহতাব উদ্দিন নামে এক ব্যক্তি মারা যান। তিন ওমান প্রবাসী ছিলেন। সোমবার সকালে উপজেলার ৩নং দীঘিরপার পূর্ব ইউনিয়নে মাঠে গরু চরাতে গিয়ে মারা যান তিনি। নিহত মাহতাব উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের পুত্র।

    স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে নিহত মাহতাব উদ্দিন সুরমা নদী তীরবর্তী  মাঠে গরু চরাতে যান। একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাত নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

    এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির পাশে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যায়।

    স্থানীয়রা জানান, সকাল থেকেও বৃষ্টির সাথে সাথে বজ্রপাত শুরু হয় এসময়ে ছনোয়ার মিয়ার ছেলে সমুজ মিয়া (৩০) জমির সাথে ছড়ায় মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই সমুজ মিয়া মারা যান। সে সদ্য বিবাহিত। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদ্য বিবাহিত সমুজ মিয়ার মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সাহেব সহায়তার কথা জানিয়েছেন।

    বজ্রপাতে মারা গেছেন হবিগঞ্জের বাহুবলের দানিছ মিয়া (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক। নিহত দানিছ মিয়া সাতপাড়িয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে।

    জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে দানিছ মিয়া নামে (৫৫) মৃত্যু হয়। দানিছ উপজেলার চলিতাতলা মাদরাসার শিক্ষক।

    বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান জানান, সোমবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে হালেমা খাতুন (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়।

    এমআর

    সিলেটে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘লাকড়ি তোড়া উৎসব’

    সিলেটে উদযাপিত হয়ে গেল সাত শত বছরের ঐতিহ্যবাহী লাকড়ি তোড়া উৎসব। আপাত ধর্মীয় মনে হওয়া এ‍ই উৎসবের পেছনে আছে মানুষে মানুষে সমতার বিষয়ে হজরত শাহ জালাল (রা.) এর জীবনের একটি শিক্ষণীয় ঘটনা।

    সোমবার (৬ মে) সকাল থেকে সিলেট নগরী ও আশপাশের এলাকা থেকে গাড়িতে মাইক বাজিয়ে ও পায়ে হেঁটে আসতে শুরু করেন ভক্ত অনুরাগীরা। যোহরের আজান শেষে হজরত শাহ জালাল (রা) মাজারের মোতাওয়াল্লীর অনুমতিতে মাজার প্রাঙ্গণে ঐতিহ্যের আলোকে বেজে উঠে ঢাক-ঢোল আর ব্যান্ডপার্টির ড্রামস। সেই তালে তাল মিলিয়ে হাজারো মানুষ খালি পায়ে যাত্রা করেন প্রায় তিন কিলোমিটার দূরে সিলেটের শহরতলীর লাক্কাতুরা চা বাগান এলাকার একটি টিলার উদ্দেশে।

    সুফি সাধক হজরত শাহ জালাল (রা) এর ভক্তরা এ মিছিলে স্লোগান দেন ‘লালে লাল, বাবা শাহ জালাল’ কিংবা ‘বাবা শাহ জালাল কি জয়, ৩৬০ আউলিয়া কি জয়’ বলে। আর ভক্তদের হাতে থাকে লালসালুতে জড়ানো দা ও কুড়াল জাতীয় হাতিয়ার যা দিয়ে কাটা হয় টিলায় থাকা গাছের ডালপালা।

    ৭০৩ বছর (মতান্তরে ৭৩৯) ধরে সিলেটের হজরত শাহ জালাল (রা.) এর ভক্তরা পালন করছেন এই ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ উৎসব। লাকড়ি অর্থ কাঠ এবং তোড়া মানে কাটা বা ভাঙা। লাকড়ি তোড়া মানে কাঠ কাটা।

    লাকড়ি তোড়া উৎসবে অংশ নেন সর্বস্তরের কয়েক হাজার মানুষ। হাজারো ভক্ত লাক্কাতুরার টিলায় পৌঁছানোর পর সেখানে অনুষ্ঠিত হয় মিলাদ শরীফ। সেখানে ভক্তদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

    এ সময় ভক্তরা টিলার গাছের ডালপালা কাটেন। গাছ কাটা নিষিদ্ধ থাকায় কোনো গাছ কাটা হয় না। লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা গাছের ডাল আগে থেকে সংগ্রহ করে বিক্রি করেন।

    পরে লাকড়ি নিয়ে আবারো মাজারের উদ্দেশ্যে রওনা হন ভক্তরা। মাজারে ফিরে এসব লাকড়ি বড় দিঘীতে তিন বার ডুবিয়ে পাশেই স্তূপ করে রাখেন। এই লাকড়ি আগামী হজরত শাহ জালাল (রা) ওরশের শিরনি রান্নায় ব্যবহার করা হবে।

    এফএস

    মৌলভীবাজারে দুই নেতা-নেত্রীকে বহিষ্কার করল বিএনপি

    দলীয় সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজার জেলার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিএনপির দুই জন নেতা-নেত্রীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

    শনিবার (৪ মে) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বহিষ্কার হওয়া নেতানেত্রীরা হলেন, মৌলভীবাজার জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হেকিম (ভাইস চেয়ারম্যান প্রার্থী), মৌলভীবাজার জেলা মহিলা দলের সহসভাপতি ডলি বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী)। 

    মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বলেন, আগামী ৮ই মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

    সেই সিদ্ধান্তের আলোকে নির্বাচনে অংশ নেয়ায় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাহেলা বেগম ও মৌলভীবাজার জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল হেকিমকে বহিষ্কার করা হয়েছে।

    এমআর

    সিলেটে ৬ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি

    সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে সিলেট অঞ্চল। সকাল থেকেই সিলেটে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। কখনও মুশলধারে আবার কখনও থেমে থেমে বৃষ্টির সাথে কোথাও কোথাও বজ্রপাতসহ শিলাবৃষ্টি হয়েছে। 

    সোমবার (৬ মে) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

    সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ বিশ্লেষণ করে দেখা যায় সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল ৬টার আগ পর্যন্ত মোট বৃষ্টির পরিমাণ ছিল ২.২ মিলিমিটার। সেখানে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার। যেটাকে আমরা ভারী বৃষ্টিপাত বলে থাকি। একই সঙ্গে কালবৈশাখী ঝড় ও সামান্য শিলাবৃষ্টি হয়েছে। আষাঢ় মাস ছাড়া টানা বৃষ্টিপাত সাধারণত হয় না। সিলেট অঞ্চলে আবহাওয়া পরস্থিতি কিছুটা ব্যতিক্রম। 

    আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, হিসাব অনুযায়ী ১০ মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত, ১১ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত, ২৩ থেকে ৪৩ মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং এর বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত বলা হয়।

    এসএফ

     

    অনলাইন ভোট

    আন্তর্জাতিক

    সব দেখুন
    উড়ন্ত বিমানে নারী যাত্রীদের হাতাহাতি,যে সিদ্ধান্ত নিলেন পাইলট
    থাইল্যান্ড থেকে কুয়েতের উদ্দেশে উড়াল দেয়া কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে মাঝ আকাশে হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন নারী যাত্রী। একপর্যায়ে তাদের থামাতে গিয়ে লাঞ্ছিত হন ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তারা। নারী যাত্রীদের এমন কাণ্ডে শেষপর্যন্ত বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। খবর গালফ নিউজ ও কুয়েত টাইমসের।গালফ নিউজের সেই প্রতিবেদনে জানানো হয়, থাইল্যান্ড থেকে কুয়েত যাওয়ার পথে মাঝ আকাশে এই সহিংস ঝগড়ার ঘটনা ঘটে। পরে বিমানের পাইলট বাধ্য হয়ে বিমানটি ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।কুয়েত এয়ারওয়েজের বরাতে কুয়েত টাইমস জানায়, কাতার এয়ারওয়েজের কেইউ ৪১৪ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। নারীদের হাতাহাতি এমন পর্যায়ে চলে যায় যে নিরাপত্তা কর্মকর্তা তাদের থামাতে গেলে দুজন নারী তাকে বাধা দেন। পরে বিমানটি ব্যাংককে অবতরণ করলে কয়েকজন নারী যাত্রীকে আটক করা হয়েছে এবং পাবলিক প্রসিকিউশন বিভাগ তাদের জিজ্ঞাসাবাদ করেছে। তারপর আরও যাচাই-বাছাই করতে দুজন নারীকে ক্রিমিনাল ইভিডেন্স বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো তদন্ত চলছে।এদিকে কুয়েত এয়ারওয়েজ এ ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে  সকল প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে প্রতিষ্ঠানটি।এসএফ
    প্রেসিডেন্ট হিসেবে ৫ম বারের মতো শপথ নিলেন পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার দুপুরে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রু হলে ৫ম বারের মতো শপথ নেন ৭১ বছর বয়সী ভ্লাদিমির পুতিন।গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর মঙ্গলবারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন এই নেতা।সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে।শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। মস্কোতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভিকেও নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল এবং তিনি উপস্থিত ছিলেন।  তবে পোল্যান্ড, জার্মানি এবং চেক রিপাবলিকের রাষ্ট্রদূতদের অনুষ্ঠানে দেখা যায়নি।তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর ‘অন্যায়’ অভিযানের প্রতিবাদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজ নিজ রাষ্ট্রদূতদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ১৯৯৬ সালে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে যোগ দেন ভ্লাদিমির পুতিন । পরে তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিনের বদন্যতায় ১৯৯৯ সালে প্রথমাবরের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন তিনি। ওই বছর পুতিনের হাতে ক্ষমতা অর্পণ করে রাজনীতি থেকে অবসরে গিয়েছিলেন ইয়েলেৎসিন।পরে ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন পুতিন। ২০০৪ সালের নির্বাচনে ৭১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হন।যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার সংবিধানেও কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি ছিল না। তাই ২০০৮ সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেভকে তিনি প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হন। সেই নির্বাচনে মেদভেদেভ এবং পুতিন— উভয়ই জয়ী হয়েছিলেন।এসএফ
    পাগলু গানে সেই নাচের ভিডিও শেয়ার করে যা বললেন নরেন্দ্র মোদি
    ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে আজ (৭ মে)। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের এক ভিডিও শেয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিওতে দেখা যায়, জনসমুদ্রে ঘেরা একটি মঞ্চে নানা কায়দা করে হাঁটছেন ও নাচছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজছে টালিউড অভিনেতা দেব অভিনীত ‘পাগলু’ সিনেমার ‘লে পাগলু ডান্স’ গান।তবে এই ভিডিওটি সত্য নয়। মূলত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রকৃত ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রীর ছবি বসিয়ে তৈরি করা হয়েছে। আর সেটিই ছড়িয়ে পড়েছে সোশ্যালে।ভারতয়ী সংবাদমাধ্যম এনডিটির খবর অনুযায়ী নরেন্দ্র মোদির শেয়ার করা পোস্ট দেখে বোঝা যাচ্ছে, ভিডিওটি প্রথমে শেয়ার করা হয়েছে এথেয়িস্ট কৃষ্ণ নামের একটি অ্যাকাউন্ট থেকে। সেখানে ক্যাপশন, ‘ভিডিওটি পোস্ট করছি। কারণ আমি জানি এর জন্য “ডিক্টেটর” গ্রেপ্তার করবে না আমাকে।’এই ভিডিওটিতেই নজর পড়তে তা নিজের টাইমলাইনে শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী। অসংখ্য দর্শকের সামনে নাচের ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের সবার মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেলাম। এই ভোটের ভরা মৌসুমে এ ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দদায়ক।’ এদিকে ভোটের মধ্যে হঠাৎ করে কেন নিজের এমন নাচের স্পুফ ভিডিও শেয়ার করলেন নরেন্দ্র মোদি, সেটি নিয়ে নানা মন্তব্য রাজনৈতি বিশ্লেষকদের। তাদের মতে, এর পেছনেও কোনো কারণ রয়েছে। কেননা, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে প্রায় একই ধরনের ভিডিও শেয়ার করার কারণে কয়েকজন এক্স ব্যবহারকারীকে নোটিশ করেছে পুলিশ।
    প্রেমিকার মান ভাঙাতে রাশিয়ায় গিয়ে মার্কিন সেনা গ্রেপ্তার
    প্রেমিকার মান ভাঙাতে রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্তকে বেড়াতে গিয়েছিলেন মার্কিন সেনা গর্ডন ব্ল্যাক (৩৪)। আর সেখানে তাঁকে ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার করেছে রাশিয়া। মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহের বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছে রাশিয়া। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গর্ডন ব্ল্যাক দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে কর্মরত ছিলেন। ব্ল্যাক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট কাভাজোসের বাসিন্দা। তিনি বিবাহিত হলেও ভ্লাদিভস্তকে গিয়েছিলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে দেখা করতে। তাঁরা বলছেন, ব্ল্যাকের গ্রেপ্তার রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শীতল করে তুলবে। মার্কিন সশস্ত্র বাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ ব্ল্যাকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত সপ্তাহের বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারের পরপরই রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। সিনথিয়া স্মিথ আরও বলেন, ‘রাশিয়া গ্রেপ্তার সেনার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় সেবা দিচ্ছে।’ তিনি জানিয়েছেন, এরই মধ্যে ব্ল্যাকের পরিবারকে তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে। তবে পরিবার কী প্রতিক্রিয়া দিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। মার্কিন কর্মকর্তাদের মতে, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত এক রুশ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ব্ল্যাকের। গত শরতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর কিছুদিন পর সেই রুশ নারী দক্ষিণ কোরিয়া ছেড়ে চলে যান। সেই নারীর চলে যাওয়ার পেছনে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের কোনো হাত আছে কি না, তা জানা যায়নি। কর্মকর্তারা আরও জানিয়েছেন, ব্ল্যাক মার্কিন সেনাবাহিনীর একজন পদাতিক সেনা। তিনি যে রাশিয়া যাচ্ছেন, তা তিনি তাঁর ইউনিটকে জানাননি, এমনকি তিনি অফিশিয়াল কোনো অনুমতিও নেননি। তাঁরা আরও জানিয়েছেন, কিছুদিনের মধ্যে ব্ল্যাককে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরত পাঠানো হতো। এর আগে উত্তর কোরিয়ায় গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন ট্রাভিস কিং নামে এক মার্কিন সেনা। এ ছাড়া, রাশিয়ায় যেসব মার্কিন নাগরিক গ্রেপ্তার হয়েছিলেন তাঁদের মধ্যে করপোরেট সিকিউরিটি এক্সিকিউটিভ পল হেলান, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ, ট্রাভিস লিক, মার্ক ফোগেল, আলসু কোরমাশেভা এবং সেনিয়া খাভানা উল্লেখযোগ্য।এমএইচ
    হজ ভিসায় নতুন নিয়ম আনল সৌদি সরকার
    সৌদি আরব হজ ভিসায় নতুন বিধান আরোপ করেছে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, এই ভিসা নিয়ে শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরভ্রমণ করা যাবে।ঘোষণায় বলা হয়, ২০২৪ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া হজযাত্রীরা শুধু হজ ভিসা দিয়েই জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন।মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে কোনো কাজ করা, বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজভিসা বৈধ নয়। এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি না-ও পেতে পারেন। তাকেদেশ থেকেও বের করে দেওয়া হতে পারে।মন্ত্রণালয় আরও জানায়, উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যেসব আন্তর্জাতিক দর্শনার্থী হজপালন করতে চান, তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়েরমধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালন বা যেকোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারেনিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে।সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকরেজিস্ট্রেশন চালু করেছে। হজ ভিসার আবেদনের জন্য ভিসা প্ল্যাটফর্মে লগইন করে উপযুক্ত পরিষেবা নির্বাচনএবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।সব নিয়মনীতির প্রতি সম্মতি জানিয়ে আগে থেকেই ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। কারণ, সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত তিন কার্যদিবস পর্যন্ত সময় লাগে।এআই 
    গাজা ট্র্যাজেডি থেকে যে শিক্ষা নিতে আহ্বান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর
    হামাস-সহ সকল ফিলিস্তিনি ১৯৬৭ সালের সীমানায় সম্মত, যা ইসরাইলকে অবশ্যই মেনে নিতে হবে। গাজা উপত্যকায় চলমান ট্র্যাজেডি থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এই উপত্যকায় আরও সংঘাতের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রোববার এসব কথা বলেন হাকান ফিদান।তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা যদি এই ট্র্যাজেডি থেকে শিক্ষা না নেই এবং সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অনুসরণ না করি, তবে এটি শেষ গাজা যুদ্ধ হবে না। বরং আরও যুদ্ধ এবং আরও অশ্রু আমাদের জন্য অপেক্ষা করবে।’তুর্কি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ-ভিত্তিক চ্যানেলটিকে বলেন, আমাদের উচিত ইসরাইলকে ১৯৬৭ সালের সীমানা মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো। শুধু হামাস নয়, সমস্ত ফিলিস্তিনি জনগণ ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত। এসএফ
    যেসব শর্তে যুদ্ধবিরতিতে রাজি হামাস
     গাজায় হামলা বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য কাজ করছেন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা। এই চুক্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির জন্য দৌড়ঝাঁপ করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইয়ের প্রধান বিল বার্নস। তিনি সোমবারই কাতারের দোহা থেকে জেরুজালেমে পৌঁছেছেন। ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়নি। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোয় মধ্যস্থতাকারীদের একটি দল পাঠানো হবে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায় অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। হামাসের সম্মতি পাওয়া প্রস্তাবিত ওই চুক্তিতে কী কী শর্ত আছে, সেগুলোও এখনো প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে চুক্তির শর্তসমূহ তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা সাম্প্রতিক দিনগুলোতে তিন ধাপে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। চুক্তির প্রথম ধাপে ৪০ দিনের মধ্যে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই দফায় যারা মুক্তি পাবেন তাঁরা হলেন, নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা। বিনিময়ে কয়েক শ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। দ্বিতীয় ধাপে পরবর্তী ৪২ দিনের মধ্যে বাকি সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও কয়েক শ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। পাশাপাশি গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে।চুক্তির তৃতীয় ধাপে ৪২ দিনের মধ্যে ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নিহত বা জিম্মি অবস্থায় যারা নিহত হয়েছেন, তাদের সবার মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েলে বন্দী অবস্থায় মারা যাওয়া ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তর করা হবে।চুক্তির প্রথম ধাপেই গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। তাতে গাজার সড়ক, বিদ্যুত, পানি, পয়ঃনিষ্কাশন এবং যোগাযোগ অবকাঠামো পুনর্গঠনের কাজ করা হবে। আর চুক্তির দ্বিতীয় ধাপে গাজার ঘর–বাড়ি ও বেসামরিক স্থাপনা পুনর্গঠনের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রস্তুত করা হবে। অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে চুক্তির তৃতীয় ধাপে। এমএইচ
    ২০০ নম্বরের পরীক্ষায় শিক্ষার্থী পেল ২১২
     ভারতের গুজরাটের ঝালড় তালুকার খরসানা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী দুটি বিষয়ে মোট নম্বরের চেয়ে বেশি নম্বর পেয়েছে। সম্প্রতি ওই ছাত্রের নম্বরপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্কুলে শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সবাই। ইতোমধ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। জানা যায়, চতুর্থ শ্রেণির সেই ছাত্র বংশীবেন মনীশভাই গুজরাটি ভাষা পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে পেয়েছে ২১১, গণিতে ২০০–এর মধ্যে ২১২। বাড়ি ফিরে ওই ছাত্র মা-বাবাকে নম্বরপত্র দেখালে ভুলটি ধরা পড়ে।ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই ভুল চোখে পড়ার পরই ওই ছাত্রের হাতে সংশোধিত ফল তুলে দেয়া হয়েছে। সেখানে দেখা যায়, সে গুজরাটি ভাষায় পেয়েছে ১৯১ ও অঙ্কে ১৯০। পুরনো ফলে বংশীবেন মনীশভাই পেয়েছিলো ১০০০-এর মধ্যে ৯৫৬। সংশোধিত ফলে পেয়েছে ৯৩৪। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফলে দেখা গেছে— গুজরাটি, হিন্দি, অঙ্ক, পরিবেশবিদ্যা ও ইংরেজি সব বিষয়েই খুব ভালো ফল করেছে ওই শিক্ষার্থী।এর আগে ২০২৩ সালে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অঙ্ক পরীক্ষার ফলেও এমনটি হয়েছিলো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা আনসারি ১০০ নম্বরের পরীক্ষায় পেয়েছিলেন ১১৫, আম্মারা আনসারি ১০৫, আশফা খান ১০১, মারিয়া মোমিন ১০৯, রিফা মোমিন ১১১ ও আসিয়া সাইক ১০৬ নম্বর পেয়েছিলেন। ওই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সফটওয়্যারে ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছিলো এবং পরে সেটি সংশোধন করা হয়। তবে গুজরাটের ওই স্কুলে কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানায়নি স্কুল কর্তৃপক্ষ।এমএইচ
    বিয়ের কয়েকদিন আগে নিজের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন পাত্রী
    আর কয়েকদিন পরই বিয়ে। এর মধ্যেই ২৭ বছর বয়সী এক চীনা নারী আবিষ্কার করলেন জন্মগতভাবে তিনি আসলে ছেলে! লি ইউয়ান ছদ্মনাম ব্যবহার করে ওই নারীর বিষয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট।প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েকে সামনে রেখে চিকিৎসকের কাছে মেডিকেল চেক-আপের জন্য গিয়েছিলেন লি। কারণ তাঁর মাসিক হচ্ছিল না। এর আগে ১৮ বছর বয়সেই প্রথমবারের মতো তাঁর অস্বাভাবিক হরমোনের মাত্রা এবং ডিম্বাশয়ের ব্যর্থতা ধরা পড়েছিল। সেই সময় চিকিৎসকেরা লিকে একটি ক্রোমোজম পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দিয়েছিলেন। তবে লি এবং তাঁর পরিবার এই পরামর্শ উপেক্ষা করেছিল। কিন্তু এবার চিকিৎসকের কাছে গিয়ে চাঞ্চল্যকর সত্যের মুখোমুখি হলেন লি।চিকিৎসকেরা এবার লির শরীরে একটি অণ্ডকোষ আবিষ্কার করেছেন। তবে এই অণ্ডকোষ শরীরের বাইরে ছিল না, এটি ছিল লির পেটের ভেতরে। এই ধরনের শারীরিক অবস্থাকে ‘কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া’ (সিএএইচ) নামে এক বিরল ব্যাধি হিসেবে চিহ্নিত করেন চিকিৎসকেরা। প্রতি ৫০ হাজার শিশুর মধ্যে মাত্র একজনের ক্ষেত্রে এমনটি হতে পারে। চিকিৎসকদের একজন গাইনোকোলজিস্ট ডুয়ান জি বলেন, ‘সামাজিকভাবে লি একজন নারী। নারীর বৈশিষ্ট্য নিয়েই তিনি বেড়ে উঠেছেন। কিন্তু ক্রোমোজমগতভাবে তিনি একজন পুরুষ।’ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সত্যের মুখোমুখি হয়ে পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন লি। জন্মের পর থেকে ২৭ বছর বয়স পর্যন্ত একজন মেয়ে হয়েই তিনি ছিলেন। চিকিৎসকেরা লির এমন পরিণতির জন্য তাঁর বাবা-মায়ের অস্বাভাবিক জিনকে চারটি সম্ভাব্য কারণের একটি হিসেবে দায়ী করেছেন। পরীক্ষার ফলাফলে আরও জানা গেছে, প্রাথমিক চিকিৎসার অভাবে লি অস্টিওপরোসিস এবং ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছেন। চিকিৎসকেরা লির পেটে লুকানো অণ্ডকোষটি দ্রুত অপসারণের ওপর জোর দিয়েছিলেন। কারণ এটি ক্যানসারের উচ্চ ঝুঁকি তৈরি করেছিল। পরে এপ্রিলের প্রথম সপ্তাহে লির শরীরে অস্ত্রোপচার করা হয় এবং তার পেট থেকে অণ্ডকোষ বের করা হয়। বর্তমানে স্বাভাবিক জীবনে ফেরার জন্য লিকে নিয়মিত ফলো-আপ পরীক্ষা এবং দীর্ঘমেয়াদি হরমোন থেরাপির পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। লির জীবনের গল্পটি এখন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া হলো জিনগত ব্যাধিগুলোর একটি গ্রুপ, যা একজন ব্যক্তির অ্যাড্রিনাল গ্রন্থিগুলোকে প্রভাবিত করে। এই গ্রন্থিগুলো শরীরকে সঠিকভাবে কাজ করানোর জন্য প্রয়োজনীয় হরমোন তৈরি করে। এই হরমোনের ভারসাম্যহীনতা যৌন বিকাশকেও প্রভাবিত করতে পারে।
    অনিশ্চিত যুদ্ধবিরতি, ফের হামলার ঘোষণা ইসরায়েলের
    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে সাত মাস ধরে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিদের মুক্তির জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে এরপরও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়েছে।অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সোমবার মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে। কিন্তু ইসরায়েল বলেছে, এই প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এবং চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনার পাশাপাশি রাফাহতে হামলার ঘোষণা দিয়েছে দেশটি।এর আগে সোমবার ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফাহতে আকাশ ও স্থল থেকে আক্রমণ চালায় এবং শহরের কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। মূলত গাজার এই শহরটি এখন ১৪ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল।হামাস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে বলে প্রধান নেতা ইসমাইল হানিয়াহ কাতারি এবং মিসরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন।অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, যুদ্ধবিরতি প্রস্তাবটিতে ইসরায়েলের দাবি পূরণ হয়নি। তবে ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতে আলোচকদের সাথে দেখা করার জন্য প্রতিনিধি দল পাঠাবে।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিনিধি দল ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করতে মঙ্গলবার কায়রো যাবে।এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় আরও বলেছে, তার (নেতানিয়াহুর) যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফাহতে অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ বলেছেন, নেতানিয়াহু রাফাহতে বোমা হামলা করে যুদ্ধবিরতিকে বিঘ্নিত করছেন।নাম প্রকাশ না করার শর্তে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামাস যে প্রস্তাবটি অনুমোদন করেছে তা মিসরীয় প্রস্তাবের চেয়ে খুবই দুর্বল এবং এতে এমন কিছু উপাদান অন্তর্ভুক্ত রয়েছে যা ইসরায়েল গ্রহণ করতে পারে না। ইসরায়েলি ওই কর্মকর্তা বলেছেন, ‘ইসরায়েলকে চুক্তি প্রত্যাখ্যানকারী পক্ষ হিসেবে দেখানোর উদ্দেশ্যে এই প্রস্তাবটি একটি চালাকি বলে মনে হচ্ছে।’মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন তার মিত্রদের সাথে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আলোচনা করবে এবং এই পর্যায়ে এই ধরনের একটি চুক্তি ‘একেবারেই অর্জনযোগ্য’।এদিকে রাফাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একজন নারী ও এক মেয়েসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইসরায়েল বিশ্বাস করে, উল্লেখযোগ্য সংখ্যক হামাস যোদ্ধা এবং সম্ভাব্য কয়েক ডজন বন্দিকে রাফাহতে আটক রাখা হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের দাবি, গাজায় বিজয়ের জন্য প্রধান এই শহরটিতে অভিযান চালানো দরকার।ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র অবশ্য রাফাহ আক্রমণ না করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, সেখানে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়া হামলা করা উচিত নয়, তবে সেই ধরনের কোনও পরিকল্পনা এখনও উপস্থাপন করা হয়নি।উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৮ হাজারের বেশি মানুষ।মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।এমআর

    বিনোদন

    সব দেখুন
    প্রকাশ হলো ‘তুফান’ সিনেমার টিজার, শাকিবের ঝড়
     তোড়জোড় চলছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘তুফান’ নিয়ে। দিন ঘনিয়ে আসছে সিনেমাটি মুক্তির।  বেলা ২টায় নির্মাতা রায়হান রাফি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ যেকোনো সময় আসতে পারে ভয়ংকর কোনো ঝড়। বিশেষ দ্রষ্টব্য, এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না!’বিকেল সাড়ে ৫টায় সেই তুফানের ঝলক দেখালেন নির্মাতা। সুপারস্টার শাকিব খানকে নিয়ে তৈরি তাঁর ‘তুফান’ সিনেমার প্রথম টিজার প্রকাশ করলেন। যেখানে রীতিমতো ঝড় তুললেন শাকিব। এর আগে শাকিবকে এতটা বিধ্বংসী রূপে দেখা যায়নি।১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে বন্দুক হাতে অ্যাকশন মুডে এন্ট্রি নেন শাকিব। এ সময় ভয়েস ওভারে শোনা যায়, ‘পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে...’, কথা শেষ না হতেই বিশাল এক অস্ত্র দিয়ে গুলি চালিয়ে সব তছনছ করে দেন শাকিব। এরপরেই দেখা যায় ঠান্ডা মাথার চঞ্চল চৌধুরীকে। হাসতে হাসতে চঞ্চল বলেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে!’ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝর তুলেছে। তবে দুক্ষিণ ভারতীয় স্টাইলের অ্যাকশনের আদলে শাকিবের মাঝে ‘অ্যানিমেল’ সিনেমার রাণবীর কিংবা কেজিএফের যশের ছায়াও খুঁজছেন অনেকে। জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক গ্যাংস্টারের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে হয়নি। ভারতের কেজিএফ, পুষ্পার মতোই একটি অ্যাকশনধর্মী গ্যাংস্টার সিনেমা উপহার দিতে চান তিনি। তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ। শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা প্রমুখ। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান।এমএইচ
    পিয়া জান্নাতুলের চোখে ব্যারিস্টার সুমন একজন চমৎকার মানুষ
    দেশের শোবিজ অঙ্গনে পরিচিত নাম পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী- তিন পরিচয়েই জনপ্রিয় তিনি। পাশাপাশি স্পষ্ট বক্তা হিসেবেও তার পরিচিতি আছে।  সম্প্রতি আইনজীবীর পোশাকে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের পাশে দাঁড়িয়ে লাবণ্যময়ী হাসি দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সেই হাসির ভিডিও। এরপরই নতুন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এর আগে পিয়া নানা রকম ফটোশুট করে আলোচনায় এসেছিলেন। ট্রলিংয়ের শিকার হলেও তিনি তার আত্মবিশ্বাস হারাননি। এবারও তেমনটাই দেখা গেছে। সবকিছু ছাপিয়ে তিনি কথা বলেছেন, ব্যারিস্টার সুমনকে নিয়ে। পিয়া জান্নাতুল বলেন, ‘বর্তমানে ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ করছি। কাজ করতে গিয়ে দেখেছি তার মধ্যে অনেক গুণ রয়েছে। সব থেকে বড় গুণ হচ্ছে- তার (ব্যারিস্টার সুমন) টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই। ক্লাইন্টদের থেকে এক হাতে টাকা নেন, আরেক হাতে সব টাকা দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতেও দেখেছি।’পিয়া জান্নাতুলের কাছে ব্যারিস্টার সুমন একজন চমৎকার মানুষ।  এর আগে, গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘আমি এটিকে এপ্রিশিয়েট করছি। তবে আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি জানি যারা দুই সেকেন্ডে ওঠাতে পারে, তারা জাস্ট এক সেকেন্ডে নামিয়েও ফেলতে পারে।’ প্রসঙ্গত, ২০০৭ সালে পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব জেতেন। ২০০৮ সাল থেকে র‍্যাম্প মডেলিংয়ে তার কর্মজীবন শুরু। এর পর ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া।
    পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় বন্যাকে সংবর্ধনা
    রেজওয়ানা চৌধুরী বন্যা বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী। তার পরিচয়ের গণ্ডি শুধু নিজ দেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গেও তিনি ব্যাপকভাবে সমাদৃত। এবার সংগীতে অসামান্য অবদানের জন্য গত ২২ এপ্রিল ভারত সরকার বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে, ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ সম্মাননা প্রদান করে। এ পুরস্কার প্রাপ্তির পর দেশে এবার খ্যাতিমান এ শিল্পীকে সংবর্ধনা দিয়েছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন।রোববার (৫ মে) সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এ সংবর্ধনা গ্রহন করেন বন্যা। অনুষ্ঠানের শুরুতে চ্যানেল আইয়ের পক্ষে বন্যাকে শুভেচ্ছা জানান ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। এছাড়াও সেখানে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি আমীরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, মাত্রা পরিবারসহ বেশ কয়েকটি সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিরা বন্যাকে শুভেচ্ছা জানান।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মাহ্‌ফুজ আনাম, দেবপ্রিয় ভট্টাচার্য, শাহীন সামাদ, রফিকুল আলম, আবিদা সুলতানা, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান প্রমুখ। বক্তারা রেজওয়ানা চৌধুরীর এ অর্জনকে বাংলাদেশের অর্জন বলে অভিহিত করেন। ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের রংপুর জেলায় এক উপাধ্যক্ষ্যের পরিবারে এ গুণী শিল্পী জন্মগ্রহণ করেন।অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন বন্যা। সঙ্গীত ভুবনে তার পড়াশুনা বিস্তর। তিনি রবীন্দ্র সঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের উপর শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এর আগে নিজ দেশে সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ রেজওয়ান চৌধুরী বন্যা ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার সম্মাননা পেয়েছেন। এরপর ২০১৭ সালে ভারত সরকার তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক দিয়েও সম্মানিত করে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ কতৃক প্রদত্ত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার ২০১৭’ পেয়েছেন এই প্রখ্যাত এই রবীন্দ্রসংগীত শিল্পী।
    ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ সম্বোধন করলেন মিশা
    আজ সোমবার (৬ মে) ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন। বছরের বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্খীদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। শুভাকাঙ্খীদের মধ্যে রয়েছেন এই নায়কের বন্ধু অভিনেতা মিশা সওদাগর। জন্মদিনে ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ সম্বোধন করে ফেসবুকে নিজেদের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। দেখা যায় একটি ছবিতে ওমর সানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মিশা আর একটিতে দুইজনে পাশাপাশি দাঁড়িয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায় শুধুই ওমর সানী ও মৌসুমী।ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘গল্প, উপন্যাস, সিনেমা, নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি কিন্তু তোর মত খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম হে প্রেমিক। শুভ জন্মদিন হে প্রেমিক।’মিশার সেই পোস্টে অনেকেই নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে মিশার মন্তব্যের সঙ্গে একমতও পোষণ করেছেন। কারণ ঢালিউডের অন্যতম সফল দম্পতি বলা হয় ওমর সানী-মৌসুমী জুটিকে। সিনেমার সূত্রে পরিচয়ের পর দীর্ঘদিন এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এই দম্পতি।উল্লেখ্য, ঢাকাই সিনেমার সাফল্যময় দশক নব্বইয়ের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানীর ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্ম গ্রহণ করেন। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি দুনিয়ায় দারাশিকো পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় প্রথম কাজ করেন। এরপর বহু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। সবশেষ এই অভিনেতাকে কাজ করতে দেখা গেছে ‘ডেডবডি’ সিনেমায়। এসএফ

    অর্থ-বাণিজ্য

    সব দেখুন
    নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সনি-র‍্যাংগসের শোরুম
    সনি-র‍্যাংগস নামে পরিচিত ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শোরুমের উদ্বোধন করেছে। সোমবার (৬ মে) শপিং মলটির ডি ব্লকের ৬ নম্বর লেভেলে ১০৬-১০৯ নম্বর দোকানে ‘সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোন’ নামের এই শোরুম উদ্বোধন করা হয়।২০১০ সালে বসুন্ধরা সিটি শপিং মলে অফিশিয়াল সনি পণ্য নিয়ে সনি সেন্টার-বসুন্ধরা সিটির যাত্রা শুরু হয়। ১৪ বছর পর নতুন আঙ্গিকে নতুন স্থানে এই শোরুমের উদ্বোধন করা হলো। এখানে আসলে ক্রেতারা অভিজ্ঞতা নিতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ ওএলইডি টিভি, ফোরকে গুগল টিভি, সনি আলফা ক্যামেরা, লেন্স ও এক্সেসরিজ এবং সনি হোম অডিও ও ভিডিও সিস্টেমের।পাশাপাশি থাকছে অফিশিয়াল এলজি ফোরকে ইউএইচডি, ন্যানোসেল এবং ওএলইডি টিভি, এআই ইনভার্টার রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ওয়ার্লপুল, ইলেক্ট্রলাক্স, কেলভিনেটর, র‍্যাংগস, ফিলিপসসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র‍্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ আরও অনেক চমক।র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড রিকি লুকাস যৌথভাবে সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা। রিকি লুকাস বলেন, বিগত ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে র‍্যাংগস ইলেকট্রনিকসের এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
    'মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে ১৬০টি দেশের মানুষ'
    বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছে পোশাক শিল্পের হাত ধরে। বিশ্বের প্রায় ১৬০টি দেশের মানুষ মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে। বাংলাদেশ শুধু আজকের বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশই নয়, নিরাপদ পোশাক প্রস্তুতকারী দেশও। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা আমাদের দেশে বলছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।মঙ্গলবার (৭ মে) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ এ আয়োজিত ১৬তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ডেনিম মেলাগুলোর মধ্যে প্রশংসনীয় আয়োজন এটি। এবারের ডেনিম এক্সপোতে ১৩টি দেশ থেকে ৬০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। যা আমাদের জন্য গর্বের বিষয়। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এ দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশ  আসে এই শিল্প থেকে। প্রায় ৪০ লাখ কর্মী আছেন এই শিল্পে। যার ৬৫ শতাংশ নারী। এদেশের ২ কোটি মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। এদেশে এই শিল্পের অবদান প্রায় ১১ শতাংশ। গত বছর এদেশে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪৭ বিলিয়ন ডলারের বেশি।বস্ত্রমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে বাংলাদেশকে ডেসটিনেশন হিসেবে নেবেন। পোশাকের যথাযথ মূল্য আপনারা দেবেন। আফ্রিকার কোন নন কম্প্লায়েন দেশের পোশাকের তুলনায় এদেশে পোশাকের মূল্য একটু বেশি হবে, হওয়াটাই স্বাভাবিক।তিনি বলেন, আমাদের পোশাক শিল্পের উদ্যোক্তারা অত্যন্ত চৌকস। তারা প্রত্যেকটা চ্যালেঞ্জ অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। চ্যালেঞ্জ মোকাবিলা করে এই পোশাক শিল্পকে তারা আরও এগিয়ে নিয়ে গেছেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, বিজিএমইএ এর সাবেক প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বর্তমান প্রেসিডেন্ট এস.এম. মান্নান কচি, এইচএন্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপীয়র আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান প্রমুখ।এসএফ
    একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
    মাত্র একদিনের ব্যবধানে ভরিতে ৭৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৯৪৮ নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (৫ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোমবার (৬ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।  এর আগে, শনিবার (৪ মে) প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে গত ১৮ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হলো ৪ বার।উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৯ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।এমএইচ
    এবার ভরিতে ১৮৭৮ টাকা কমল স্বর্ণের দাম
    দেশের বাজারে টানা ৮ দফায় সোনার দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা।বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। শুক্রবার (৩ মে) থেকে এ দাম কার্যকর করা হবে।এর আগে গত ৩০ এপ্রিল, ২৯ এপ্রিল, ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল ৭ দফা সোনার দাম কমানো হয়। সর্বশেষ ৩০ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম ৪২০ টাকা কমানো হয়।এফএস
    সফল নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন দিশা ইসলাম
    একটা সময় ফেসবুক ছিল শুধুই একটা যোগাযোগ মাধ্যম, যেখানে অনেক পুরনো বন্ধু খুঁজে পাওয়া যেত। দেশে ও দেশের বাইরের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ রক্ষা হতো। কিছুটা বিনোদন, কিছুটা অলস সময় কাটানোর ক্ষেত্র ছিল ফেসবুক। কিন্তু বর্তমানে উদ্যোক্তাদের জন্য এই ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেখানে নারীরা তাদের পণ্য কেনাবেচা থেকে শুরু করে নেটওয়ার্কিং, নানা বিষয়ে কর্মশালা ও ট্রেনিংয়ে অংশগ্রহণ পর্যন্ত করতে পারছেন। এবং ফেসবুককে মাধ্যম হিসেবে ব্যবহার করে স্বল্প পুঁজিতেই উদ্যোক্তা হয়ে উঠছেন।তেমনই একজন দিশা ইসলাম। রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠান সরকারি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স শেষ করেছেন তিনি। লেখাপড়া শেষ করে চাকরি না করে ইচ্ছা ছিল নিজের প্রচেষ্টায় কিছু করবেন। আলাদা পরিচয় তৈরি করবেন। প্রথম দিকে তেমন একটা সাহস করে উঠতে পারেননি। চাকরির সুযোগ থাকলেও নিজেকে কার্যত 'বন্দি' করতে চাননি তিনি। ঘরে বসেই কিছু করার চিন্তা নিয়ে ধীরে ধীরে এগোতে থাকেন। একপর্যায়ে ভাবেন মেয়েদের বিভিন্ন পোশাক নিয়ে অনলাইনে ব্যবসা করবেন। ২০১৭ সালে প্রাথমিকভাবে অল্প পুঁজি নিয়ে নিজের নামের সঙ্গে মিল রেখে ‘দিশা কালেকশন (Disha Collection's)' নামে একটি ফেসবুক পেজ খোলেন। শুরু থেকেই বিভিন্ন ধরনের রুচিশীল শাড়ি ও থ্রি-পিস বিক্রি করতেন তিনি। ভোক্তাদের রুচি ও পছন্দ অনুযায়ী দেশীয়, ইন্ডিয়া ও পাকিস্তান থেকে তিনি পণ্য এনে থাকেন। দাম ও মানের কারণে তিনি সাধারণের কাছে অল্প সময়ে ভালো অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে উদীয়মান নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার জিতেছেন দিশা। বর্তমানে রাজধানীর এলিফ্যান্ট রোডের গ্রীন স্মরণিকা শপিং মলের তৃতীয় তলায় একটি শপ নিয়েছেন তিনি। যেখান থেকে অনলাইন ব্যবসাও পরিচালনা করা হয়। দিশা ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমার কাছে মনে হয় একটা নারীর ঘরের বাইরে বের হয়ে কাজ করার জন্য পরিবারের সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার শুরুটা অনেক সহজ না হলেও পরিবারের সহযোগিতাতেই আমি এগিয়ে চলার সাহস পেয়েছি। লেখাপড়া করে চাকরি করার ইচ্ছে থাকে অনেকের, সেই জায়গা থেকে ব্যবসায় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি হয়তো ভালো একটা চাকরি করতে পারতাম। কিন্তু অনেক সময় সিচুয়েশনের একটা ব্যাপার থাকে, যেটা কিনা আমাকে বিজনেস করতে বাধ্য করেছে। সেই বাধ্য করার পেছনে যে কারণগুলো রয়েছে তাঁরমধ্যে অন্যতম বৃহত্তর জায়গা থেকে কাজ করার ইচ্ছা। তিনি বলেন, চাকরি করলে একটা ডেস্ক থাকবে, নির্দিষ্ট জব ডেসক্রিপশন থাকবে আর যখন আমি ব্যবসা করব তখন নিজের জব ডেসক্রিপশন যেমন পাবো, তেমনি অসংখ্য মানুষের জব ডেসক্রিপশন তৈরি করতে পারব। তো আমার কাছে মনে হয় এই জায়গাটা আরও বেশি উন্মুক্ত। আর মানুষ তো উন্মুক্ত জায়গায় যেতেই বেশি পছন্দ করে। তাই আমি আমার নিজের জন্য, দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য শেষপর্যন্ত ব্যবসাকে বেছে নিয়েছি। এই তরুণ নারী উদ্যোক্তা বলেন, ২০১৭ সালে ছোট করে অনলাইনে ৫ লক্ষ টাকা দিয়ে আমি আমার ব্যবসা শুরু করেছিলাম। অনলাইনে আমি ভালো সাড়া পেয়েছি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি রাজধানীর এলিফ্যান্ট রোডের স্বরণীকা শপিং মলের তৃতীয় তলায় একটি শপও নিয়েছি। আমি সব সময়ই চেষ্টা করি মোটামুটি রিজেনেবল প্রাইজে ১০০ পারসেন্ট ভালো মানের প্রডাক্ট সেল করার, যাতে কম বেশি সবাই কিনতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিশা ইসলাম বলেন, আমার কাছে মনে হয় একজন সফল নারী উদ্যোক্তা হতে হলে অবশ্যই তাঁর মধ্যে ব্যক্তিত্ব থাকতে হবে। আমি উদ্যোক্তা হিসেবে স্বপ্ন দেখি আমাদের দেশে অনেক লোক বেকার আছে, তাদের জন্য একটা জায়গা তৈরি করা। যেখানে মানুষের একটা মিনিমাম রোজগারের ব্যবস্থা করতে পারি। এবং আমি তখনই খুব খুশি হবো, যখন দেখব আমার কোনো প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করে তাদের পরিবার-পরিজনকে চালাচ্ছে। এটা আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন। নারীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এখনকার নারীরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। অনেকেই ঘরে এবং ঘরের বাইরে পুরুষের সঙ্গে সমানভাবে কাজ করে যাচ্ছে। আমি যেহেতু একজন নারী আমার কাছে যেটা মনে হয় প্রতিটা নারীরই নিজের পায়ে দাঁড়ানো উচিৎ। কারণ একজন নারী সফল উদ্যোক্তা হলে পরিবার নানাভাবে উপকৃত হয় যেমন ছেলে-মেয়েদের শিক্ষার ব্যয়ভার বহন, পুষ্টি-সমৃদ্ধ খাবার নিশ্চিত, পরিবারের চিকিৎসার খরচ জোগান এবং পরিবারের বয়স্ক ব্যক্তিরা ভরসার জায়গা খুঁজে পান। দিশা বলেন, যেসব নারীরা উদ্যোক্তা হতে চান তাঁরা অবশ্যই তাঁর পছন্দ অনুযায়ী কাজ করে উদ্যোক্তা হতে পারেন। একজন নারী উদ্যোক্তা হিসেবে বলবো আমাদের জীবনে তখনই পরিপূর্ণতা আসে যখন আমরা দেশের বৃহত্তর জায়গা থেকে অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারি। নিজের পরিবারের চাহিদা পূরণ করে সমাজ ও দেশের মানুষের জন্য এই কিছু করতে পারাটা একটা নারীর জন্য অনেক সম্মানজনক। শুধু নারী নয়, এটা তাঁর পরিবারের জন্যও সম্মানজনক।
    আবারও ভরিতে কত কমলো সোনার দাম?
     সোনার দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।সংগঠনটি এবার ভালো মানের সোনার দাম ভরিতে ৪২০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ক‌মে হ‌চ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা।মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা থেকেই নতুন দাম কার্যকর করা হচ্ছে।এর আগে গত ২৩, ২৪, ২৫, ২৭, ২৮ ও ২৯ এপ্রিল সোনার দাম কমায় বাজুস। ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৮ এপ্রিল ৩১৫ টাকা ও ২৯ এপ্রিল ১১৫৫ টাকা কমানো হয়।তার আগে অবশ্য টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। গত ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দা‌ম বা‌ড়িয়ে‌ছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বেড়ে‌ছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়ে‌ছিল ২০৬৫ টাকা।নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯০ হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করা হবে।এদিকে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।এমএইচ
    একলাফে ৪ হাজার ৫০২ টাকা বাড়লো স্বর্ণের দাম
    দুই দিনের ব্যবধানে আরও বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বুধবার (৮ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৪ হাজার ৪৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।  এর আগে, রোববার (৫ মে) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।এ নিয়ে গত ২০ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হলো ৫ বার।উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।এমএইচ
    নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সনি-র‍্যাংগসের শোরুম
    সনি-র‍্যাংগস নামে পরিচিত ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শোরুমের উদ্বোধন করেছে। সোমবার (৬ মে) শপিং মলটির ডি ব্লকের ৬ নম্বর লেভেলে ১০৬-১০৯ নম্বর দোকানে ‘সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোন’ নামের এই শোরুম উদ্বোধন করা হয়।২০১০ সালে বসুন্ধরা সিটি শপিং মলে অফিশিয়াল সনি পণ্য নিয়ে সনি সেন্টার-বসুন্ধরা সিটির যাত্রা শুরু হয়। ১৪ বছর পর নতুন আঙ্গিকে নতুন স্থানে এই শোরুমের উদ্বোধন করা হলো। এখানে আসলে ক্রেতারা অভিজ্ঞতা নিতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ ওএলইডি টিভি, ফোরকে গুগল টিভি, সনি আলফা ক্যামেরা, লেন্স ও এক্সেসরিজ এবং সনি হোম অডিও ও ভিডিও সিস্টেমের।পাশাপাশি থাকছে অফিশিয়াল এলজি ফোরকে ইউএইচডি, ন্যানোসেল এবং ওএলইডি টিভি, এআই ইনভার্টার রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ওয়ার্লপুল, ইলেক্ট্রলাক্স, কেলভিনেটর, র‍্যাংগস, ফিলিপসসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র‍্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ আরও অনেক চমক।র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড রিকি লুকাস যৌথভাবে সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা। রিকি লুকাস বলেন, বিগত ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে র‍্যাংগস ইলেকট্রনিকসের এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
    'মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে ১৬০টি দেশের মানুষ'
    বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি এসেছে পোশাক শিল্পের হাত ধরে। বিশ্বের প্রায় ১৬০টি দেশের মানুষ মেইড ইন বাংলাদেশের পোশাক পরিধান করে। বাংলাদেশ শুধু আজকের বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশই নয়, নিরাপদ পোশাক প্রস্তুতকারী দেশও। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা আমাদের দেশে বলছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।মঙ্গলবার (৭ মে) দুপুরে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ এ আয়োজিত ১৬তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপো শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ডেনিম মেলাগুলোর মধ্যে প্রশংসনীয় আয়োজন এটি। এবারের ডেনিম এক্সপোতে ১৩টি দেশ থেকে ৬০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। যা আমাদের জন্য গর্বের বিষয়। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এ দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশ  আসে এই শিল্প থেকে। প্রায় ৪০ লাখ কর্মী আছেন এই শিল্পে। যার ৬৫ শতাংশ নারী। এদেশের ২ কোটি মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। এদেশে এই শিল্পের অবদান প্রায় ১১ শতাংশ। গত বছর এদেশে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪৭ বিলিয়ন ডলারের বেশি।বস্ত্রমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে বাংলাদেশকে ডেসটিনেশন হিসেবে নেবেন। পোশাকের যথাযথ মূল্য আপনারা দেবেন। আফ্রিকার কোন নন কম্প্লায়েন দেশের পোশাকের তুলনায় এদেশে পোশাকের মূল্য একটু বেশি হবে, হওয়াটাই স্বাভাবিক।তিনি বলেন, আমাদের পোশাক শিল্পের উদ্যোক্তারা অত্যন্ত চৌকস। তারা প্রত্যেকটা চ্যালেঞ্জ অত্যন্ত সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। চ্যালেঞ্জ মোকাবিলা করে এই পোশাক শিল্পকে তারা আরও এগিয়ে নিয়ে গেছেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, বিজিএমইএ এর সাবেক প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, বর্তমান প্রেসিডেন্ট এস.এম. মান্নান কচি, এইচএন্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপীয়র আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান প্রমুখ।এসএফ
    একদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
    মাত্র একদিনের ব্যবধানে ভরিতে ৭৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ৯৪৮ নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (৫ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোমবার (৬ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।  এর আগে, শনিবার (৪ মে) প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ১৭৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে গত ১৮ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হলো ৪ বার।উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৯ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।এমএইচ
    এবার ভরিতে ১৮৭৮ টাকা কমল স্বর্ণের দাম
    দেশের বাজারে টানা ৮ দফায় সোনার দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা।বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। শুক্রবার (৩ মে) থেকে এ দাম কার্যকর করা হবে।এর আগে গত ৩০ এপ্রিল, ২৯ এপ্রিল, ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল ৭ দফা সোনার দাম কমানো হয়। সর্বশেষ ৩০ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম ৪২০ টাকা কমানো হয়।এফএস
    সফল নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন দিশা ইসলাম
    একটা সময় ফেসবুক ছিল শুধুই একটা যোগাযোগ মাধ্যম, যেখানে অনেক পুরনো বন্ধু খুঁজে পাওয়া যেত। দেশে ও দেশের বাইরের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ রক্ষা হতো। কিছুটা বিনোদন, কিছুটা অলস সময় কাটানোর ক্ষেত্র ছিল ফেসবুক। কিন্তু বর্তমানে উদ্যোক্তাদের জন্য এই ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেখানে নারীরা তাদের পণ্য কেনাবেচা থেকে শুরু করে নেটওয়ার্কিং, নানা বিষয়ে কর্মশালা ও ট্রেনিংয়ে অংশগ্রহণ পর্যন্ত করতে পারছেন। এবং ফেসবুককে মাধ্যম হিসেবে ব্যবহার করে স্বল্প পুঁজিতেই উদ্যোক্তা হয়ে উঠছেন।তেমনই একজন দিশা ইসলাম। রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠান সরকারি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স শেষ করেছেন তিনি। লেখাপড়া শেষ করে চাকরি না করে ইচ্ছা ছিল নিজের প্রচেষ্টায় কিছু করবেন। আলাদা পরিচয় তৈরি করবেন। প্রথম দিকে তেমন একটা সাহস করে উঠতে পারেননি। চাকরির সুযোগ থাকলেও নিজেকে কার্যত 'বন্দি' করতে চাননি তিনি। ঘরে বসেই কিছু করার চিন্তা নিয়ে ধীরে ধীরে এগোতে থাকেন। একপর্যায়ে ভাবেন মেয়েদের বিভিন্ন পোশাক নিয়ে অনলাইনে ব্যবসা করবেন। ২০১৭ সালে প্রাথমিকভাবে অল্প পুঁজি নিয়ে নিজের নামের সঙ্গে মিল রেখে ‘দিশা কালেকশন (Disha Collection's)' নামে একটি ফেসবুক পেজ খোলেন। শুরু থেকেই বিভিন্ন ধরনের রুচিশীল শাড়ি ও থ্রি-পিস বিক্রি করতেন তিনি। ভোক্তাদের রুচি ও পছন্দ অনুযায়ী দেশীয়, ইন্ডিয়া ও পাকিস্তান থেকে তিনি পণ্য এনে থাকেন। দাম ও মানের কারণে তিনি সাধারণের কাছে অল্প সময়ে ভালো অবস্থান করে নিতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে উদীয়মান নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার জিতেছেন দিশা। বর্তমানে রাজধানীর এলিফ্যান্ট রোডের গ্রীন স্মরণিকা শপিং মলের তৃতীয় তলায় একটি শপ নিয়েছেন তিনি। যেখান থেকে অনলাইন ব্যবসাও পরিচালনা করা হয়। দিশা ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমার কাছে মনে হয় একটা নারীর ঘরের বাইরে বের হয়ে কাজ করার জন্য পরিবারের সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার শুরুটা অনেক সহজ না হলেও পরিবারের সহযোগিতাতেই আমি এগিয়ে চলার সাহস পেয়েছি। লেখাপড়া করে চাকরি করার ইচ্ছে থাকে অনেকের, সেই জায়গা থেকে ব্যবসায় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি হয়তো ভালো একটা চাকরি করতে পারতাম। কিন্তু অনেক সময় সিচুয়েশনের একটা ব্যাপার থাকে, যেটা কিনা আমাকে বিজনেস করতে বাধ্য করেছে। সেই বাধ্য করার পেছনে যে কারণগুলো রয়েছে তাঁরমধ্যে অন্যতম বৃহত্তর জায়গা থেকে কাজ করার ইচ্ছা। তিনি বলেন, চাকরি করলে একটা ডেস্ক থাকবে, নির্দিষ্ট জব ডেসক্রিপশন থাকবে আর যখন আমি ব্যবসা করব তখন নিজের জব ডেসক্রিপশন যেমন পাবো, তেমনি অসংখ্য মানুষের জব ডেসক্রিপশন তৈরি করতে পারব। তো আমার কাছে মনে হয় এই জায়গাটা আরও বেশি উন্মুক্ত। আর মানুষ তো উন্মুক্ত জায়গায় যেতেই বেশি পছন্দ করে। তাই আমি আমার নিজের জন্য, দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য শেষপর্যন্ত ব্যবসাকে বেছে নিয়েছি। এই তরুণ নারী উদ্যোক্তা বলেন, ২০১৭ সালে ছোট করে অনলাইনে ৫ লক্ষ টাকা দিয়ে আমি আমার ব্যবসা শুরু করেছিলাম। অনলাইনে আমি ভালো সাড়া পেয়েছি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি রাজধানীর এলিফ্যান্ট রোডের স্বরণীকা শপিং মলের তৃতীয় তলায় একটি শপও নিয়েছি। আমি সব সময়ই চেষ্টা করি মোটামুটি রিজেনেবল প্রাইজে ১০০ পারসেন্ট ভালো মানের প্রডাক্ট সেল করার, যাতে কম বেশি সবাই কিনতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিশা ইসলাম বলেন, আমার কাছে মনে হয় একজন সফল নারী উদ্যোক্তা হতে হলে অবশ্যই তাঁর মধ্যে ব্যক্তিত্ব থাকতে হবে। আমি উদ্যোক্তা হিসেবে স্বপ্ন দেখি আমাদের দেশে অনেক লোক বেকার আছে, তাদের জন্য একটা জায়গা তৈরি করা। যেখানে মানুষের একটা মিনিমাম রোজগারের ব্যবস্থা করতে পারি। এবং আমি তখনই খুব খুশি হবো, যখন দেখব আমার কোনো প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করে তাদের পরিবার-পরিজনকে চালাচ্ছে। এটা আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন। নারীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এখনকার নারীরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। অনেকেই ঘরে এবং ঘরের বাইরে পুরুষের সঙ্গে সমানভাবে কাজ করে যাচ্ছে। আমি যেহেতু একজন নারী আমার কাছে যেটা মনে হয় প্রতিটা নারীরই নিজের পায়ে দাঁড়ানো উচিৎ। কারণ একজন নারী সফল উদ্যোক্তা হলে পরিবার নানাভাবে উপকৃত হয় যেমন ছেলে-মেয়েদের শিক্ষার ব্যয়ভার বহন, পুষ্টি-সমৃদ্ধ খাবার নিশ্চিত, পরিবারের চিকিৎসার খরচ জোগান এবং পরিবারের বয়স্ক ব্যক্তিরা ভরসার জায়গা খুঁজে পান। দিশা বলেন, যেসব নারীরা উদ্যোক্তা হতে চান তাঁরা অবশ্যই তাঁর পছন্দ অনুযায়ী কাজ করে উদ্যোক্তা হতে পারেন। একজন নারী উদ্যোক্তা হিসেবে বলবো আমাদের জীবনে তখনই পরিপূর্ণতা আসে যখন আমরা দেশের বৃহত্তর জায়গা থেকে অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারি। নিজের পরিবারের চাহিদা পূরণ করে সমাজ ও দেশের মানুষের জন্য এই কিছু করতে পারাটা একটা নারীর জন্য অনেক সম্মানজনক। শুধু নারী নয়, এটা তাঁর পরিবারের জন্যও সম্মানজনক।

    শিক্ষাঙ্গন

    সব দেখুন
    যৌন হয়রানির অভিযোগে অধ্যাপক নাদিরকে অব্যাহতি
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে।তদন্ত চলাকালীন সময় পর্যন্ত অধ্যাপক নাদিরকে সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট বৈঠকে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়।  এর আগে সোমবার (৬ মে) সকালে প্রেস ব্রিফিং করে বিভাগটির শিক্ষার্থীরা অধ্যাপক নাদিরের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তের অগ্রগতি জানাতে বিশ্ববিদ্যালয়কে তিন দিনের আলটিমেটাম দেয়। সিন্ডিকেট সূত্র জানায়, 'শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিন্ডিকেটকে চাপ প্রয়োগ করছে উল্লেখ করে অধ্যাপক নাদির জুনাইদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসনিক) বরারব চিঠি দিয়েছিলেন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক নারী শিক্ষার্থী অধ্যাপক নাদিরের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ করেন। ১১ ফেব্রুয়ারি বিভাগের আরেক নারী শিক্ষার্থী তার বিরুদ্ধে মৌখিক যৌন হয়রানির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীও তার বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ ফলাফল ধসে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি  ও যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।   যৌন নিপীড়ন ছাড়াও গত ৭ ফেব্রুয়ারি অধ্যাপক নাদিরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের কারণে ফলাফলে ধস নামিয়ে দেওয়ার অভিযোগ করেন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা।   এফএস
    শিক্ষক নিয়োগে আসছে বড় ধরনের গণবিজ্ঞপ্তি
    শিক্ষক নিয়োগে চলতি বছরই আসতে চলেছে বড় ধরনের গণবিজ্ঞপ্তি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজারের অধিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। চলতি মে মাসেই এ নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে। এরপর কতগুলো পদ শূন্য রয়েছে, তা যাচাই করে দ্রুত আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সারাদেশে ৯৬ হাজার ৭৩৬ জন শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছিল এনটিআরসিএ। আদালতের নির্দেশনা ও নিবন্ধন নীতিমালা অনুযায়ী- এ গণবিজ্ঞপ্তিতে মাত্র ১৬তম ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের সুযোগ পাচ্ছেন। ফলে বিপুল সংখ্যক পদ শূন্যই থেকে যাবে।পঞ্চম গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশের পর শূন্য পদগুলো পূরণে শিগগির আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ শূন্য থাকে, সে বিষয়টি বিবেচনা করে চলতি বছরই আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।এ বিষয়ে এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, ‘পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেক পদ শূন্য থাকবে, সেটা সহজেই অনুমেয়। কতগুলো পদ শূন্য থাকে, তা বিবেচনা করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করা হবে।এদিকে, আগামী সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে আলোচনা করতে সভা ডেকেছে এনটিআরসিএ।এফএস
    রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক ড. সাদিকুল ইসলাম
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সাদিকুল ইসলাম সাগর। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক। মঙ্গলবার (০৭ মে) বেলা ১১টার দিকে তিনি এ পদে যোগদান করেন।যোগাযোগ শেষে ড. সাগর বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব এবং যথাযথ লিগ্যাল সাপোর্ট দেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করব। এক্ষেত্রে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, আওয়ামীপন্থি প্রগতিশীল শিক্ষক সমিতি আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের সদ্য বিদায়ী প্রশাসক অধ্যাপক শাহিন জোহরা প্রমূখ। এর আগে, গত ৫মে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের ড. সাগরকে বিশ্ববিদ্যালয় লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেন। বিগত সময়ে এই প্রশসক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, আবাসিক হলের হাউজ টিউটর, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে ড. সাগর প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগদান করেন। ২০১৪ সালে সহকারী অধ্যাপক এবং ২০২২ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে চারটি আইন বিষয়ক পুস্তক প্রণয় করার পাশাপাশি তাঁর দেশী ও বিদেশী আন্তজার্তিক জার্নালে বেশ কিছু আইন বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।এআই 
    মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭টি ভুল পেয়েছে উচ্চপর্যায়ের কমিটি
    হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। কিন্তু নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত অষ্টম শ্রেণির বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ) বইয়ের ৯৩ পৃষ্ঠায় লেখা হয়েছে, ‘হাইড্রোজেন ও পানির বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়’। একই বইয়ের ১২৫ পৃষ্ঠায় একটি ছবির ক্যাপশনে লেখা আছে, ‘প্লাটিপাস মেরুদণ্ডী প্রাণী হলেও ডিম পাড়ে।’ এ তথ্যও ভুল। কারণ প্লাটিপাস মেরুদণ্ডী নয়, স্তন্যপায়ী প্রাণী। এভাবে মাধ্যমিকের চার শ্রেণির ৩১টি বইয়ে ১৪৭টি ভুল সংশোধনের সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গঠিত উচ্চ পর্যায়ের কমিটি।বইগুলো হলো: ষষ্ঠ শ্রেণির গণিত, বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ), বৌদ্ধধর্ম শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন ও জীবিকা; সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, ইংলিশ ও গণিত; অষ্টম শ্রেণির বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ), ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, গণিত, ইংলিশ, বিজ্ঞান (অনুশীলন বই), ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা এবং খ্রীষ্টধর্ম শিক্ষা; নবম শ্রেণির ইংলিশ, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, শিল্প ও সংস্কৃতি, বাংলা, বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ), ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা ও খ্রীষ্টধর্ম শিক্ষা।এর আগে, নানা আলোচনা-সমালোচনার মধ্যে নতুন বইয়ের ভুলত্রুটি ই-মেইলে জানানোর অনুরোধ করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিটিবি। তাতে বলা হয়, ‘পাঠ্যপুস্তকে কোনো ধরনের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে কিংবা পাঠ্যপুস্তকের মানোন্নয়নে কোনো ধরনের পরামর্শ থাকলে নিচের ই-মেইল অথবা এনসিটিবি চেয়ারম্যানের কার্যালয়ের ঠিকানায় জানালে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’গেল বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়। এ বছর সেটা করা হবে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এ শিক্ষাক্রম চালু হবে। পরীক্ষামূলকভাবে এসব শ্রেণিতে প্রণয়ন করা হয়েছে পাঠ্যবই।বিভিন্ন শ্রেণির পাঠ্য বইয়ের ভুল-ত্রুটি সংশোধনে প্রতিটি বইয়ের জন্য একজন করে বিশেষজ্ঞকে দায়িত্ব দেয়া হয়েছিল। ভুল ধরে তারা তা এনসিটিবির উচ্চপর্যায়ের কমিটির কাছে জমা দেয়। সম্প্রতি এ কমিটি ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৩১ বইয়ের ভুল ও সংশোধনীগুলো নিয়ে একটি প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। সেখান থেকে ভুলগুলোর সংশোধনী দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।প্রতিবেদন থেকে জানা যায়, নবম শ্রেণির ১১টি বইয়ে ৭৭টি, অষ্টম শ্রেণির ১০টি বইয়ে ৪৯টি, সপ্তম শ্রেণির ৫টি বইয়ে ১১টি এবং ষষ্ঠ শ্রেণির ৫টি বইয়ে ১০টি ভুল রয়েছে।বানান ভুল যেমন আছে, তেমনই কোনো কোনো বাক্য পুরোপুরি সংশোধন কিংবা বাদ দিতে বলা হয়েছে। এছাড়া তথ্যগত ভুলও রয়েছে। এনসিটিবি জানায়, এবার পাঁচটি পদ্ধতিতে বইগুলোর ভুল-ত্রুটি ও অসংগতি বের করা হয়েছে। দুই/এক দিনের মধ্যে সংশোধনীগুলো শিক্ষা অধিদফতরগুলোর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হবে। পরে শ্রেণিশিক্ষকরা শিক্ষার্থীর পাঠ্যপুস্তকে এই ভুল ও অসংগতিগুলোর সংশোধন নিশ্চিত করবেন।

    তথ্য-প্রযুক্তি

    সব দেখুন
    এবার কেন থ্রি-জি সেবা বন্ধ করলো বাংলালিংক?
    ফোর-জি নেটওয়ার্কের গুণগতমান ও গতি আরও বৃদ্ধি করতে বাংলালিংক তাদের থ্রি-জি সেবা বন্ধ করে দিয়েছে। এর ফলে ফোর-জি নেটওয়ার্কের আরও বেশি তরঙ্গসহ অন্যান্য রিসোর্স বরাদ্দ করতে পারবে অপারেটরটি।এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানিয়েছে, গত ৫ মে দেশের প্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসেবে বাংলালিংক দেশব্যাপী থ্রি-জি সেবা বন্ধ করে দেয়। এই কৌশলগত পদক্ষেপ ‘সকলের জন্য সেরা ফোর-জি’ নেটওয়ার্ক নিশ্চিত করতে বাংলালিংক-এর একনিষ্ঠ প্রতিশ্রুতিরই প্রতিফলন। একই সাথে এটি সারা দেশে চলমান ডিজিটালাইজেশন কার্যক্রমের ক্ষেত্রে অপারেটরটির নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে।ফোর-জি প্রযুক্তিকে আরও উন্নত করার লক্ষ্যে এই যুগোপযোগী রূপান্তর গ্রাহকদের জন্য বাংলালিংক-এর ইন্টারনেটের উচ্চতর গতি, নির্ভরযোগ্যতা ও সহজলভ্যতার প্রতিশ্রুতিকে সামনে রেখেই এগিয়ে যাবে।এসএফ
    নিখুঁতভাবে মুখের ভাব অনুকরণ করতে পারে যে রোবট
    কলম্বিয়া ইউনিভার্সিটির কিছু প্রকৌশলীর নিরলস পরিশ্রম করে একটি রোবট বানিয়েছেন, যা মানুষের মুখের ভাব হুবহু অনুকরণ করতে পারে।গবেষকরা বলেছেন, এই রোবট মানুষ এবং রোবটের মধ্যে অমৌখিক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। ‘ইমো’ নামের রোবটটি মানুষ এবং রোবটের মধ্যে নতুন এক মাত্রা যোগ করবে বলে দাবি করেছে প্রকৌশলীরা। তাদের দাবি, ইতিমধ্যই কিছু কথোপোকথনও যুক্ত করা হয়েছে, যা ইমোর কাজগুলো সহজেই বুঝতে সাহায্য করবে। এর আগে বেশ কিছু রোবট চ্যাট জিপিটির সাহায্যে মৌখিক যোগাযোগ করতে পেরেছিলো। কিন্তু সেই রোবটগুলোর মুখের ভঙ্গি প্রকাশের ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিলো।গবেষকরা মনে করছেন, ইমো নামের এই রোবটটি অন্য রোবটের মতো কথা বলতে না পারলেও মুখের ভঙ্গি বা ইঙ্গিত দিয়ে সহজেই যোগাযোগ রক্ষা করতে পারবে মানুষ ও রোবটের সাথে। সায়েন্স রোবটিক্সের এক গবেষণাপত্রে বলা হয়েছে, ইমো মানুষের অভিব্যক্তি অনুমান করতে পারে এবং একই সাথে তাদের অনুকরণও করতে পারে। এমনকি অনুকরণ করার প্রায় আটশ’ ৪০ মিলি সেকেন্ড আগেই কোনো ব্যক্তির আসন্ন হাসির পূর্বাভাসও দিতে পারে রোবট ইমো।গবেষণাটির প্রধান লেখক ইউহাং হু জানান, যান্ত্রিকভাবে অভিব্যক্তিপূর্ণ মুখ তৈরি করা বেশ জটিল ছিলো। এছাড়া প্রাকৃতিক এই মুখের ভঙ্গিমা প্রকাশ করানোর বিষয়গুলো সময়সাপেক্ষ ছিলো। কারণ ২৬টি অ্যাকচুয়েটর তৈরি করাই ছিল মূল চ্যালেঞ্জ।এআই মডেল দ্বারা চালিত রোবটগুলো আরও উন্নত ও জটিল হয়ে উঠছে। কিন্তু প্রযুক্তিতে সবকিছু নতুন সংযোজন ও সবকিছু আরও সহজ করে তোলা সময়সাপেক্ষ।ইউহাং হু বলেন, আমরা পরবর্তী ধাপে মৌখিক যোগাযোগের মাধ্যমটি আরও উন্নত করবো। এবং ইমোকে আরও স্বাভাবিক কথোপকথনে নিযুক্ত করাই এখন মূল লক্ষ্য।ইমো রোবটটি মানুষের মতোই মুখের ভাব প্রকাশে ২৬টি অ্যাকচুয়েটর ব্যবহার করে এবং এটি সিলিকনের তৈরি একটি মাস্ক দিয়ে আবৃত। প্রাণবন্ত মিথস্ক্রিয়া এবং চোখের যোগাযোগের জন্য এটির চোখে উচ্চ-রেজোলিউশন ক্যামেরা রয়েছে।এসএফ
    প্রতি মিনিটে গুগল কত আয় করে জানেন?
    পৃথিবীজুড়ে অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল। প্রতিনিয়ত কোনো না কোনো কিছুর প্রয়োজনে গুগলে সার্চ করছেন। আপনি ফ্রিতে তো গুগল ব্যবহার করেন কিন্তু জানেন কি, গুগলের আয় হয় কীভাবে? জেনে অবাক হবেন যে, বিশ্বের অন্যতম ধনী টেক সংস্থা গুগল ফ্রি পরিষেবা দিয়েও প্রতি মিনিটে প্রায় ২ কোটি টাকা আয় করে। বর্তমানে বিশ্বের সব চেয়ে ধনী কোম্পানিগুলোর তালিকায় প্রথমে রয়েছে গুগল।কোম্পানির পক্ষ থেকে একাধিক পেইড সার্ভিস রয়েছে। ইউজারদের জন্য টাকা চার্জ করে গুগল। যদিও যারা সেটি ব্যবহার করতে চান তারা এড়িয়ে যেতে পারেন (যেমন- গুগল ওয়ান, গুগল জেমিনি ইত্যাদি)। এই পেইড সার্ভিস থেকে বিশাল অংকের টাকা আয় করে কোম্পানি।গুগলে সাধারণত কোনো কিছু জানার জন্য সার্চ করার সময় একাধিক আর্টিকেল এবং বিজ্ঞাপন আসে। সেই বিজ্ঞাপনগুলো দেখার জন্য সংস্থাগুলো থেকে মোটা অঙ্কের টাকা পায় গুগল।এছাড়াও গুগল ক্লাউড এবং প্রিমিয়াম কনটেন্ট রয়েছে যেখান থেকে টাকা উপার্জন করে সংস্থাটি। গুগল ক্লাউডের সুবিধা নেওয়ার জন্য অনেকেই মাস গেলে কয়েক লাখ টাকা খরচ করেন। এগুলোর পাশাপাশি ইউটিউব থেকেও বিপুল পরিমাণ টাকা উপার্জন করে গুগল।গুগলের আয়ের অন্যতম মাধ্যম ইউটিউব, এই অ্যাপ সব অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট হিসাবে থাকে। তাই ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। ইউটিউবে ফ্রি এবং পেইড দুই পরিষেবা রয়েছে। পেইড পরিষেবাকে বলা হয় ইউটিউব প্রিমিয়াম। সেখান থেকে একটি নির্দিষ্ট টাকা আয় করে সংস্থা।আবার ইউটিউবে যে বিজ্ঞাপন দেখতে পান সেখান থেকেও টাকা আয় করে গুগল। বিপণন সংস্থাগুলো বিজ্ঞাপন দেখানোর জন্য ইউটিউবকে মোটা অঙ্কের টাকা দেয়।  আপনি ফ্রিতে ব্যবহার করলেও বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা আয় করে ঘরে আনে সুন্দর পিচাইয়ের কোম্পানি।  এসএফ 
    আমাদের অন্যতম লক্ষ্য জামানত ছাড়াই উদ্যোক্তাদের ঋণ দেওয়া: এলিট
    বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের নীতিনির্ধারণ ও বিভিন্ন কর্মকাণ্ডের গতিপথ ঠিক করার দায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন বা বেসিসের। আগামী বুধবার (৮ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির দ্বিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনে পরিচালক পদে লড়ছেন নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। ‘টিম স্মার্ট’ থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন তিনি। নির্বাচিত হলে আইসিটি খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে চান। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও তার। আইসিটি উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা করার লক্ষ্য নিয়েও তিনি কাজ করার প্রত্যয় জানিয়েছেন।নিয়াজ মোর্শেদ এলিট টিম স্মার্ট থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করছেন। অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে গড়া এই প্যানেলে এক ঝাঁক তরুণ প্রার্থী রয়েছেন। নিয়াজ মোর্শেদ এলিটও একজন তরুণ প্রার্থী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এই প্যানেলে স্মার্ট বেসিস গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে।নিয়াজ মোর্শেদ এলিট বলেন, টিম স্মার্টের পক্ষ থেকে স্মার্ট বেসিস গঠনে আমি পাঁচটি বিষয়কে প্রাধান্য দিচ্ছি— ডিজিটাল আর্থিক সেবায় অন্তর্ভুক্তি, স্টার্টআপ ফান্ডিংয়ের সুযোগ বাড়ানো, ভেঞ্চার ক্যাপিটালের সুবিধা বাড়ানো, ঋণ অনুমোদন প্রক্রিয়া সহজতর করা ও পলিসি অ্যাডভোকেসি বাড়ানো। নির্বাচিত হলে আমি এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেবো।তিনি বলেন, মাত্র দুই বছর মেয়াদের জন্য একটি কাউন্সিল তৈরি হয়। এই স্বল্প সময়ে কাজ করা সত্যিই খুব কঠিন। তবে আমি নির্বাচনি ইশতেহারকে এমনভাবে তৈরি করেছি যেখানে ট্যাক্স হলিডে, ঋণ সুবিধা, মানবসম্পদ তৈরির মতো স্বল্প মেয়াদি কিছু কাজ তো থাকছেই; পাশাপাশি ভবিষ্যৎ বেসিস আসলে কেমন হবে, নীতি নির্ধারণের কোন পর্যায়ে কাজ করবে, এআই সুবিধা বা চতুর্থ শিল্প বিপ্লবে স্মার্ট বাংলাদেশ গঠনে কী হবে বেসিসের ভূমিকা— এসব বিষয় বিবেচনায় নিয়েও ১৫ বছরের দীর্ঘ মেয়াদি একটি ইশতেহার তৈরি করা হয়েছে। ইশতেহারের এই বিষয়গুলো এই খাতের তরুণ উদ্যোক্তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে আমাদের সবাইকে সহায়তা করবে।এলিট আরও বলেন, ‘সারা বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দৌড়ে এগিয়ে থাকতে জোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন একটা সময়ে আমাদের এই খাতে ট্যাক্স হলিডের মেয়াদ শেষ হচ্ছে। এই সময়টা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন চ্যালেঞ্জটা নিতে হবে তরুণ উদ্যোক্তাদের। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হবে এই খাতে রফতানি আয় ও তরুণ উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে। কারণ যেহেতু এই স্বল্প সময়ে আমাদের এই খাতে খুব বেশি এগিয়ে যাওয়া সম্ভব হয়নি, আবার সামনে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির চ্যালেঞ্জও আছে, তাই আমি মনে করি এই ট্যাক্স হলিডে না তুলে অন্তত ২০৪১ সাল পর্ন্ত তা বাড়িয়ে দেওয়া উচিত। তা সম্ভব না হলেও আরএমজি (তৈরি পোশাক খাত) এবং অন্যান্য খাতের মতো উদ্যোক্তাদের যেন প্রণোদনা দেওয়া হয়, সেদিকটা আমাদের মাথায় থাকবে।’‘বেসিস নির্বাচনে জয়ী হলে এই বিষয়ে সমাধানে আসতে আমরা টিম স্মার্ট থেকে সর্বোচ্চ চেষ্টাটা করব। পাশাপাশি আমাদের চেষ্টা থাকবে তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত বিহীন ঋণ সুবিধা নিশ্চিত করা। বেসিস যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে, তাই এ বিষয়ে কাজ করাটা আমাদের জন্য সহজ হবে বলে আশা করি,’— বলেন নগদের এই নির্বাহী পরিচালক।আইসিটি খাতের উদ্যোক্তাদের জন্য নগদ ডিজিটাল ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ দেওয়ার লক্ষ্যও রয়েছে নিয়াজ মোর্শেদ এলিটের। তিনি বলেন, ‘আমি যখন প্রথম নিজে ব্যবসার জন্য ঋণ নিতে যাই তখন ব্যাংক আমাকে ঋণ দেয়নি। কারণ জামানত ছিল না। যেহেতু পরিবারের কারও সহযোগিতা নিইনি, তাই ব্যাংক থেকে ঋণ না পাওয়া একজন তরুণ উদ্যোক্তার জন্য যে কী ধরনের বাধা তৈরি হতে পারে সে বিষয়টি আমার জানা। এরপর আমি নগদে যখন ডিজিটাল ব্যাংক নিয়ে কাজ শুরু করি, তখন আমাদের প্রথম লক্ষ্য ছিল কীভাবে জামানত ছাড়াই উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা নিশ্চিত করা যায়। এখন আমরা একটা জায়গায় পৌঁছেছি। যেখানে আইসিটি খাতের একজন তরুণ উদ্যোক্তা তার নগদ ওয়ালেটের ট্রানজেকশন, তার নিয়মিত পেমেন্টসহ যাবতীয় লেনদেনের ওপর ভিত্তি করে জামানত ছাড়াই ঋণ দিতে পারবে নগদ ডিজিটাল ব্যাংক। আশা করি জুলাইয়ে যখন ডিজিটাল ব্যাংক চালু হবে, তখন থেকেই আইসিটি খাতের তরুণ উদ্যোক্তাদের জন্য এই দারুণ সুযোগ তৈরি হবে।’
    বন্ধ হয়ে গেল সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’
    একমাত্র সিনেপ্রেমীরাই জানেন সাবসিনের গুরুত্ব। এবার বিশ্বজুড়ে ইংরেজি, বাংলাসহ বিভিন্ন ভাষার সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’ বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন ঘোষণায় স্তব্ধ হয়ে পড়েছে সিনেপ্রেমীরা।বৃহস্পতিবার সাবসিনের ফোরামে এক পোস্টে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে বন্ধ করা হয়েছে-তা এখনও জানানো হয়নি।এক বিজ্ঞপ্তিতে সাবসিন জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে। এই যাত্রায় তাদের সঙ্গে থাকার জন্য সকল ব্যবহারকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।এদিকে হঠাৎ এমন ঘোষণায় সাবটাইটেল অনুবাদক, দর্শকসহ অনেকেই বিচলিত হয়ে পড়েছেন। সাবসিনে হলিউড, বলিউড, দক্ষিণী, কোরিয়ান, তুর্কিসহ নানা সিনেমা ও সিরিজের সাবটাইটেল পাওয়া যেত।যদিও সাবসিন বন্ধ হলেও ওপেনটাইটেলসসহ আরও কয়েকটি সাবটাইটেল প্ল্যাটফর্ম থেকে সাবটাইটেল ডাউনলোড করতে পারবেন দর্শকেরা। তারপরও কেমন জানি একটা আক্ষেপ রয়ে গেল সকলের মাঝে। এসএফ
    "ই-ফাইলিং এবং ই-রিটার্নের জন্য আপনার গাইড একটি ঝামেলা-মুক্ত কর মৌসুম"
    শুনতে অবাক লাগলেও অধিকাংশ কর ফাঁকি এবং কর দাখিল সংক্রান্ত জরিমানা ম্যানুয়াল ট্যাক্স ফাইলিং সিস্টেমের জটিলতার জন্য করা হয়।আপনার কর আইনজীবীর অফিসে যাওয়া এবং সময়মতো কর জমা দেওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে আপনার পুরো দিন ব্যয় হয়। আয়কর আইনের অধীনে করদাতাদের জন্য ট্যাক্স ফাইলিং এবং রিটার্ন প্রয়োজনীয় কিন্তু যা উদ্বেগ তৈরি করে তা হল এটি করার প্রক্রিয়া। ম্যানুয়ালি ট্যাক্স রিটার্ন দাখিল করার অর্থ হল এনবিআর অফিসে একাধিকবার যাওয়া এবং এক ডেস্ক থেকে অন্য ডেস্কে ঘোরাঘুরি এবং ২০ মিনিটের কাজের জন্য পুরো দিন নষ্ট করা। ই-রিটার্ন এই সমস্যার সমাধান করে। ই-রিটার্ন হল সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত অনলাইন সফ্টওয়্যার ব্যবহার করে নিজের কর দাখিলের অনলাইন প্রক্রিয়া। এটি একজনকে অনলাইনে কর দাখিল করতে এবং বাড়িতে বসে রিটার্ন প্রস্তুত করতে দেয়! ওয়েবসাইটটি প্রবেশ করতে, একজনের কেবল সংযোগের জন্য একটি ডিভাইস এবং একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগের প্রয়োজন। বাংলাদেশে এনবিআর-এর ওয়েবসাইট ই-টিআইএন, ই-ট্যাক্স পরিষেবা, ই-ফাইলিং ইত্যাদির মতো প্রচুর ই-পরিসেবা সরবরাহ করে, যা করের সুবিধার অনুশাসন পূরণ করেছে। নথি এবং ব্যক্তিগত তথ্যের জন্য যেমন এনআইডি, টিআইএন, ঠিকানা, ব্যাঙ্কিং স্টেটমেন্ট, আগের বছরের রিটার্ন, বিনিয়োগের বিবরণ, সম্পত্তির বিবরণ, করমুক্ত আয়ের সনদ ইত্যাদি। এই নথিগুলো নিজের কাছে রাখলে খুব সহজে ট্যাক্স গণনা করা সম্ভব। করদাতারা কারাঃ এনবিআর অনুসারে, পুরুষদের বার্ষিক আয় ৩,৫০,০০০ টাকার বেশি এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ও মহিলাদের বার্ষিক আয় ৪,০০,০০০ টাকার বেশি হলে ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ট্যাক্স রিটার্ন দাখিল করার কথা রয়েছে। যুদ্ধাহত গেজেটভুক্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫,০০,০০০ টাকা। ১২-সংখ্যার টিআইএন নম্বর থাকার জন্য প্রত্যেক বেতনভোগী নাগরিকের বার্ষিক ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় এবং এমনকি আয়ের সীমার নিচেও শূন্য রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ট্যাক্স রিটার্ন ফাইল প্রস্তুত করার জন্য হাতে রাখা নথিগুলির মধ্যে রয়েছে ই-টিআইএন, এনআইডি কপি, ঠিকানার বিবরণ, আগের বছরের রিটার্ন, বেতন সনদপত্র, ব্যাঙ্ক স্টেটমেন্ট বিনিয়োগের বিবরণ, সম্পত্তির বিবরণ, করমুক্ত আয়ের সনদপত্র ।অনলাইনে ট্যাক্স ফাইল রিটার্ন প্রস্তুত করার জন্য ধাপে ধাপে গাইডটি নিম্নরূপঃ১. এনবিআর ওয়েবসাইটে ই-রিটার্নে লগইন/রেজিস্টার করুনঃ যদি করদাতাকে ইতিমধ্যেই অনলাইনে তার ট্যাক্স রিটার্ন প্রস্তুত করতে হয়, তাহলে তাকে কেবল ওয়েবসাইটে লগইন করে পাসওয়ার্ড, টিআইএন এবং ক্যাপচা দিতে হবে এবং ড্যাশবোর্ডের বাম দিকে রিটার্ন জমা দেওয়ার বিকল্পে ক্লিক করতে হবে কিন্তু যদি এটি কারও প্রথমবার হয় তবে তাকে টিআইএন নম্বর এবং বায়োমেট্রিকভাবে নিবন্ধিত ফোন নম্বর এবং ক্যাপচারের মাধ্যমে নিবন্ধন করতে হবে। ভেরিফাই-এ ক্লিক করার আগে যে ওটিপি পাঠানো হচ্ছে তা ইনপুট করতে হবে। ২. কর মূল্যায়নের তথ্যঃ এই বিভাগে আয়ের বছর, মূল্যায়েনের বছর, রিটার্ন স্কিম মোড, আয়ের শিরোনাম এবং আয়ের অন্যান্য উৎস সম্পর্কিত তথ্য সরবরাহ করতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন টিপতে হবে। যদি উপার্জন কর-মুক্ত হয়, তাহলে প্রাসঙ্গিক পরিমাণ এবং আবাসিক অবস্থা প্রদান করতে হবে। ৩. অতিরিক্ত তথ্যঃ কর্মস্থলের ঠিকানা দেওয়া হবে। যে সিটি কর্পোরেশনের অধীনে অফিসটি পড়ে তা সরবরাহ করতে হবে। এর সাথে, যদি কেউ বিশেষ সন্তানের পিতামাতা বা প্রতিবন্ধী ব্যক্তি বা যুদ্ধে আহত গেজেট স্বাধীনতা সংগ্রামী হন,  সঠিক অপশনে ক্লিক করতে হবে । যদি কেউ বিনিয়োগ ছাড়ের জন্য যোগ্য হন এবং কোনও সংস্থার শেয়ারহোল্ডার ডিরেক্টর হন, তবে হ্যাঁ/না বিকল্পটি বেছে নেওয়া হবে। ৪. আইটি ১০বি আবশ্যকতাঃ যদি মোট সম্পত্তির মূল্য ৪০ লাখ টাকা বা তার বেশি হয়, তবে একজনকে আইটি ১০বি ফর্ম পূরণ করতে হবে। যদি একজনের সম্পদ এই সীমার নিচে নেমে যায় তবে এই ফর্মটি পূরণ করার প্রয়োজন নেই এবং সম্পদ ও দায়বদ্ধতা বিভাগগুলি নিয়ম অনুসারে পূরণ করা হবে।৫. আয়ের বিবরণ: এই পৃষ্ঠায় বেতন, বাড়তি ভাড়া থেকে আয়, সিকিউরিটিজের সুদ, মূলধন লাভ, ব্যবসা এবং কৃষি আয় এবং অন্য যে কোনও অতিরিক্ত উৎসের মতো রাজস্ব প্রবাহ ঘোষণা করতে হবে। লেখা শেষ হলে 'সেভ অ্যান্ড কন্টিনিউ'-এ ক্লিক করে এগিয়ে যান। ৬. বিনিযয়োগ ছাড়ঃ এই বিভাগে সঞ্চয় সনদ, ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) সাধারণ প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বীমা প্রিমিয়াম ইত্যাদির মতো বিনিয়োগের কথা বলা হয়েছে  এবং ছাড়ের জন্য অনুমোদিত বিনিয়োগ গণনা করা হয় । এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ দিতে হবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বোতামে ক্লিক করতে হবে। ৭. ব্যয়ঃ মোট আয়ের তুলনায় মোট ব্যয় এই বিভাগে পর্যালোচনা করা হবে। খাদ্য, শিক্ষা, বাসস্থান, পরিবহণ ইত্যাদির মতো একাধিক বিভাগের খরচ প্রয়োজন অনুযায়ী কভার করা হবে। ৮. কর এবং পরিশোধঃ অগ্রিম কর এবং যে কোনও উৎস কর (টিডিএস) প্রদান করা হলে এই বিভাগে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করা হবে। যদি আয় কোনও কর বহন করে না, তবে প্রদেয় পরিমাণ শূন্য হয়, যার ফলে 'জিরো রিটার্ন' হয়। ৯. রিটার্ন ভিউঃ প্রদত্ত তথ্যের মাধ্যমে এখন পর্যন্ত প্রস্তুত রিটার্ন ফর্মটি এই বিকল্পের মাধ্যমে পর্যালোচনা করা যেতে পারে। যদি সবকিছু সঠিক বলে মনে হয়, তাহলে যাচাইকরণ এবং স্বাক্ষর বিভাগের অধীনে হ্যাঁ বোতামে ক্লিক করুন। ১০. স্বীকৃতি প্রাপ্তীঃ সফলভাবে জমা দেওয়ার পরে, একটি বার্তা নিশ্চিত করে, "অভিনন্দন! আপনার রিটার্ন জমা দেওয়া সফল হয়েছে। এখান থেকে আমরা আমাদের রেকর্ডের জন্য রেফারেন্স আইডি এবং স্বীকৃতি রসিদ ডাউনলোড করতে পারি। আয়কর রিটার্ন প্রক্রিয়া এখন সম্পূর্ণ। এখন কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন বা ফর্মের একটি অনুলিপি প্রিন্ট করে সরাসরি আয়কর বিভাগে মেল করতে পারেন।  যেহেতু সম্প্রতি আয়কর আইন সংশোধন করা হয়েছে, তাই এর সরলীকরণের পাশাপাশি জটিলতাও যুক্ত করা হয়েছে। এই বিবরণগুলি বোঝা এবং ট্যাক্স ফাইল রিটার্ন প্রস্তুত করা একজন করদাতার পক্ষে সহজ কাজ নয়। সেই কারণে, ই-রিটার্ন একটি নিরাপদ বিকল্প হতে পারে। কয়েকটি ক্লিকের মাধ্যমে, এনবিআর অফিস এবং আইনজীবীদের কাছে যাওয়ার কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে ট্যাক্স ফাইল রিটার্ন করা যেতে পারে। ই-রিটার্ন বিকল্পের মাধ্যমে, একটি বোঝা কাঁধে থেকে সরে যাবে এবং করের নিয়ম ও বিধিমালা মেনে চলাও নিশ্চিত করা যেতে পারে। প্রযুক্তির এই যুগে বাস করা যেখানে আমাদের এক ক্লিক বড় পার্থক্য তৈরি করতে পারে যদি আমরা এখনও ট্যাক্স রিটার্ন প্রস্তুতির জন্য একজন আইনজীবীর উপর নির্ভর করি, তাহলে আধুনিকীকরণের কী লাভ? এখন না হলে, কখন?

    আইন-আদালত

    সব দেখুন
    ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন স্থগিত
    ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (৬ মে) বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।শূন্য হওয়া এ আসনে আগামী ৫ জুন ভোট গ্রহণের কথা ছিল। হাইকোর্টের এই আদেশেরে ফলে আপাতত সেখানে নির্বাচন হচ্ছে না।গত  ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। পরে ২৩ এপ্রিল নির্বাচন কমিশন ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। প্রতীক বরাদ্দ ১৭ মে ও ভোট হবে ৫ জুন। রির্টার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ারদার‌।আরইউ

    প্রবাস

    সব দেখুন
    ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৮৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
    ভূমধ্যসাগরে সংকটাপন্ন অবস্থায় শুক্রবার (৩ মে) সন্ধ্যায় বাংলাদেশিসহ ৮৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির মানবিক সংস্থা ‘ইমার্জেন্সি’ এর উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট।  শনিবার (৪ মে) ইমার্জেন্সি জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীরা উদ্ধারের ২০ ঘণ্টা আগে লিবিয়ার জাওয়াইয়া উপকূল থেকে রওনা হয়েছেন। ছোট নৌকায় গাদাগাদি করে উঠেছিলেন তারা। নৌকাটিতে খাবার ও কোনো পানীয় ছিল না বলেও জানিয়েছে ইমার্জেন্সি।উদ্ধারকারী জাহাজটি যখন দুর্দশাগ্রস্ত নৌকাটির কাছে পৌঁছায়, তখন উদ্ধারকর্মীরা দেখতে পান নৌকাটিতে পানি উঠছিল। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নারী ও শিশু এমনকি সন্তানসম্ভবা নারীও ছিলেন।ইমার্জেন্সির একজন নার্স বলেন, ‘উদ্ধারের ক্ষেত্রে আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থার দিকে আগে নজর দিয়েছি। চার মাসের এক অন্তঃসত্ত্বা নারী ও ডায়বেটিস আক্রান্ত এক শিশুকে আমরা আগে উদ্ধার করি।’এসএফ

    লাইফস্টাইল

    সব দেখুন
    সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে যেভাবে বুঝবেন
     অনেক সময়ে চুলায় রান্না করতে করতেই হঠাৎ সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। আর এতেই সিলিন্ডার ব্যবহারকারীদের বিড়ম্বনায় পড়তে হয়। এলপিজি সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে, তা বোঝা সহজ নয়। গ্যাসের পরিমাণ বুঝতে কেউ সিলিন্ডারের ওজন মাপেন। কেউ আবার আগুনের রঙ নীল না হলুদ তা দেখে বোঝার চেষ্টা করেন যে, কতটা গ্যাস বাকি আছে। কিন্তু এসবের বাইরেও রয়েছে এমন এক পদ্ধতি, যা অত্যন্ত সহজ ও কার্যকর।বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কতটা গ্যাস বাকি আছে, তা বুঝতে দরকার শুধু এক টুকরো ভেজা ন্যাকড়ার। একটি ভেজা ন্যাকড়ার পানি ভাল করে ঝরিয়ে নিয়ে সেই ন্যাকড়াটি পেঁচিয়ে দিতে হবে সিলিন্ডারের গায়ে। এরপর মিনিট খানেক অপেক্ষা করলেই দেখা যাবে ন্যাকড়ার কিছুটা অংশ ভিজা থাকলেও কিছুটা অংশ শুকিয়ে যাবে। যে অংশটুকু ভিজা থাকবে, বুঝে নিতে হবে সেইটুকুই গ্যাস অবশিষ্ট রয়েছে সিলিন্ডারে।কিন্তু কেন এমন হয়? বিশেষজ্ঞদের মতে, রান্নার সিলিন্ডারে ভরা থাকে এলপিজি বা লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস। এই গ্যাসে ভরা অংশের উষ্ণতা খালি অংশের তুলনায় কিছুটা হলেও কম থাকে। ফলে এই অংশে জড়িয়ে রাখা ভিজা কাপড় তুলনামূলকভাবে দ্রুত শুষ্ক হয় ও বাকি অংশটি ভিজা থেকে যায়।এমএইচ

    Loading…