এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জুট মিলে যৌথবাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম

    জুট মিলে যৌথবাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৩৮ এএম

    ফরিদপুরের নগরকান্দায় এমএম জুট মিলের অভ্যন্তরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন কোম্পানির ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডারসহ হেলাল উদ্দিন জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (১২ এপ্রিল) উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এমএম জুট মিলে এ অভিযান চালানো হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি গ্যাসের ট্যাংক লরি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন জাকারিয়া

    অভিযানকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ ডিলার আব্দুল মজিদ ফিলিং স্টেশন। যাহার স্বত্বাধিকারী এমএম জুট মিলের মালিক মোস্তাক আহমেদ। পাম্পটি ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে অবস্থিত। পাশাপশি দুই প্রতিষ্ঠানের মালিক একই ব্যক্তি হওয়ার সুবাদে পাম্পের গ্যাস নিয়ে জুট মিলের অভ্যন্তরে বোতলজাত করে তা বাজারে উচ্চ মূল্য বিক্রি করে আসছিল।

    এ ব্যাপারে জুট মিলের মালিক মোস্তাক আহমেদ পলাতক থাকায় ও মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

    নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, এমএম জুট মিলে অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথবাহিনী অভিযান চালায়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…