এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পিএম

    দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পিএম

    গাজীপুরের শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের দেরিতে পৌঁছানোতে ক্ষুব্ধ হয়ে এক দোকানি পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে এক এএসআই গুরুতর আহত হন। পরে পুলিশ হামলাকারী দোকানিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট বাজারে। আহত পুলিশ সদস্যের নাম মো. আবুল হোসেন (৩৫)। তিনি মাওনা পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    আটক দোকানির নাম মো. রাশেদ খান মেনন (২৭)। তিনি শৈলাট গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারে একটি মুদির দোকান চালান।

    মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাসমতউল্লাহ জানান, চুরির ঘটনার বিষয়ে জানার পরপরই ওসি কর্তৃক দেওয়া এক নম্বরে যোগাযোগ করা হয় এবং এএসআই আবুল হোসেনকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তিনি দোকানির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দোকানি পুলিশের দেরিতে পৌঁছানোর অভিযোগ তোলেন এবং পুলিশকে ভুয়া বলে দাবি করেন। একপর্যায়ে দোকানে থাকা লোহার শিকল দিয়ে পুলিশ সদস্যের মাথায় আঘাত করেন রাশেদ। ধস্তাধস্তির সময় আরও এক কনস্টেবলও আহত হন।

    ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

    শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, "৯৯৯-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…