এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    ঈদযাত্রায় চাপ নেই গাবতলীতে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:১১ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:১১ এএম

    ঈদযাত্রায় চাপ নেই গাবতলীতে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:১১ এএম

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। তবে ঈদযাত্রায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে নেই চিরচেনা সেই ভিড়। আজও দূরপাল্লার বাসে ডেকে-ডেকে যাত্রী নিতে দেখা যায়। তবে আগামী ২৮ তারিখ থেকে ঈদযাত্রার চাপ পড়বে বলে মনে করছেন বাসের টিকিট বিক্রেতারা।

    বুধবার (২৬ মার্চ) গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, প্রতিটি দূরপাল্লার বাস কিছু সিট খালি নিয়েই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তবে অন্যান্য বছরের মতো অতিরিক্ত ভাড়া নিতে দেখা যায়নি। সরকার নির্ধারিত ভাড়ায় গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা।

    ঈগল পরিবহনের গাবতলী কাউন্টারের দায়িত্বে থাকা শরীফ আহমেদ বলেন, এখনও ঈদের যাত্রীর চাপ পড়েনি। খুলনার জন্য বিকেলে একটি গাড়ি রেডি করেছিলাম। মাত্র ১০ জন যাত্রী পেয়েছি। যাত্রীর অভাবে পরে গাড়ির যাত্রা বন্ধ করা হয়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে।

    তিনি আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি এবং রাত ১২টার দিকে আরেকটি বাস খুলনার উদ্দেশে রওনা দেবে। আজ আমরা নিয়মিত যাত্রী পাচ্ছি। আগামী ২৮ তারিখ থেকে ঈদের যাত্রীর চাপ পড়বে।

    খুলনাগামী যাত্রী আনোয়ার হোসেন জানান, আজ অনেকগুলো বাস আছে, ভাড়াও নিয়মিত ভাড়া। যাত্রীর চাপ তেমন দেখিনি। সাড়ে ১০টার দিকে ছেড়ে যাবে ঈগল পরিবহনের একটি বাস। হয়ত কাল রাত থেকে যাত্রীর একটু চাপ পড়তে পারে।

    গাইবান্ধা যাওয়ার জন্য টার্মিনালে এসেছেন পিয়াংকা দাস নামে একজন নারী। তার সঙ্গে রয়েছেন দুই সন্তান ও শ্বশুর-শাশুড়ি। তারা আগে টিকিট কাটেননি। এসেই টিকিট কেটেছেন শ্যামলী এন আর ট্রাভেলসের। সহজে টিকেট পেয়ে খুব খুশি তারা। পিয়াংকা দাস বলেন, বাসা থেকে রওনা দেওয়ার সময় ভেবেছিলাম অনেক যাত্রী থাকবে, অনেক চাপ হবে। কিন্তু এখানে এসে তো অবাক হয়ে গেলাম। যাত্রীর কোনও চাপ নেই, কাউন্টারে-কাউন্টারে ডাকাডাকি করছে। যাত্রীর চাপ কম থাকার কারণে অনেকেই ডাকাডাকি করছেন।

    এদিকে ঈদকে কেন্দ্র করে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনালের জন্য ৪০ আসনবিশিষ্ট বাসের ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। সেখানে দেখা যায়, গাবতলী থেকে বরিশাল ৭১২ টাকা, গাবতলী থেকে পটুয়াখালী ৮১৯ টাকা, গাবতলী থেকে যশোর ৬৭৯ টাকা, গাবতলী থেকে বাগেরহাট ৮৯৩ টাকা, গাবতলী থেকে কালীগঞ্জ ৯৯৩ টাকা, গাবতলী থেকে সাতক্ষীরা ৯২০ টাকা, গাবতলী থেকে বেনাপোল ৭৩০ টাকা, গাবতলী থেকে কুষ্টিয়া ৬৭৬ টাকা ও গাবতলী থেকে মেহেরপুর ৭২৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    সোহাগ পরিবহনের গাবতলী ব্র্যাঞ্চের বুকিং অ্যাটেনডেন্ট মো. মেহেদি হাসান বলেন, গাবতলীর বাস টার্মিনাল হতে বিকাল থেকে পাঁচটি বাস পদ্মা সেতু ও আরিচা রোডে খুলনা ও বেনাপোল যাবে। গাড়িগুলোর সব আসন বুকিং হয়ে গেছে। সোহাগ ডট কমের মাধ্যমে ৪০টির মধ্যে প্রায় ২৫টি আসনের যাত্রী অনলাইনে টিকিট কেটে এসেছেন। ৩০ তারিখ পর্যন্ত শিডিউলের সব গাড়ির সিট বুকিং হয়ে গেছে।

    তিনি জানান, সোহাগ পরিবহনের বাসগুলো গাবতলী থেকে পদ্মা সেতু, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, যশোর, খুলনা, বেনাপোল রোডে চলাচল করে। নন এসি চেয়ারকোচে ঢাকা থেকে বেনাপোল ৭৫০ টাকা, খুলনা ৬৫০ টাকা (পদ্মাসেতু), যশোর ৬৫০ টাকা, গোপালগঞ্জ ৫০০ টাকা, মাগুরা ৫৮০ টাকা ভাড়া নিয়ে থাকি। প্রতিটি রুটেই সরকারের নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিয়ে থাকি।

    রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। প্রতিটি কাউন্টার থেকে যাত্রীদের ডাকা হচ্ছে। যেসব যাত্রীরা আসছেন, তারাও বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখেশুনে গন্তব্যে রওনা হচ্ছেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…