এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জয়পুরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১০:৫৪ এএম
    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১০:৫৪ এএম

    জয়পুরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ১০:৫৪ এএম

    জয়পুরহাট সীমান্তে মাদকদ্রব্যসহ নাসিম হোসেন (২৫) এক যুবক আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা।

    বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় পত্নীতলা ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আটক নাসিম হোসেন জেলার সদর উপজেলার ধরঞ্জি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে বলে জানাগেছে।

    প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, অদ্য ০৯ এপ্রিল ২০২৫ তারিখ ০২৩০ ঘটিকায় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামস্থ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, একটি মোবাইল, দুইটি সিম কার্ডসহ নাসিম হোসেন নামে একজন চোরাকারবারী আটক করতে সক্ষম হয়। এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো ৩ জন চোরাকারবারী পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ০৭ হাজার ২০০ টাকা মাত্র। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।

    অপরদিকে, পত্নীতলা ব্যাটালিয়নের বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু গ্রামের টুটিকাটা খাড়ির ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস Buprenophine ইনজেকশনসহ আকরাম বাবু (২৬) নামে এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৩ হাজার ৫০০ টাকা।

    আটককৃত আকরাম বাবু হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে।

    আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।

    পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…