এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঘুষ গ্রহণের সময় দুদকের হানা, আটক পাসপোর্ট অফিসের কর্মকর্তা

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম
    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম

    ঘুষ গ্রহণের সময় দুদকের হানা, আটক পাসপোর্ট অফিসের কর্মকর্তা

    রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম

    ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌরশহরের বাজারপাড়া এলাকার জেলখানার পেছন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

    দুদক জানায়, পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করেন। ভুক্তভোগী ঘুষ চাওয়ার বিষয়টি জানালে এই অভিযান পরিচালনা করেন দুদক।

    ভুক্তভোগী মিরানা মাহজাবিন সরকার বলেন, পাসপোর্ট অফিসে আমি একটি আবেদন করি। আবেদনের সমস্যা সমাধানের জন্য তারা আমাকে বারবার ঘুরায়। পরে তারা আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। বিষয়টি আমি দুদককে লিখিতভাবে অভিযোগ করি। তারপরে তাদের কথামত ২০ হাজার টাকা আজ এখানে নিয়ে আসি। টাকা দেওয়ার সময় তারা তাকে হাতেনাতে আটক করেন।

    দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, নতুন কমিশনের প্রথম অভিযান এটি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি গোপন টিম সেই এলাকায় অবস্থান নেই। ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিবে বলে জানান কর্মকর্তারা। আজ দুপুরে টাকা নিতে আসলে তাকে আমরা হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, তার ঘুষ গ্রহণের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…