এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:৫৯ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:৫৯ এএম

    স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:৫৯ এএম

    কুমিল্লার লাকসামে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী ওই নারীর বাড়ি নোয়াখালীতে।

    পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) ওই দম্পতি লাকসামে তাদের আত্মীয়ের বাড়িতে আসেন। পরদিন ভোরে লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তারা। পথিমধ্যে চালক মো. মাসুদ তাদের স্বামী-স্ত্রী কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একপর্যায়ে তিনি অটোরিকশাটি লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। এরপর পরিকল্পিতভাবে ওই দম্পতিকে পাশের লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে গৃহবধূকে অপহরণ করেন অভিযুক্তরা।

    পুলিশ জানায়, অপহরণের পর ভিকটিমকে লাকসামের পাইকপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে মো. মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করেন। এরপর তাকে লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিছ আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে আবারও ধর্ষণ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ওই গৃহবধূকে উদ্ধার করা হয়।

    এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার লাকসাম থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দিনভর পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনের ছেলে মো. মাসুদ (২৩), বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩) ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

    বর্তমানে ভুক্তভোগী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

    লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, "ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার দিনভর অভিযান চালিয়ে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) তাদের আদালতে পাঠানো হবে।"

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…