আগামীকাল ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। প্রতিযোগিতার ঐতিহ্য অনুযায়ী মূল লড়াইয়ের আগের দিন অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক নিয়ে 'ক্যাপ্টেন্স মিট' অনুষ্ঠান। আর এই প্রোগামেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বিপত্তি বাঁধায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি ক্যাপশন।
বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে 'ক্যাপ্টেন্স মিট' নামক অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। সেখানেই অন্যান্য অধিনায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিবও। সেখানে সাকিবকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে আইসিসি।