এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈদগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম

    ঈদগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৭:০৮ পিএম

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল অদুদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া রেল ক্রসিং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে রেল ক্রসিং পার হয়ে ঈদগাঁওর দিকে যাচ্ছিলেন।

    নিহত আব্দুল অদুদ চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর ঘোনার বাসিন্দা এবং মৃত আলিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি ঘটকালি ও বৈদ্য-বৈদ্যালী কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায়, নিহতের মাথার একাংশ গুরুতরভাবে ক্ষত-বিক্ষত হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, মগজ ছড়িয়ে ছিটিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল, তবে সেটি প্রাণ রক্ষা করতে পারেনি।

    রেল লাইনের পাশে মরদেহটি ঘণ্টাখানেক পড়ে থাকলেও পরে উপস্থিত লোকজন মরদেহটি সরিয়ে রেলওয়ের গেট অফিসের পূর্ব পাশে নিয়ে যান।

    আব্দুল অদুদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দক্ষিণে ছিটকে পড়ে থাকতে দেখা যায়।

    খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের এসআই আরকানুল ইসলাম ও এএসআই হিমেল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। ঈদগাঁও থানা পুলিশের এএসআই হিমেল জানান, নিহতের স্বজনরা উপস্থিত হলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

    এ দুর্ঘটনা রেলক্রসিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও জনসচেতনতার অভাবের চিত্র স্পষ্ট করে তোলে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…