এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, ভুয়া র‍্যাব আটক

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৪৭ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৪৭ পিএম

    র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, ভুয়া র‍্যাব আটক

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৪৭ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে ভুয়া র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে জনতার হাতে আটক হয়েছেন হানিফ খান (৪৫) নামে এক সাবেক আনসার সদস্য।

    রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি করলে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

    আটক হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের বক্তার খানের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সাবেক আনসার সদস্য হানিফ খান মির্জাপুর উপজেলার তরফপুর চকবাজার এলাকায় একটি গুম ও হত্যা মামলার তদন্ত করতে যান। এক পর্যায়ে তিনি কৌশলে মামলার আসামির নিকট চাঁদা দাবি করেন। এ সময় তিনি ত্রিশ হাজার টাকায় হত্যা মামলা নিষ্পত্তি করে দেওয়ার প্রতিশ্রতি দেন। সন্দেহ হলে স্থানীয়রা তার পরিচয় জানতে চায়। প্রথমে তিনি টাঙ্গাইল র‌্যাব ১৪ এর সদস্য বলে দাবি করেন। জেরার মুখে তিনি সাবেক আনসার সদস্য বলে স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তার সঙ্গে থাকা সাবেক আনসার সদস্যের পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চত হোন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনতা তাকে পুলিশে সোপর্দ করেন।

    এ বিষয়ে তরফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার বলেন, কয়েকদিন পূর্বে আটককৃত ওই সাবেক আনসার সদস্য র‌্যাব পরিচয় দিয়ে মুঠোফোনে স্থানীয় কয়েকজনের নিকট চাঁদা দাবি করেন।

    এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, জনতার হাতে আটক র‌্যাব পরিচয় দেওয়া ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এনআই/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…