এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সমন্বয়ক পরিচয়ে অপকর্ম: গণপিটুনি দিয়ে থানায় দিল জনতা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ০৭:৩৮ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ০৭:৩৮ এএম

    সমন্বয়ক পরিচয়ে অপকর্ম: গণপিটুনি দিয়ে থানায় দিল জনতা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৭ মার্চ ২০২৫, ০৭:৩৮ এএম

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সমন্বয়ক পরিচয়ে এক রাজমিস্ত্রী প্রতিবেশীকে হাতুড়িপেটা করেছেন এক যুবক। পরে এ ঘটনায় অভিযুক্ত সেই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।

    বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড গীরছ ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত স্থানীয় নুরুল ইসলামের ছেলে জাহেদুল আলম গফুর বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেছে।

    পরে পুলিশ অভিযুক্ত মো. আবদুল কাদের (২৩) ও তার ভাই মো. ফাহিমকে (২১) গ্রেফতার করে একইদিন জেল হাজতে প্রেরণ করে। মামলার এজাহার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মূল অভিযুক্ত আবদুল কাদের নিজেকে সমন্বয়ক দাবি করে আসছিল। অথচ তিনি রাঙ্গুনিয়া সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্র এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। দেশের পট পরিবর্তনের পর নিজেকে বিএনপি কর্মী দাবি করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাকে।

    সম্প্রতি নিজেকে সমন্বয়ক দাবি করে থানার এক পুলিশ সদস্যকেও ফোন দিয়ে অনৈতিক আবদারের কল রেকর্ড ফাঁস হয় তার। একই দাবি করে গত ১৫-২০ দিন ধরে এলাকায় প্রতিনিয়ত দেশীয় অস্ত্রশস্ত্র হাতে ঘোরাফেরা করছিল এবং বিভিন্ন পেশাজীবীদের নানান হুমকি ধমকি দিয়ে যাচ্ছিল।

    সর্বশেষ বৃহস্পতিবার অভিযুক্ত আবদুল কাদের প্রতিবেশী রাজমিস্ত্রী গফুরের ঘরে লোহার কিরিচ হাতে প্রবেশ করে কুপিয়ে যখম করার চেষ্টা করে। তবে ভাগ্যক্রমে তার হাত থেকে কিরিচটি পরিবারের অন্যান্যরা কেড়ে নিয়ে নিলে প্রাণে রক্ষা পান তিনি।

    পরে কোমর থেকে লোহার হাতুড়ি বের করে রাজমিস্ত্রী গফুরকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর যখম করে। পরে তার ভাই ফাহিমও ঘটনাস্থলে গিয়ে কিরিচ দিয়ে আঘাত করলে ভুক্তভোগী গফুরের ডান পায়ে, হাতে এবং গলায় জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এবং রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক জাকির হোসেন বলেন, অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে থানায় মামলা দিলে আমরা তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি এবং জেল হাজতে প্রেরণ করি। এই ব্যাপারে আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…