এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নোয়াখালীতে ৩৬ কলেজ-মাদরাসায় ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:৫৩ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:৫৩ পিএম

    নোয়াখালীতে ৩৬ কলেজ-মাদরাসায় ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:৫৩ পিএম

    নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৩৬ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কমিটি ঘোষণার পর নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মিরা।

    সোমবার (২৪ মার্চ) বিকেলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা জেলার কবিরহাট ও বসুরহাট বাজারে এ আনন্দ মিছিল বের করে। কবিরহাট বাজারের মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবিরহাট জিরো পয়েন্টের সামনে সমাবেশে মিলিত হয়।

    এদিকে, কোম্পানীগঞ্জের বসুরহাট হাইস্কুল রোড থেকে একটি আনন্দ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মিরা। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুসরহাট জিরো পয়েন্টের সামনে সমাবেশে মিলিত হয়।

    কবিরহাটে সমাবেশে বক্তব্য রাখেন,কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম আকাশ, সহ-সভাপতি ইয়াছিন আরাফাত রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রনি, যুগ্ম-সম্পাদক মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ প্রমূখ। এদিকে, কোম্পানীগঞ্জের সমাবেশে বক্তব্য রাখেন,বসুরহাট সরকারি মুজিব কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সাইমুন ও সাধারণ সম্পাদক অরুপ মজুমদার।

    একাধিক ছাত্রদল নেতা জানান, যারা ছাত্রদলের পদ পেয়েছে তারা সবাই যোগ্য। নোয়াখালীর ইতিহাসে এই প্রথম এক সাথে এতগুলো কলেজ-মাদরাসায় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ছাত্রদলের নেতাকর্মিদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ঘোষিত কমিটি গুলোকে সাধুবাদ জানিয়েছেন। তবে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কলেজ গুলোতে এক কেন্দ্রীয় নেতার প্রেসক্রিপশনে কমিটি না হওয়ায় তার যোগসাজশে তার অনুসারীরা পদ বঞ্চিত গুটি কয়েক লোকজন বিক্ষোভ করেছেন। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

    উল্লেখ্য, রোববার ২৩ মার্চ রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পুর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…