এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কালিয়াকৈরে সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ২০টি শ্রমিক পরিবার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০১:৫৯ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০১:৫৯ এএম

    কালিয়াকৈরে সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ২০টি শ্রমিক পরিবার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০১:৫৯ এএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প উত্তরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    বুধবার (০৫ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে তাইজুদ্দিনের একটি ভাড়া কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। এতে দুইটি বাড়ির ২০টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

    খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বিকেলে তাইজুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া রতন মিয়ার কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, পাশের রফিকুল ইসলামের বাড়িতেও আগুন ধরে যায়।

    এ ঘটনায় দুইটি বাড়ির পোশাক শ্রমিকদের ভাড়া কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। কক্ষগুলোর আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, পোশাকসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়ারা কিছুই বের করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    ভুক্তভোগী ভাড়াটিয়া শাহ আলম মিয়া বলেন, বিকেল সাড়ে চারটার দিকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। আমরা মালামাল বের করার সুযোগ পাইনি। আমার কক্ষে থাকা স্বর্ণালংকার, নগদ ৩৭ হাজার টাকা, আসবাবপত্র কিছুই রক্ষা করতে পারিনি। এখন পরনের কাপড় ছাড়া আর কিছু নেই।

    কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর (ইনচার্জ) ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…