এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৪৩ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৪৩ এএম

    ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৪৩ এএম

    ফিলিস্তিনে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ গাজায় বর্বর গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে মিলিত হয়। পরে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়।

    এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলে সদর বাজারে লোকে লোকারণ্য হয়ে যায়।

    আলফাডাঙ্গা উপজেলার উলামা মাশায়েখ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সদর বাজারের চৌরাস্তায় এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আহসানুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান, খেলাফত যুব মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন ও তরুণ সমাজসেবক হাদী ইবনে জালাল প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে শান্তিচুক্তি ভঙ্গ করেছে, যা বিশ্বের মানুষের কলিজায় আঘাত করেছে। ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় নিরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এসব হামলা বন্ধের দাবি এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…