এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সফিপুরে উচ্ছেদ অভিযানের কিছুক্ষণ পরই ফের হকারদের দখলে ফুটপাত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম

    সফিপুরে উচ্ছেদ অভিযানের কিছুক্ষণ পরই ফের হকারদের দখলে ফুটপাত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম

    গাজীপুরের কালিয়াকৈরের নাওজোড় হাইওয়ে পুলিশ মাঝেমধ্যেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল করে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে। তবে উচ্ছেদের কিছুক্ষণ পরই আবার সেই স্থানে ব্যবসা চালু হয়ে যায়। ক্ষুদ্র ব্যবসায়ীদের এই অনিয়ন্ত্রিত অবস্থার কারণে পথচারীরা চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন।

    শুক্রবার (০৭ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় শত শত ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান বসান। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই ব্যবসায়ীরা পুনরায় নিজ নিজ স্থানে দোকান বসিয়ে ব্যবসা শুরু করেন।

    ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর সাথে মহাসড়কে অটোরিকশা, ও অন্যান্য যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে যানজট আরও তীব্র হচ্ছে।

    পথচারী রহিম জানান, সামনে ঈদ থাকায় যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে হলে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ জরুরি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই অবস্থার উন্নতি না হলে ঈদের সময় মহাসড়কে তীব্র যানজট দেখা দেবে।

    অন্যদিকে, পল্লীবিদ্যুৎ এলাকাতেও সড়কের ওপর দোকান বসানোর একই চিত্র দেখা গেছে। পুলিশ অভিযান চালিয়ে ওইসব দোকানদারদের সরিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরই ব্যবসায়ীরা আবার দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পথচারী করিম জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। তা না হলে এই বিশৃঙ্খলা চলতেই থাকবে।

    এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন বলেন, মহাসড়কের পাশের ফুটপাত দখল করে দোকান বসালে পথচারীদের চলাচলে সমস্যা হয়, যানজট সৃষ্টি হয়। তাই ফুটপাত উচ্ছেদে অভিযান চলমান থাকবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…