এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মৃত মুরগি নিয়ে থানায় গেটে বসে পড়লেন রশিদা বেগম

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম

    মৃত মুরগি নিয়ে থানায় গেটে বসে পড়লেন রশিদা বেগম

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম

    ৫টি মৃত মুরগী নিয়ে থানায় হাজির হয়ে বিচার চেয়েছেন অবস্থান নেন রাশিদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধ নারী।

    শনিবার (৬ এপ্রিল) বিকেলে সদর থানায় এসে মুরগি হত্যার বিচার চান। অবশেষে ওইদিন রাতে থানায় এসে লিখিত অভিযোগ নেন ওসি। ওই বৃদ্ধের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেড়পাঙা গ্রামে।

    বৃদ্ধ রাশিদা বেগম জানান, তিনি অনেক যত্নে মুরগিগুলো লালন-পালন করে আসছেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ির উঠানে ছেড়ে দিয়ে বাড়ির পাশের একজনকে দেখতে বলে বিয়ের দাওয়াতে যান। বাড়ি ফিরে দেখেন, তার ১০টি মুরগিই মৃত অবস্থায় পড়ে আছে। কেউ শত্রুতা করে বা বিষ প্রয়োগ করে মুরগিগুলো মেরেছে বলে দাবী করেছেন ওই বৃদ্ধ নারীর।

    তিনি বলেন, ভিক্ষাবৃত্তি করে এই মুরগিগুলো কিনেছি, কিন্তু কে এই মুরগিগুলো মেরে ফেলেছে বুঝতে পারছি না। আমার এই মুরগি কয়টাই ছিল সম্বল। ডিম বিক্রি করতাম, বাচ্চা ফুটিয়ে বড় করার আশা ছিল। আমি গরিব মানুষ। আমি এর সঠিক বিচার চাই। তাই মৃত ১০টি মুরগির ৫টি থানায় নিয়ে এসেছি প্রমাণ দেখাতে।

    এদিকে ওইদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত পর্যন্ত সদর থানা গেটে মৃত মুরগী নিয়ে অপেক্ষা করতে থাকেন ওই নারী। পরে রাত ১০টার দিকে ওসি নূরনবী থানায় এসে লিখিত অভিযোগ নিয়ে বিচারের আশ্বাস দিলে ওই বৃদ্ধ নারী থানা ত্যাগ করেন।

    লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী জানান, একটি মামলার তদন্তে সারাদিন বাইরে ছিলাম। রাতে এসে দেখলাম একজন অতি দরিদ্র নারী ৫টি মৃত মুরগি নিয়ে থানায় এসেছেন। আমরা তার লিখিত অভিযোগ গুরুত্বের সাথে নিয়েছি। প্রাথমিকভাবে মুরগিগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। অভিযোগকারী নারীর সন্দেহসহ সবদিক বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। মৃত মুরগিগুলোর ময়নাতদন্তের জন্য পশুসম্পদ বিভাগে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…