এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের নয়, পুরো মানবতার শত্রু: ইবি উপাচার্য

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পিএম
    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পিএম

    ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের নয়, পুরো মানবতার শত্রু: ইবি উপাচার্য

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৫ পিএম

    ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের শত্রু নয় বরং পুরো মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, মুসলমানদের ঈমানী দায়িত্ব হচ্ছে প্যালেস্টাইনকে রক্ষা করা এবং ইসরায়েলকে প্রতিরোধ করা।

    গাজা শহরে দখলদার ইসরায়েল বাহিনী কতৃক চলমান নৃশংস হামলা ও বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক আয়োজিত একঘন্টার শাটডাউন কর্মসূচিতে উপাচার্য এসব কথা বলেন। এসময় ইসরায়েল বাহিনীর প্রতি তীব্র নিন্দা এবং ফিলিস্তিনিদের মুক্তি চেয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।

    উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্বের সাধারণ মানুষ, ছাত্রসমাজ প্রতিবাদ করছে কিন্তু কোন রাষ্ট্রনায়ক জোড়ালো প্রতিবাদ করছে না। আরব বিশ্বের সেই নেতাদের আহবান জানাবো যারা এখনো ঐক্যবদ্ধ কোন প্রচেষ্টায় অংশগ্রহণ করেনি, শুধুমাত্র আলোচনার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রেখেছে।

    তিনি আরও বলেন, কালবিলম্ব না করে আমাদের এখনি এই মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় এই প্রতিবাদের ভাষা চালু রাখবে। আমরা মৃত্যুর আগে দেখে যেতে চাই ইজরাইল নিপাত হয়েছে।

    শাটডাউন কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম'সহ শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ফ্রি প্যালেস্টাইনের দাবি জানান। এছাড়াও ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উক্ত সমাবেশে যোগ দেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…