এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম

    মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৮ এএম

    কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ টিটু মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার করিমাবাদ তিন রাস্তার মোড় থেকে মেঘনা থানার একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার টিটু মিয়া উপজেলার মানিকারচর গ্রামের মৃত এনতাজ মিয়ার ছেলে।

    স্থানীয়রা জানান, টিটু মিয়ার কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। তিনি উঠতি বয়সী তরুণদের মাদকাসক্ত করে ফেলছেন। কেউ কেউ তাকে ‘মাদক গডফাদার’ হিসেবেও অভিহিত করেন। একাধিকবার গ্রেপ্তার হলেও, অজানা কারণে তিনি দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার সেই পুরোনো পথে ফিরে যান। তাদের দাবি, এমন চিহ্নিত মাদক ব্যবসায়ীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

    পুলিশ সূত্র জানায়, টিটুর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে। তিনি পাঁচবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করলেও, জামিনে মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এমনকি জেল থেকে বের হওয়ার পরেও তার মাদক কার্যক্রম থেমে থাকেনি।

    গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিলের নির্দেশে এসআই মো. মশিউর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এএসআই আল মামুন জিহাদ এবং কনস্টেবল উত্তম কুমার, রবিউল হাসান, রাসেল মিয়া, মো. মোস্তফা ও আনিছুর রহমান। পুলিশ করিমাবাদ তিন রাস্তার মোড়ে টিটুকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল সময়ের কণ্ঠস্বরকে বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট ও জিরো টলারেন্স। সমাজ ধ্বংসকারী এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। টিটু মিয়ার মতো পেশাদার অপরাধীদের কোনো ছাড় নেই। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, "মাদকের শিকড় খুব গভীরে। কিন্তু আমরা একে একে উপড়ে ফেলছি। জনগণের সহযোগিতা পেলে মেঘনাকে মাদকমুক্ত করতে সক্ষম হবো। তাছাড়া মেঘনাকে মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।"

    অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, "এই ধরনের অভিযান ঝুঁকিপূর্ণ হলেও আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে যাই। টিটুর মতো অপরাধীদের ধরতে আমরা সবসময় প্রস্তুত।"

    স্থানীয় মুরুব্বি আবদুল হাকিম বলেন, “ওসি স্যারকে ধন্যবাদ। বহু বছর পর মনে হচ্ছে, পুলিশ সত্যিই শক্ত অবস্থানে আছে। আমরা চাই, এই অভিযান চলমান থাকুক। এছাড়াও মেঘনা থানার সাম্প্রতিক কার্যক্রমে সন্তুষ্ট সাধারণ মানুষও। নিয়মিত অভিযান চালালে মাদকের বিস্তার অনেকটাই কমে আসবে বলে জানান তারা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…