এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    রাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র বিভ্রান্তি, দুর্ভোগে শিক্ষার্থীরা

    আলিম খান, রাবি প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম
    আলিম খান, রাবি প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

    রাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র বিভ্রান্তি, দুর্ভোগে শিক্ষার্থীরা

    আলিম খান, রাবি প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ০৭:৪০ পিএম

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় শহরে হবে। এ বছর পরীক্ষার্থীরা চূড়ান্ত আবেদন জমা দিয়েছে, কিন্তু আসন বরাদ্দ নিয়ে অভিযোগ উঠেছে। এক বিভাগের ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে নিজের বিভাগের পরিবর্তে অন্য ক্যাম্পাসে আসন দেয়ার ফলে অসুবিধা হয়েছে।

    ভাগ বিভাজনের জন্য বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিটি সেন্টারের পরিচালক ড. সাইফুল ইসলাম বলেন, “কিছু প্রতিষ্ঠানে আসন কম এবং সেখানে বেশি আবেদন এসেছে, আবার যেখানে আসন বেশি আছে সেখানে কম আবেদন হয়েছে। তাই মেরিট অনুযায়ী আসন বরাদ্দ করা হয়েছে। এখন এক শিফটে বিকল্প ব্যবস্থা নেওয়া খুব কঠিন, তবে ভবিষ্যতে এ ব্যাপারে কাজ করা হবে।”

    শিক্ষার্থী শাহিন লাষ্কর বলছেন, “খুলনা বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থী চট্টগ্রামে আসন পেয়েছে, আর রংপুর ও রাজশাহীর ভর্তিচ্ছুও চট্টগ্রামে আসন পেয়েছে। এতে অসুবিধা বাড়ে। বিকেন্দ্রীকরণ করলে সুবিধা হবে কি?”

    আইসিটি সেন্টারের তথ্য অনুযায়ী, এ ইউনিটে ৯৬,১৬২, বি ইউনিটে ৪২,৪৩৩ এবং সি ইউনিটে ৯৮,৮২০ জন চূড়ান্ত আবেদন করেছেন। অভিন্ন পরীক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২,৩০,০৯৪ জনে। পাঁচটি বিভাগীয় শহরে ৮টি পরীক্ষার কেন্দ্র আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮,৭০০টি আসন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অগ্রণী স্কুলে ‘সি’ ইউনিটের জন্য অতিরিক্ত ১,৮০৮টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩,২৬৩টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫,০৫০টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩,০৮০টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৭,২০০টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২,৪১৯টি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭,৩০০টি আসন বরাদ্দ করা হয়েছে।

    উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীনও জানান, সমস্যা নিয়ে তথ্য সংগ্রহ করে আইসিটি সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে যাতে দ্রুত সমাধান বের করা যায়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…