এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮

    শরিফুল খান প্লাবন, কুয়ালালামপুর (মালয়েশিয়া) থেকে প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৭ এএম
    শরিফুল খান প্লাবন, কুয়ালালামপুর (মালয়েশিয়া) থেকে প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৭ এএম

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৪৮

    শরিফুল খান প্লাবন, কুয়ালালামপুর (মালয়েশিয়া) থেকে প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৭ এএম

    ইস্কান্দার পুটেরির ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসী কর্মীদের বৈধ নতিপত্র যাচাই করার জন্য অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশি কর্মীর ধাক্কায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এর ঊর্ধ্বতন কর্মকর্তা আহত হয়েছেন।

    শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসময় বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ১৪৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানায়নি অভিবাসন বিভাগ।

    এসময় ইকো গ্যালারি এলাকায় ইমিগ্রেশন পুলিশ সদস্যরা যখন উপস্থিত হয় তখন তাদের দেখে অভিবাসী শ্রমিকরা এদিক সেদিক প্রাণপণ ছুটতে থাকে। এসময় দিশেহারা হয়ে এক অভিবাসী শ্রমিক পালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গায়ে ধাক্কা লাগলে তিনি মাটিতে পড়ে যান। এতে এ পুলিশ কর্মকর্তার পা ভেঙ্গে যায়।

    জোহর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) নর ফয়জল রহিম বলেন, ভুক্তভোগীর বাম উরুর হাড় ভেঙে গেছে এবং আরও উন্নত চিকিৎসার জন্য সুলতানা আমিনা হাসপাতালে (এইচএসএ) ভর্তি করা হয়েছে।

    এদিকে, নর ফয়জল বলেন, সকাল ১০.৪০ টায় অভিযানে, ইস্কান্দার পুটেরির এলাকার তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালেরিয়ার কাছে একটি অভিবাসী শ্রমিক বসতিতে৷ এ অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

    নর ফয়জল বলেন, আটককৃত সকলেই বৈধ ভ্রমণ নথি এবং ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ কেউ তাদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট দেখাতেও অক্ষম কারণ তারা দাবি করেন যে নথিগুলি তাদের নিয়োগকর্তার কাছে জমা রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…