এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ধামরাইয়ে সাবেক ওসি ও শেখ হাসিনার নামে মামলা

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম
    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম

    ধামরাইয়ে সাবেক ওসি ও শেখ হাসিনার নামে মামলা

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম

    গত ৫ই আগষ্ট ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপরে গুলি চালানোর অভিযোগে তৎকালীন(সাবেক) ওসি ও শেখ হাসিনাসহ ৪৪৬ জনের নামে মামলা হয়েছে।

    মামলাসূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১নং আসামী করে ৪৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক যুবক। এ মামলায় তৎকালীন (সাবেক) ওসি সিরাজুল ইসলাম শেখসহ ৪৪৬জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ৪/৫শতাধিক অজ্ঞাত আসামী করেছে ভুক্তভোগী ওই যুবক। ভুক্তভোগী ওই যুবকের নাম শরিফুল ইসলাম সজল। সে ঢাকা জেলার আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের খেজুরট্যাক এলাকার আব্দুর রশিদ প্রামানিকের ছেলে।

    মামলা সূত্রে জানা গেছে, গত ৫ই আগষ্ট নিরিহ ছাত্র জনতার উপরে মামলায় উল্লেখিত আসামিরা ৬ নং হতে ৪৪৬নং আসামীরা হামলা চালায় এসময় গুলি করে বাম হাতের মারাত্মকভাবে ক্ষতি করে। এমন ন্যাক্কারজনক হামলায় মামলার প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও অন্যান্য আসামীদের মধ্যে- সাবেক সেতু মন্ত্রী ওবাইদুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ওসি সিরাজুল ইসলাম শেখ ও ধামরাই (ঢাকা -২০) অসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমদ উস্কানিমূলক বক্তব্য দিয়ে অন্যান্য আসামীদের নিরিহ ছাত্র জনতার উপরে হামলা করার নির্দেশ দেন বলে বাদী মামলায় উল্লেক করে।

    এ বিষয়ে ধামরাই থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ৫ই আগষ্ট ছাত্র জনতার উপরে গুলি করার অভিযোগে সাবেক ওসি (ধামরাই থানা) সিরাজুল ইসলাম শেখ এর বিরুদ্ধে ভুক্তভোগী ওই যুবক মামলা দায়ের করেছেন। মামলা নং ৪২। ওই মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ মামলায় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…