এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    আমি শুধু বলতে পারি শাকিব খান সুপারস্টার: জিয়াউল ফারুক অপূর্ব

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ০৩:২৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ০৩:২৯ পিএম

    আমি শুধু বলতে পারি শাকিব খান সুপারস্টার: জিয়াউল ফারুক অপূর্ব

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৪ অক্টোবর ২০২৩, ০৩:২৯ পিএম

    জিয়াউল ফারুক অপূর্ব। ছোট পর্দায় কেউ তাকে রাজকুমার, আবার কেউ তাকে বলেন রোমান্টিক নায়ক। দেশের নাটকে যখন তার চাহিদা তুঙ্গে তখনই ঘোষণা দিলেন সিনেমার। এর আগে দেশের সিনেমাতেও দেখা গিয়েছিল অভিনেতাকে তবে এবার তিনি কাজ করছেন কলকাতার সিনেমায়। সিনেমার শিরোনাম 'চালচিত্র'। এতে তাকে খলচরিত্রে দেখা যাবে।

    'চালচিত্র' সিনেমাটির কাজ করতে আপাতত ওপার বাংলায় আছেন অপূর্ব। নিজের ক্যারিয়ার ও ছবিটি নিয়ে কথা বলেছেন সেখানকার এক পত্রিকায়। আর সেটা বলতে গিয়েই চলে এসেছে শাকিব খানের বিষয়টিও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার মুখোমুখি হত অপূর্ব। অভিনেতাকে প্রশ্ন করা হয়- বাংলাদেশে বড় পর্দার হিরো বলতে কি শুধুই শাকিব খান? জবাবে তিনি জানান,"এগুলো নিয়ে কথা বলতে চাই না। পরবর্তী প্রশ্নতে চলে যাওয়াই সমীচীন। (একটু থমকে...) আমি শুধু বলতে পারি তিনি, 'সুপারস্টার'। এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখতে দম লাগে। সেই সম্মান তাঁর প্রাপ্য। কেউ কারও থেকে কম বা বেশি নয়। সবার জীবনে উত্থান-পতন থাকে। আজ যে 'সুপারস্টার', ভবিষ্যতে অন্য কেউ সেই জায়গা নেবে।"

    অন্যদিকে গত ঈদে 'সুড়ঙ্গ' নিয়ে কলকাতায় গিয়েছিলেন আফরান নিশো। তার বেশ কিছু মন্তব্য সমালোচিত হয়। অপূর্বর কাছে নিশো প্রসঙ্গে করা হয় প্রশ্ন।

    জানতে চাওয়া হয়, তাঁদের চেহারা নিয়ে তাঁর কোনও বিড়ম্বনা পড়তে হয়েছে কিনা! অপূর্ব বলেন, 'বিড়ম্বনায় নিশোকে পড়তে হয়েছে। প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকত। ওকে বেশ ভুগতে হয়েছে তার জন্য। থ্যাঙ্ক গড যে ও নিশো হয়ে উঠতে পেরেছে। আসলে নিশোকে নিয়ে এসেছিলাম আমি। অভিনেতা হওয়ার আগে থেকে আমরা বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখনই রাকাত ভাইকে বলি ওকে নাটকে নেওয়ার কথা। তার পর মাঝে অন্য কাজে ব্যস্ত ছিল। এখন আবার কাজ শুরু করেছে।'

    প্রতিম ডি গুপ্ত পরিচালিত 'চালচিত্র'র ছবির মাধ্যমে কলকাতায় অর্পূবের হাতেখড়ি হতে চলেছে। প্রথম ছবিতেই প্রেমের খোলস ছেড়ে খলচরিত্রে তিনি।

    চরিত্র নিয়ে এ অভিনেতা বলেন, 'আগেভাগে কিছুই বলতে চাই না। তবে গল্পের অনেকগুলো সাব প্লট আছে। আমি আসলে সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। কিন্তু কী বলতে কী বলব, তাই চুপ করে আছি।'

    'চালচিত্র' ছবির মাধ্যমে চঞ্চল চৌধুরী-মোশারফ করিমের পর কলকাতার পর্দায় অভিষেক হবে অপূর্বর। জানা যায়, ছবিতে আছেন টলিউডের বেশ কয়েকজন নায়ক-নায়িকা।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…