এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ আটক ৩

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:৪৩ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:৪৩ এএম

    কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ আটক ৩

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১১:৪৩ এএম

    কক্সবাজার সদরের খুরুশকুল থেকে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    বিশেষ সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ মার্চ) বিকেলে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটে অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়, যাদের কাছ থেকে আরাকান আর্মির চিহ্নযুক্ত ৬০ জোড়া পোশাক উদ্ধার করা হয়েছে।

    আটকরা হলেন- সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌচলামুরা নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার মৃত রুস্তম আলীর মেয়ে মিনুয়ারা আক্তার (৩৩) ও পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিলের দিল মোহাম্মদের ছেলে ইকবাল হাসান (১৪)।

    সোমবার (২৪ মার্চ) রাতে এসব বিষয় নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

    র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর আসে কক্সবাজার সদর উপজেলা থেকে কিছু দুষ্কৃতিকারীর মাধ্যমে আরাকান আর্মির পোশাক রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছে। এর প্রেক্ষিতে রোববার বিকেল সাড়ে ৪ টায় খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাটের পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ জন নারীসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক, নগদ ৩৫ হাজার টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়। আর ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ (৫০) নামে একজন পালিয়ে যায়।

    তিনি আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তারা এই আরাকান আর্মি পোশাকগুলি তৈরি করে এবং বিভিন্ন অন্তরঘাতমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে।

    র‌্যাব জানান, আটক ব্যক্তিরা আরাকান আর্মির সঙ্গে সংযোগ রয়েছে কিনা, বা তারা এই পোশাক কোথায় ও কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাদের সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে, সে বিষয়েও তদন্ত চলছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…