এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চিকিৎসা নিতে গিয়ে কবিরাজের হাতে ধর্ষণের শিকার নারী!

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:১২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:১২ পিএম

    চিকিৎসা নিতে গিয়ে কবিরাজের হাতে ধর্ষণের শিকার নারী!

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:১২ পিএম

    ময়মনসিংহের মুক্তাগাছায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আব্দুল খালেক (৬৫) নামে এক কবিরাজ। বিয়ের তিন বছরেও সন্তান না হওয়া এক নারীর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

    রোববার (১৬ মার্চ) ভোর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন।

    গ্রেপ্তারকৃত আসামি উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বড় বাজাইল গ্রামের নবিগঞ্জ বাজার এলাকার মৃত নসু খার ছেলে।

    মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (৩৬) মুক্তাগাছায় স্বামীকে নিয়ে বসবাস করেন। একই এলাকায় কবিরাজ হিসেবে খ্যাতি রয়েছে আব্দুল খালেকের। তার ঝাড়ফুঁক ও বিভিন্ন ওষুধ খেয়ে সব ধরনের রোগ ভালো হয় বলে প্রচারণা রয়েছে। কারও সন্তান না হলে কবিরাজের শরণাপন্ন হলে সন্তান হয়। এমন বিশ্বাসে ভুক্তভোগী এ নারী আব্দুল খালেকের বাড়িতে যাতায়াত করতেন। নিশ্চিত সন্তান হবে এমন আশ্বাসে কবিরাজকে ১৫ হাজার টাকাও দেন তিনি।

    ৮ মার্চ ভুক্তভোগী নারী আবারও কবিরাজের বাড়িতে যান। গিয়ে জানতে চান সন্তান হতে আর কতদিন সময় লাগতে পারে। এ সময় ওই নারীকে বুঝিয়ে একটি কক্ষে নেন কবিরাজ। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন।

    এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় ওই নারী ঘটনার মৌখিক অভিযোগ দেন। পরে লিখিত অভিযোগ নিয়ে রাতেই আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়।

    ওসি আরও জানান, ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি আব্দুল খালেককে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…