এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে: নাসির

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:১২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:১২ পিএম

    জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে: নাসির

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:১২ পিএম

    ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন বানচাল করতে দেশবিরোধী নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকতে হবে।

    শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আজ সুকঠিন ঐক্য গড়ে তুলেছে। অতিদ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে। ইনশাআল্লাহ্, সেই সরকারের নেতৃত্ব দিবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে এদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে।

    এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু'র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিল্টন উদ্দৌলা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমিনুর রহমান, সাবেক আহবায়ক ফারুক হোসেন কাজল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক হাদী জিয়াউর রহমান, পৌর কৃষদলের আহবায়ক শওকত হোসেন শান্ত, সদস্য সচিব রেজাউল করিম কালাম মুন্সি ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুজ্জামান রাব্বি প্রমুখ।

    ইফতার পূর্ব মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

    এসময় বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…