দেশের সব জেলায় 'মা' সিনেমা নিয়ে যাচ্ছেন ছবির নির্মাতা অরণ্য আনোয়ার। এর আগে গত মাসে রাজধানীর দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ছবিটি। আজ গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘মা’। সেখানে প্রতিদিন ছবিটির একটি করে শো প্রদর্শন করা হবে।
ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন অভিনেত্রী পরীমণিও। ছেলে রাজ্যের ১০ মাস উদযাপন সেরে তিনি সিলেটে যাবেন।
এ প্রসঙ্গে পরীমণি সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমি আগামীকাল রবিবার সিলেটে যাব। দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করব।
ছবি নিয়ে জেলায় জেলায় যাওয়ার পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা বলেন, 'সত্যি বলতে ঢাকায় ছবিটা মুক্তি দিয়ে আমি সন্তুষ্ট নই। যতটা সাড়া প্রত্যাশা করেছিলাম, সেটা পাইনি। কিন্তু সিলেটে এসে সেই আভাস পাচ্ছি। আমি প্রত্যেকটি জেলায় ছবিটা নিয়ে যাব। প্রেক্ষাগৃহে, শিল্পকলা একাডেমি কিংবা টাউন হল-যেখানে যা পাই, সেখানেই প্রদর্শনী করব।'
এর আগে গত মাসে কান উৎসবের ৭৬তম আসরে মার্শে দ্যু ফিল্মে ‘মা’ ছবির প্রিমিয়ার হয়েছে। 'মা' ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এ ছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে অরণ্য পুলকের (এপি) ব্যানারে।