এইমাত্র
  • কপালে ব্যান্ডেজ নিয়ে ইফতার পার্টিতে মমতা
  • কুড়িগ্রামের খাবার খেয়ে খুশি ভুটানের রাজা
  • বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড
  • নিরস্ত্র ২ ফিলিস্তিনিকে হত্যার পর বালিচাপা দিল ইসরায়েলি সেনারা
  • ভারত থেকে পেঁয়াজ আসছে শুক্রবার!
  • দিনে ৭৮ কোটির বেশি মানুষ অভুক্ত, অথচ নষ্ট হয় ১০০ কোটির খাবার: জাতিসংঘ
  • বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়: কাদের
  • প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
  • কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভুটানের রাজা
  • ‘বিএনপির নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি কিনেন না’
  • আজ শুক্রবার, ১৪ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪
    দেশজুড়ে

    শেরপুরে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১০:০৩ পিএম
    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১০:০৩ পিএম

    শেরপুরে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১০:০৩ পিএম

    শেরপুরের নালিতাবাড়ীতে লোকালয় থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করে ও পরে বনে অবমুক্ত করা হয়েছে।

    শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাতিপাগার নাকুগাঁও বনে বানরটি অবমুক্ত করা হয়। মধুটিলা রেঞ্জের বনকর্মকর্তা রফিকুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নানের বাড়ীর একটি গাছে অদ্ভুদ আকৃতির বন্যপ্রাণী দেখতে পান গ্রামের লোকজন। পরবর্তীতে স্থানীয়রা গাছের ঢাল থেকে বন্যপ্রাণীকে নামিয়ে খাঁচায় বন্ধি করে রাখেন। বিষয়টি জানাজানি হলে কেউ একজন তৎক্ষনাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে রাতে থানা পুলিশ নাকুগাও স্থলবন্দরের চারআলী বাজার থেকে অক্ষত অবস্থায় বানরটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৯৯-এ ফোন পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বানরটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করার জন্য রাতেই বনবিভাগের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

    মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মূলত খাদ্যের সন্ধানে লজ্জাবতী বানরসহ নানা বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। মানুষ এসব বন্যপ্রাণীদের হঠাৎ দেখে আতঙ্কিত হয়ে পড়েন বা আমাদের ফোন করেন। আমরা গিয়ে এসব প্রাণীদের উদ্ধার করে এবং প্রয়োজনীয় সেবা-শুশ্রæষা করে পুনরায় বনে ছেড়ে দেই।

    তিনি আরও জানান, উদ্ধার হওয়া বানরটি স্বাভাবিক এবং সুস্থতা অবস্থায় সন্ধ্যায় এলাকাবাসির উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়।

    শেরপুরের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার সময়ের কন্ঠস্বরকে বলেন, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় লজ্জাবতী বানরকে ‘বিপন্ন’ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত প্রাণী।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…