এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সড়কে প্রাণ গেল ২ এইচএসসি পরীক্ষার্থীর, একজনের অবস্থা আশঙ্কাজনক

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম
    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম

    সড়কে প্রাণ গেল ২ এইচএসসি পরীক্ষার্থীর, একজনের অবস্থা আশঙ্কাজনক

    সাখাওয়াত হোসেন জুম্মা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম

    ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের রাজাপুর এসআর কেমিক্যালের সামনে মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখী সংঘর্ষে কামরুল ইসলাম শুভ (২০) ও হৃদয় সরকার (২০) নিহত হয়েছে। মোটরসাইকেলের আরেকজন আরোহী সাগর ইসলামের (২০) অবস্থা আশঙ্কাজনক। তাকে বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে।

    সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনয়িনের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ, সোলায়মান সরকারের ছেলে ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় সরকার ও মো. শাহিনের ছেলে সাগর ইসলাম ভোটার আইডি কার্ডের জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এসআর কেমিক্যালের সামনে পৌছালে বগুড়াগামী একটি কাভার্ডভ্যানের সাথে তাদের মুখোমুখী সংঘর্ষ হয়।

    এ সময় ঘটনাস্থলেই শুভ ও হৃদয় মারা যায় এবং সাগরকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারও অবস্থা আশঙ্কাজনক।

    এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছি এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বগুড়া পাঠিয়েছি। লাশ শানাক্তপূর্বক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…