নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পদ্মা রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া আরও জানান, নিহত যুবকের পরনে খয়েরি গেঞ্জির ওপর গাঢ় নীল রঙের ফুল হাতা শার্ট, একটি ট্রাউজার প্যান্ট এবং পায়ে জুতা রয়েছে। মুখে হালকা চাপ দাঁড়ি ও গোঁফ রয়েছে। একটি হাত ভাঙ্গা। ধারণা করা হচ্ছে, পদ্মা রেল সেতুর ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, যুবকের লাশ উদ্ধারের বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে রয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
এআই