এইমাত্র
  • কপালে ব্যান্ডেজ নিয়ে ইফতার পার্টিতে মমতা
  • কুড়িগ্রামের খাবার খেয়ে খুশি ভুটানের রাজা
  • বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড
  • নিরস্ত্র ২ ফিলিস্তিনিকে হত্যার পর বালিচাপা দিল ইসরায়েলি সেনারা
  • ভারত থেকে পেঁয়াজ আসছে শুক্রবার!
  • দিনে ৭৮ কোটির বেশি মানুষ অভুক্ত, অথচ নষ্ট হয় ১০০ কোটির খাবার: জাতিসংঘ
  • বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়: কাদের
  • প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
  • কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভুটানের রাজা
  • ‘বিএনপির নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি কিনেন না’
  • আজ শুক্রবার, ১৪ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪
    খেলা

    সব গুঞ্জন ছাপিয়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে গেলেন লিওনেল মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৩, ১১:৪৭ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৩, ১১:৪৭ এএম

    সব গুঞ্জন ছাপিয়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে গেলেন লিওনেল মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৩, ১১:৪৭ এএম

    সব গুঞ্জনের ইতি টেনে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ সিদ্ধান্ত নিতে তাকে কঠিন পরীক্ষার মধ্যেই পড়তে হয়েছে। তবে কয় বছরের চুক্তিতে তিনি সেখানে যাচ্ছে সে বিষয়ে কিছু বলেননি।

    সৌদি আরবের ক্লাব আল হিলালের বড় অঙ্কের প্রস্তাব ঠুকরে দেয়া সহজ ছিল না। সেই সঙ্গে তাড়না ছিল পুরোনো ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছাটাও। শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামিকে।

    বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় স্প্যানিশ অউটলেট স্পোর্তো ও মুন্দো দিপোর্তিভোকে দেয়া সাক্ষাতকারে ইন্টার মিয়ামিতে যোগদানের বিষয়টি মেসি নিজেই নিশ্চিত করেন।

    সাক্ষাতকারে মেসি বলেন, আমি বার্সেলোনায় ফিরছি না, আমি ইন্টার মিয়ামিতে যাচ্ছি।

    এদিকে মেসির ঘোষণার পর ইন্টার মিয়ামিও অফিসিয়ালি তাদের টুইটার হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে।

    মেসির পিএসজি ছাড়ার খবর আগেই জানা গিয়েছিল। ৩৫ বছর বয়সী মেসি এ ফুটবলারকে দলে ভেড়ানোর দৌড়ে ছিল তিনটি ক্লাব। তার (মেসি) সাবেক ক্লাব বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল হিলাল ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি।

    এর মধ্যে আল হিলালের মোটা অঙ্কের আর্থিক প্রস্তাব ও বার্সাকে ঘিরেই বেশি গুঞ্জন রটে ছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে শেষ পর্যন্ত মায়ামিমুখীই হয়েছেন কাতার বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইন।

    সাক্ষাৎকারে মেসি বললেন, আমি মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চুক্তি সম্পন্নের কাজ এখনও শতভাগ শেষ হয়নি। কিছু বিষয় এখনও বাকিও আছে। তবু এ পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছি আমি।

    মায়ামিকে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন আকাশি-নীল শিবিরের এ অধিনায়ক। মেসির দাবি, আমি ইউরোপ ছাড়তে চেয়েছি। এটা সত্য যে আমার সামনে অন্য ইউরোপিয়ান দলের প্রস্তাবও ছিল। তবে সেটা নিয়ে একদমই ভাবিনি। কারণ, ইউরোপে খেললে শুধু বার্সেলোনায় যেতাম।

    মেসির মতে, আমি বার্সেলোনাতেই ফিরতে চেয়েছিলাম। তবে এই ভয়ও ছিল, আগের ব্যাপারটা আবারও ঘটতে পারে।

    বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইনের মন্তব্য, বিশ্বকাপ জিতেছি আর বার্সেলোনায়ও যেতে পারছি না, এমন পরিস্থিতিতে ফুটবলে ভিন্ন রূপে বাঁচতে এবং দৈনন্দিন জীবনকে আরও উপভোগ করতে এখন এমএলএসে যাওয়াকে সঠিক মনে হয়েছে।

    এদিকে ইন্টার মায়ামিতে চুক্তির অংশ হিসেবে অ্যাপল ও অ্যাডিডাসের সঙ্গে মুনাফা ভাগাভাগির সুযোগ পাচ্ছেন মেসি।

    এর আগে, স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন লিওনেল মেসি। বেতন নিয়ে ঝামেলায় ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে ফরাসি জায়ান্টদের সঙ্গে তার সম্পর্ক দুই বছরও টেকেনি। প্যারিসের ক্লাবটিতে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। ফলে মাত্র ২২ মাসের ব্যবধানেই প্যারিস ছাড়ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এ ফরোয়ার্ড।

    যদিও অনেক আশা-ভরসা নিয়েই পিএসজিতে এসেছিলেন মেসি। মেসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখেছিল পিএসজি। তবে এর কিছুই পূরণ হয়নি, অধরাই থেকে গেছে। এ ছাড়া মাঠের বাইরের নানান ইস্যুতেও মেসির সঙ্গে পিএসজির সম্পর্কে টানাপোড়নের বিষয়টি বারবার উঠে আসে গণমাধ্যমে।

    এ ছাড়াও ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির প্রতি ফরাসি সমর্থকদের ক্ষোভ প্রকাশ্যে আসে। প্রায় প্রত্যেকটি ম্যাচেই মেসিকে দুয়ো দিয়েছেন পিএসজির সমর্থকরা। মেসির বিদায়ী ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। গ্রহের অন্যতম সেরা ফুটবলার হিসেবে যে সম্মানটুকু প্রাপ্য মেসির, সেটি কখনোই পিএসজিতে পাননি তিনি।

    পিএসজির জার্সিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচ খেলেছেন মেসি। ৭৫ ম্যাচে ৩২ গোলের পাশাপাশি ৩৫ অ্যাসিস্ট করেছেন তিনি। বিদায় বেলায় দলকে লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন এ সুপারস্টার।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…