কুষ্টিয়ার মিরপুরে গরু বোঝাই ট্রাক, মোটরসাইকেল ও পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আরমান (৫৫) নামে এক গরু ব্যবসায়ী ও সজিব (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২১মার্চ) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর পৌরসভার তালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
নিহত গরু ব্যবসায়ী আরমান নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের মৃত আজিজুলের ছেলে ও মোটরসাইকেল চালক সজিব মিরপুর উপজেলার আমলা ইউপির কচুবাড়ীয়ার গোলাম হোসেনের ছেলে। সজিব দিশা এনজিওর পাবনার মুলাডুলিতে কর্মরত ছিলেন। সেখান থেকে বাড়ী ফেরার সময় দূর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে গরুবোঝাই ট্রাক সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকচালকসহ চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এবং মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গরুর ব্যবসায়ী আরমানের মৃত্যু হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, গরু বোঝাই ট্রাক, মোটরসাইকেল ও পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে আরমান ও সজীব নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এসআর