এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম

    চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম

    চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের খোলা নালায় ব্যাটারিচালিত একটি রিকশা পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়।

    শুক্রবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    রিকশাটিতে থাকা শিশুটির মা ও শিশু স্রোতের তোড়ে পড়ে যান। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে মাকে উদ্ধার করতে সক্ষম হলেও শিশু পানির প্রবল স্রোতে তলিয়ে যায়।

    দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

    চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘আমরা শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছি। তবে এখনো তাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলের স্রোত ও অবকাঠামোগত জটিলতা উদ্ধার কাজকে বিঘ্ন করছে।’

    প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নবাব হোটেলসংলগ্ন ওই নালাটি খোলা অবস্থায় ছিল। চলাচলের প্রধান সড়কের সঙ্গে সংযুক্ত এই জায়গাটিতে আগে থেকেই সতর্কতামূলক কোনো ব্যবস্থা ছিল না।

    ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, নগরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে খোলা নালাগুলো জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনায় শহরের নালা ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…