এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

    বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পিএম

    উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    রোববার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের থানা মোড় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

    উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ এবং সড়ক পরিবহন মালিক গ্রুপ উল্লাপাড়া শাখার নেতা কর্মীরা এতে যোগ দেন।

    গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জুম্বার নামাজের পর থানা মোড়ে আজাদ হোসেনের উপর আতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে জামায়াতকে দায়ী করা হয়। শুক্রবার রাতে আজাদের ভাই ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ ব্যাপারে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এতে পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য হাফিজুর রহমানকে প্রধান আসামী করে অপর ১৪ জনের নামে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আসামী করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার রাতে প্রধান আসামী হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। তবে তিন দিনেও পুলিশ অপর আসামীদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ মামলার বাদীর।

    আজাদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দু’দিন ধরে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার মানববন্ধন কর্মসূচি থেকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুুল ওয়াহাব প্রতিটি ইউনিয়নে আজাদের উপরে হামলার প্রতিবাদ সভা ও আগামী শুক্রবার উপজেলার সকল মসজিদের আজাদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন।

    মামলার বাদী আজাদের ভাই আব্দুর রাজ্জাক গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, তিন দিনেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। তিনি অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় তারা মামলাটি গোয়েন্দা পুলিশ শাখায় (ডিবি) স্থানান্তরের ব্যবস্থা করবেন বলে জানান।

    সড়ক পরিবহন মালিক গ্রুপ উল্লাপাড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই ঘটনায় জড়িতদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বিএনপি নেতা আজাদ হোসেনের হামলার পর থেকেই জড়িতরা সবাই পালিয়ে গেছে। পুলিশ আসামীদের ধরছেনা বলে বাদী যে অভিযোগ করেছেন তা সত্য নয় বলে উল্লেখ করেন ওসি। তিনি আরও জানান, পুলিশ আসামীদের গ্রেপ্তারের জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…