কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বভাবকবি রাধাপদ রায়ের ওপর হামলাকারী রফিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) দুপুর দেড়টায় কুড়িগ্রাম সদরের শাপলা চত্বর এলাকায় গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, দুপুর দেড়টায় কুড়িগ্রাম সদরের শাপলা চত্বর এলাকায় একটি অটোরিকশা থেকে নাগেশ্বরী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক জানান, রাত থেকে পুলিশের একটি টিম আসামি গ্রেপ্তারের জন্য কাজ করছিল। সকালে খবর মেলে অটোরিকশা যোগে মুল আসামি পালানোর চেষ্টা করছে। পরে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বর এলাকা থেকে অটোরিকশা সার্চ করে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশ সুপার কার্যালয়ে আছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, প্রতিবেশী রফিকুল ইসলাম নামে যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। কি কারণে হামলা করেছে নিশ্চিত করে বলতে পারেন নি। তবে প্রায় ছয় মাস আগে রফিকুলের বড় ভাইয়ের সঙ্গে কবির বাগবিতণ্ডা হয়েছে। সে কারণে হামলার শিকার হতে পারেন বলে ধারণা করছেন তিনি। রফিকুল ওই ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছিলেন রফিকুল।
হামলার ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত যুবকের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
এফএস