এইমাত্র
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • যশোরে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন
  • চুরি করতে গিয়ে বোনের শাশুড়িকে জবাই করে হত্যা
  • আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক
  • যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত: হামাস
  • কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না: কাদের
  • জীবনের শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন শাফিন
  • ট্রেন চলাচলের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: রেলওয়ে
  • এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত
  • আজ শনিবার, ১১ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে অটিজম শিশুদের মানসিক ও শারিরীক বিকাশে কাজ করছে নন্দন

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম
    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম

    লক্ষ্মীপুরে অটিজম শিশুদের মানসিক ও শারিরীক বিকাশে কাজ করছে নন্দন

    রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম

    লক্ষ্মীপুরে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল। গত ১বছর যাবত তারা শিক্ষা কার্যক্রম সহ নানান মুখী উদ্যোগ গ্রহন করেছে। তাদের এমন কার্যক্রমে প্রশংসায় ভাসছে সুধী মহলে।

    জানা যায়, ২০২২সালে লক্ষ্মীপুরে শহরের আব্দুল গনি হেড মাস্টার রোডে নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল প্রতিষ্ঠিত হয়। শুরুতে নানান প্রতিকূলতার সম্মুখিন হলেও বর্তমানে অনেকেই এগিয়ে এসেছেন। তাছাড়া সময়ের ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে প্রায় ৭০জন শিক্ষার্থী বিভিন্ন শ্রেনীতে অধ্যায়ন করছে। রয়েছে ৮জন শিক্ষক। প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রাক-প্রাথমিক শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা, শারিরীক ও মনোসামাজিক পরামর্শ শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, ফিজিওথেরাপী সেবা ও পুনর্বাসন ব্যবস্থা।

    অভিভাবকরা বলছেন, নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল প্রতিষ্ঠিত হওয়াতে তাদের সন্তানদের সুবিধা হয়েছে। এখানে অটিজম শিশুদের যেভাবে পরিচর্চা প্রয়োজন সবটুকুই পাচ্ছে। এ ছাড়া এই প্রতিষ্ঠানে এসে বেশির ভাগ শিশুরই পরিবর্তন হচ্ছে।

    প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাসরিন আক্তার জানান, ৮জন শিক্ষক নিয়মিত অটিজম ও বিশেষ চাহিদা সম্পূন্ন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে কাজ করছে। এটি যদিও একটি চ্যালেঞ্জ, তারপরও শিক্ষকরা সব কিছু মানিয়ে নিচ্ছেন। প্রায়ই শিশুদের দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন। শিক্ষকদের প্রচেষ্টায় অনেক শিশুর আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে। আশা করি আমরা ভালো কিছু করবো।

    নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক রাজু আহমেদ বলেন, নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল লক্ষ্মীপুরের অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রথম প্রতিষ্ঠান। শুরু থেকেই আমরা অনেকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এখনও আমাদের নানান প্রতিকূলতার মধ্যে পার করতে হচ্ছে। তারপরও আমরা থেমে নেই। অটিজম ও বিশেষ চাহিদা সম্পূন্ন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেক্ষেত্রে সকলকে এগিয়ে আশার আহবান তার।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…