এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পরিবহন শ্রমিকদের হামলায় ‘বৈষম্যবিরোধী’ ৩ ছাত্র আহত, আটক ৬

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম

    পরিবহন শ্রমিকদের হামলায় ‘বৈষম্যবিরোধী’ ৩ ছাত্র আহত, আটক ৬

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:৩২ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাকবিতণ্ডার জেরে মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিক-মালিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত হয়েছেন।

    রোববার (১৬ মার্চ) রাতে সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন, মোহাম্মদ মোয়াজ্জেম, ইরফান খান ও আলিফ মাহমুদ নাহিদ।

    আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় একটি মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মাইক্রোবাসটির পিছু নিয়ে উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে দেখতে পেয়ে আটক করে। খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেন। এসময় ছাত্র প্রতিনিধিরা মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন।

    এ নিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের লোকজন ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এসময় একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি হেলালের নেতৃত্বে স্ট্যান্ডের লোকজন লোকজন ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালান।

    হামলায় অন্তত তিনজন আহত হন। এর মধ্যে ইরফান খানকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, 'হামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসার জন্য মাইক্রো স্ট্যান্ডের সাতজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…