এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গার জীবননগরে রেললাইনে ফাটল, ধীর গতিতে ট্রেন চলাচল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:২৫ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:২৫ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগরে রেললাইনে ফাটল, ধীর গতিতে ট্রেন চলাচল

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১১:২৫ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে রেললাইনের জোড়ার মুখে ফাটল সৃষ্টি হয়েছে। এতে খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছুক্ষণ অবস্থান করে স্বাভাবিক গতি ছাড়া ধীর গতিতে ঘটনাস্থল ত্যাগ করেছে।

    রেল লাইনের উপর লাল রংয়ের নিশানা টাঙিয়ে মেরামত কাজ শুরু হয়েছে। রোববার বিকেল ৫ টার সময় জীবননগর উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেটের নিকট এই ঘটনা ঘটে। এর ফলে চুয়াডাঙ্গাসহ পার্শবর্তী রেলস্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।

    উথলী ঘোড়া মারা রেলগেটের গেটম্যান রায়হান আলী জানান, উথলী ঘোড়ামারা রেলগেটের নিকট রেল লাইনে জোড়ার মুখে ফাটল দেখা দেয়। স্থানীয়রা বিষয়টি জানালে দ্রুত রেল লাইনে জোড়া খুলে যাওয়ার স্থানে লাল কাপড়ের নিশানা টাঙিয়ে দেওয়া হয়।এরফলে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ধীর গতিতে ট্রেন চলাচল করতে থাকে।

    রেলওয়ে চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ জানান, জীবননগরের উথলীতে রেল লাইনের জোড়ার মুখে ফাটল দেখা গেছে। রেললাইনে জোড়ার মুখগুলো ঝালাই করা থাকে। সেখান থেকে ফাটল সৃষ্টি হতে পারে। মেরামতের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

    দ্রুত সময়ে ঝালাই এর মাধ্যমে লাইন জোড়া লাগানো সম্ভব হবে। খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল টেনটি ঘটনাস্থলের অদুরে দাঁড়িয়েছিল। খুলে যাওয়া রেল লাইনের জোড়ার মুখের স্থানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। ধীর গতিতে ট্রেনটি ঘটনাস্থল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করে। খুলে গেলেও ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। তিনি আরো জানান, ট্রেন এখন ধীর গতিতে চলাচল শুরু করেছে। মেরামতের পর ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…