এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভেদরগঞ্জে গ্রেফতার ৩ শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৭:৩৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৭:৩৯ পিএম

    ভেদরগঞ্জে গ্রেফতার ৩ শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৭:৩৯ পিএম

    শরীয়তপুরের ভেদরগঞ্জে অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। একই সঙ্গে তারা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে জড়িতদের বিচার দাবি করেছেন।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

    ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন আজাদ বলেন, “আমাদের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তারা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। স্কুলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে এ মামলা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ্য সদস্য সচিব সালেহ আকরাম বলেন, “একজন শিক্ষক কখনো চাঁদাবাজি করতে পারেন না। আমরা সুষ্ঠু তদন্তের দাবি জানাই এবং মিথ্যা মামলা দিয়ে থাকলে দোষীদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানাই।”

    এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি মো. পারভেজ হাসান সেলিম জানান, “বিষয়টি তদন্তাধীন। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, গত ৩ মার্চ সকালে ভেদরগঞ্জ থানা-সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরি (পিএসপি) হাইস্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে পুলিশ তিন শিক্ষককে গ্রেফতার করে। তারা হলেন, মহিষার দিগম্বরী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২) ও তপুর রায়হান (৪০)।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…